Ajker Patrika

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১০: ৫৩
যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমছে

বছরের জানুয়ারি-আগস্ট এই ৮ মাসে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি ২১ দশমিক ৭৭ শতাংশ কমেছে। মার্কিন প্রতিষ্ঠান ওটেক্সার তথ্যের ভিত্তিতে বিজিএমইএ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৈশ্বিক মন্দার কারণে বাংলাদেশের পোশাকপণ্যের এই মূল বাজারে চাহিদা কম থাকায় রপ্তানির পরিমাণ কমেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সেস অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (ওটেক্সা)-এর তথ্য অনুসারে, এ বছরের প্রথম ৮ মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ৫ দশমিক ১৮ বিলিয়ন ডলার মূল্যের পোশাকপণ্য রপ্তানি করেছে, যার পরিমাণ গত বছরের একই সময়ে ছিল ৬ দশমিক ৬২ বিলিয়ন ডলার।

রপ্তানিকারকেরা বলছেন, অন্যান্য পোশাক বাজারের তুলনায় এখন পর্যন্ত মার্কিন বাজারে বাংলাদেশের রপ্তানির অবস্থা ভালো। বছরের শেষ নাগাদ পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশা করছেন তাঁরা।

মার্কিন সংস্থা ওটেক্সার তথ্য অনুসারে, ২০২৩ সালের প্রথম ৮ মাসে যুক্তরাষ্ট্রের সামগ্রিক পোশাক আমদানি ৬৯ দশমিক ২১ বিলিয়ন ডলার থেকে ৫৩ দশমিক ৪৫ বিলিয়ন ডলারে নেমে এসেছে, যা ২২ দশমিক ৭৭ শতাংশ কম।

ওটেক্সার তথ্যমতে, আলোচ্য সময়ে যুক্তরাষ্ট্রে বিশ্বের শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশ চীনের পোশাক রপ্তানি ২৯ দশমিক ৪৭ শতাংশ কমে ১০ দশমিক ৯৮ বিলিয়ন ডলার হয়েছে।

দেশটিতে দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক ভিয়েতনামের রপ্তানিও ২৪ দশমিক ৫৭ শতাংশ কমে ৯ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত