নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিশ্ব বাজারের সঙ্গে মিল রেখে দেশের বাজারে জ্বালানি তেলের মূল্য সমন্বয় ব্যবস্থা ‘ডায়নামিক প্রাইসিং মডেল’ আগামী এক–দুই মাসের মধ্যে কার্যকর করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বিশ্ববাজারের দামের সঙ্গে মিল রেখে স্থানীয় বাজারে দাম নির্ধারণ করার পদ্ধতিকে ‘ডায়নামিক প্রাইসিং মডেল’ বলে।
নসরুল হামিদ বলেন, ভারতে জ্বালানির দাম সকাল-বিকেল পরিবর্তন করা হয়। সেটা বিদ্যুৎ ও তেলের ব্যাপারে করা হয়। আমরা ঠিক সেইরকম মেকানিজমের দিকে যাচ্ছি। যখন দাম কমবে তখন দাম কমবে, যখন দাম সমন্বয় করার দরকার হবে তখন সমন্বয় হবে। আশা করি আগামী এক–দুই মাসের মধ্যে আমরা ‘ডায়নামিক প্রাইসিং মডেলে’ যেতে পারব।
জ্বালানি তেলের ওপর ভর্তুকি তুলে দেওয়ার জন্য বিশ্ববাজারের সঙ্গে মিল রেখে স্থানীয় বাজারে তেলের দাম নির্ধারণ করা হচ্ছে বলে জানান নসরুল হামিদ।
নসরুল বলেন, ‘আমরা চাচ্ছি আগামী কয়েক বছরের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি যেন ভর্তুকি থেকে বেরিয়ে আসে। ভর্তুকি যাতে এটা সহনীয় পর্যায়ে আসে।’
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী নসরুল হামিদ নবায়নযোগ্য জ্বালানির বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। বিদ্যুৎ বিভাগ খুবই বড় একটা নবায়নযোগ্য জ্বালানির দিকে যাচ্ছে বলে মন্তব্য করেন।
নসরুল হামিদ বলেন, সরকার ১২ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ নিয়ে কাজ করছে। আগামী দুই বছর মধ্যে দুই হাজার মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি গ্রিডে ঢুকবে। নেপাল থেকে নবায়নযোগ্য বিদ্যুৎ আনতে চুক্তি সই হয়ে যাবে সামনের মাসগুলোতে। ৫০ মেগাওয়াটের একটি, ৭০০ মেগাওয়াটের জন্য আর একটি চুক্তি হবে।
ফিলিস্তিন–ইসরায়েল ইস্যুতে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও খারাপের দিকে গেলে জ্বালানি খাত সমস্যায় পড়বে বলে মনে করেন নসরুল হামিদ।
নসরুল হামিদ বলেন, ‘পৃথিবীব্যাপী অর্থনৈতিক মন্দা এখনো বিরাজ করছে। ফিলিস্তিন ইস্যুতে মধ্যপ্রাচ্যে যে সমস্যাটা দেখা যাচ্ছে সেটি আরও বড় হলে বাজে পরিস্থিতি তৈরি হবে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও খারাপ হলে একটু সমস্যা হবে।’
গত ১০ বছরে মন্ত্রণালয় এডিপি বাস্তবায়ন ১০০ শতাংশের ‘বেশি’ দাবি করে নসরুল হামিদ বলেন আজকে অর্থনীতির যে গতিশীলতার কথা বলা হচ্ছে, এর সমস্ত ক্রেডিট বিদ্যুতের জ্বালানি মন্ত্রণালয়ের। তারা সময়মতো জ্বালানি বিদ্যুতের ব্যবস্থা করতে পেরেছিল বলেই অর্থনীতিতে একটা বিশাল গতি সঞ্চালিত হয়েছে।
বিশ্ব বাজারের সঙ্গে মিল রেখে দেশের বাজারে জ্বালানি তেলের মূল্য সমন্বয় ব্যবস্থা ‘ডায়নামিক প্রাইসিং মডেল’ আগামী এক–দুই মাসের মধ্যে কার্যকর করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বিশ্ববাজারের দামের সঙ্গে মিল রেখে স্থানীয় বাজারে দাম নির্ধারণ করার পদ্ধতিকে ‘ডায়নামিক প্রাইসিং মডেল’ বলে।
নসরুল হামিদ বলেন, ভারতে জ্বালানির দাম সকাল-বিকেল পরিবর্তন করা হয়। সেটা বিদ্যুৎ ও তেলের ব্যাপারে করা হয়। আমরা ঠিক সেইরকম মেকানিজমের দিকে যাচ্ছি। যখন দাম কমবে তখন দাম কমবে, যখন দাম সমন্বয় করার দরকার হবে তখন সমন্বয় হবে। আশা করি আগামী এক–দুই মাসের মধ্যে আমরা ‘ডায়নামিক প্রাইসিং মডেলে’ যেতে পারব।
জ্বালানি তেলের ওপর ভর্তুকি তুলে দেওয়ার জন্য বিশ্ববাজারের সঙ্গে মিল রেখে স্থানীয় বাজারে তেলের দাম নির্ধারণ করা হচ্ছে বলে জানান নসরুল হামিদ।
নসরুল বলেন, ‘আমরা চাচ্ছি আগামী কয়েক বছরের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি যেন ভর্তুকি থেকে বেরিয়ে আসে। ভর্তুকি যাতে এটা সহনীয় পর্যায়ে আসে।’
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী নসরুল হামিদ নবায়নযোগ্য জ্বালানির বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। বিদ্যুৎ বিভাগ খুবই বড় একটা নবায়নযোগ্য জ্বালানির দিকে যাচ্ছে বলে মন্তব্য করেন।
নসরুল হামিদ বলেন, সরকার ১২ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ নিয়ে কাজ করছে। আগামী দুই বছর মধ্যে দুই হাজার মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি গ্রিডে ঢুকবে। নেপাল থেকে নবায়নযোগ্য বিদ্যুৎ আনতে চুক্তি সই হয়ে যাবে সামনের মাসগুলোতে। ৫০ মেগাওয়াটের একটি, ৭০০ মেগাওয়াটের জন্য আর একটি চুক্তি হবে।
ফিলিস্তিন–ইসরায়েল ইস্যুতে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও খারাপের দিকে গেলে জ্বালানি খাত সমস্যায় পড়বে বলে মনে করেন নসরুল হামিদ।
নসরুল হামিদ বলেন, ‘পৃথিবীব্যাপী অর্থনৈতিক মন্দা এখনো বিরাজ করছে। ফিলিস্তিন ইস্যুতে মধ্যপ্রাচ্যে যে সমস্যাটা দেখা যাচ্ছে সেটি আরও বড় হলে বাজে পরিস্থিতি তৈরি হবে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও খারাপ হলে একটু সমস্যা হবে।’
গত ১০ বছরে মন্ত্রণালয় এডিপি বাস্তবায়ন ১০০ শতাংশের ‘বেশি’ দাবি করে নসরুল হামিদ বলেন আজকে অর্থনীতির যে গতিশীলতার কথা বলা হচ্ছে, এর সমস্ত ক্রেডিট বিদ্যুতের জ্বালানি মন্ত্রণালয়ের। তারা সময়মতো জ্বালানি বিদ্যুতের ব্যবস্থা করতে পেরেছিল বলেই অর্থনীতিতে একটা বিশাল গতি সঞ্চালিত হয়েছে।
দেশের সোনার বাজারে চলমান অস্থিরতার মধ্যে মাত্র দুই দিনের ব্যবধানে দুই দফায় কমানো হয়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৯ হাজার ৯৯৬ টাকা।
৯ ঘণ্টা আগেএবার জিএম পদে নিয়োগের জন্য ২৫৮ জনের সাক্ষাৎকার আগামীকাল বুধবার শেষ হবে। পদোন্নতি পেয়ে স্ব স্ব প্রতিষ্ঠানের জিএম হিসেবে পদায়নের দাবি জানিয়েছেন তাঁরা।
১০ ঘণ্টা আগেগ্রাহকের আস্থা ফেরানোর লক্ষ্যে দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল সোমবার ৫টি দুর্বল ব্যাংককে ভল্ট থেকে সাড়ে ১৮ হাজার কোটি কোটি সহায়তা দেওয়া হয়েছে। পরদিন আজ মঙ্গলবার আরও দুই ব্যাংক পেয়েছে আড়াই হাজার কোটি টাকা।
১১ ঘণ্টা আগে