Ajker Patrika

ভোজ্যতেলের ভ্যাট প্রত্যাহার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভোজ্যতেলের ভ্যাট প্রত্যাহার 

সয়াবিন ও পাম তেলের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড। আজ সোমবার এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এদিকে ভোজ্যতেলের ওপর ভ্যাট প্রত্যাহার করায় রাজধানীর পুরান ঢাকার মৌলভীবাজার ও চট্টগ্রামের খাতুনগঞ্জে পণ্য দুটির দাম অনেকটাই কমেছে। 

প্রজ্ঞাপনে জানা গেছে, সয়াবিন তেল ও পাম তেলের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে আরোপিত সমুদয় মূল্য সংযোজন কর-ভ্যাট থেকে অব্যাহতি দেওয়া হলো। 

জানা গেছে, বর্তমানে ভোজ্যতেল উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ব্যবসায়ী পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট আরোপিত রয়েছে। এই ভ্যাট প্রত্যাহার আগামী ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে। 

সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিত সাহা বলেন, ভোজ্যতেল আমদানি পর্যায়ে ১৫ শতাংশ, উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ব্যবসায়ী পর্যায়ে ৫ শতাংশ বহাল ছিল। তবে আমদানি পর্যায়ে ভ্যাট বহাল রয়েছে বলে জানান তিনি। 

এদিকে মৌলভীবাজারের ভোজ্যতেল ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জানান, বাজারে প্রতিমণ সয়াবিন তেলের দাম সর্বোচ্চ উঠেছিল ৬ হাজার ৩০০ টাকা। যা সোমবার বিক্রি হয়েছে ৫ হাজার ৬৬০ টাকায়। অর্থাৎ মণপ্রতি দাম কমেছে ৬৪০ টাকা। আর পাম তেলের দাম উঠেছিল ৬ হাজার টাকা। যা গতকাল সোমবার বিক্রি হয়েছে ৫ হাজার ২৫০ টাকা। তবে দুপুরের দিকে দাম মণপ্রতি আরও ১০০ টাকা কমে বিক্রি হয়েছে। এতে মণপ্রতি পাম তেলের দাম কমেছে ৭৫০ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত