আর্থিক খাতের রাঘববোয়ালদের ধরব: অর্থ উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি, ঢাকা
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০: ০৪

বলেছেন, আর্থিক খাতের দুর্নীতিগ্রস্ত ব্যক্তি-গোষ্ঠী তথা রাঘববোয়ালদের ধরতে সরকার কঠোর উদ্যোগ নিচ্ছে। ভবিষ্যতে সরকারের এসব উদ্যোগ আরও দৃশ্যমান হবে। গতকাল শনিবার রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্ন্যান্স ম্যানেজমেন্টের (বিআইজিএম) সভার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন।

সাংবাদিকদের সালেহউদ্দিন আহমেদ বলেন, রাঘববোয়ালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে বড় অনেকের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এটা প্রাথমিক উদ্যোগ। এরপর এ নিয়ে তদন্ত হবে। তদন্তে দোষ পেলে বিচারের উদ্যোগ নেওয়া হবে। দ্রুততম সময়ে এসব কাজ বাস্তবায়ন করা হবে। কারও কারও বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে ব্যবস্থা নেওয়া হবে।

অর্থনীতি ও আর্থিক খাতে সরকার শৃঙ্খলা ফেরাতে চায়—এমন ইঙ্গিত দিয়ে অর্থ উপদেষ্টা বলেন, এরই অংশ হিসেবে সম্প্রতি কালোটাকা সাদা করার সুযোগ আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে। ভবিষ্যতে কালোটাকার প্রশ্নে আর কোনো আপস করা হবে না। এখন থেকে কালোটাকার বিষয়ে এনবিআর সরাসরি ব্যবস্থা নেবে। যাদেরই অপ্রদর্শিত আয় আছে, তাদের ধরবে।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়ে উপদেষ্টা জেলা প্রশাসকদের দায়িত্ব দেওয়ার কথা বলেন। তিনি বলেন, ‘কেউ চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছি। আস্তে আস্তে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আসবে।’ 

উপদেষ্টা আরও বলেন, বাজারে পণ্যের দাম কমতির দিকে। চেষ্টা করা হচ্ছে যাতে কৃষকেরাও পণ্যের ন্যায্যমূল্য পান। দাম নিয়ন্ত্রণে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে বাজার মনিটর করতে বলা হয়েছে। 

বিভিন্ন সিন্ডিকেট কেন ভাঙতে পারছেন না—এমন প্রশ্নে রাতারাতি কিছু করলে সমস্যা হবে, এ ইঙ্গিত দিয়ে উপদেষ্টা বলেন, ‘আস্তে আস্তে করে আমরা নির্দেশ দিচ্ছি। সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা অবশ্যই ব্যবস্থা নেব।’ 

শিল্প খাতে অস্থিরতা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘এ সমস্যা শিগগিরই কমে যাবে। আমরা মালিকদের সহযোগিতা করছি। এ অস্থিরতার মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল সহযোগিতা করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে। এ ব্যাপারে বিভিন্ন ট্রেড বডি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আমার আলোচনা হচ্ছে।’ 

বাংলাদেশ ব্যাংকে শিগগিরই ডেপুটি গভর্নর নিয়োগ হবে বলেও জানান অর্থ উপদেষ্টা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানির তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ৩৫ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত