নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রায় চার বছর উৎপাদন বন্ধ থাকার পর চলতি ২০২৩-২৪ অর্থবছরের শুরুতে ভিন্নধর্মী ব্যবসার মাধ্যমে উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইমাম বাটন লিমিটেড।
উৎপাদনে ফিরেই চলতি অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদনে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) নীতিমালা অমান্য করে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বাড়িয়ে দেখিয়েছে কোম্পানিটি। এ ছাড়া কোম্পানির বিপক্ষে ফ্লোর ভাড়ার অর্থ যথাযথ ব্যবহার না করা, কর সমন্বয় না করা এবং স্বল্প মেয়াদি ঋণের সেটেলমেন্ট না করার মতো অভিযোগ তুলেছে নিরীক্ষক। ইমাম বাটনের বিভিন্ন অসংগতি তুলে ধরে ভবিষ্যতে এর কার্যক্রম আবারও বন্ধ হয়ে যেতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন নিরীক্ষক।
নিরীক্ষকের দেওয়া তথ্য অনুসারে, ইমাম বাটন কর্তৃপক্ষ কোম্পানির ফ্লোর স্পেস ভাড়া দেয়ার বিপরীতে অগ্রিম ১০ লাখ টাকা আদায় করেছে। আন্তর্জাতিক অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড (আইএএস) অনুসারে এই অগ্রিম আদায়ের অর্থ কোম্পানির যেকোনো সম্পদে বিনিয়োগ করার বিধান থাকলেও কোম্পানিটি তা করেনি।
তবে কোম্পানি কর্তৃপক্ষ বলছে, শিগগিরই তারা সংকট কাটিয়ে ভালো অবস্থানে ফিরতে সক্ষম হবে। এ বিষয়ে ইমাম বাটনের কোম্পানি সচিব মো. জামিল হোসেন বলেন, ‘কোম্পানির মূল ব্যবসা থেকে আমরা সরে এসেছি। বাটন ইউনিট ভাড়া দেয়ার জন্য চেষ্টা চলছে। কৃষি প্রকল্প দিয়ে আমাদের নতুন যাত্রা শুরু হয়েছে। আমরা এখন জুতার ব্যবসার মাধ্যমে কোম্পানিকে নতুনভাবে সাজাতে কাজ করছি। আশা করছি, শিগগিরই সংকট কাটিয়ে ভালো মুনাফায় ফেরা সম্ভব হবে।’
প্রায় চার বছর উৎপাদন বন্ধ থাকার পর চলতি ২০২৩-২৪ অর্থবছরের শুরুতে ভিন্নধর্মী ব্যবসার মাধ্যমে উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইমাম বাটন লিমিটেড।
উৎপাদনে ফিরেই চলতি অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদনে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) নীতিমালা অমান্য করে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বাড়িয়ে দেখিয়েছে কোম্পানিটি। এ ছাড়া কোম্পানির বিপক্ষে ফ্লোর ভাড়ার অর্থ যথাযথ ব্যবহার না করা, কর সমন্বয় না করা এবং স্বল্প মেয়াদি ঋণের সেটেলমেন্ট না করার মতো অভিযোগ তুলেছে নিরীক্ষক। ইমাম বাটনের বিভিন্ন অসংগতি তুলে ধরে ভবিষ্যতে এর কার্যক্রম আবারও বন্ধ হয়ে যেতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন নিরীক্ষক।
নিরীক্ষকের দেওয়া তথ্য অনুসারে, ইমাম বাটন কর্তৃপক্ষ কোম্পানির ফ্লোর স্পেস ভাড়া দেয়ার বিপরীতে অগ্রিম ১০ লাখ টাকা আদায় করেছে। আন্তর্জাতিক অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড (আইএএস) অনুসারে এই অগ্রিম আদায়ের অর্থ কোম্পানির যেকোনো সম্পদে বিনিয়োগ করার বিধান থাকলেও কোম্পানিটি তা করেনি।
তবে কোম্পানি কর্তৃপক্ষ বলছে, শিগগিরই তারা সংকট কাটিয়ে ভালো অবস্থানে ফিরতে সক্ষম হবে। এ বিষয়ে ইমাম বাটনের কোম্পানি সচিব মো. জামিল হোসেন বলেন, ‘কোম্পানির মূল ব্যবসা থেকে আমরা সরে এসেছি। বাটন ইউনিট ভাড়া দেয়ার জন্য চেষ্টা চলছে। কৃষি প্রকল্প দিয়ে আমাদের নতুন যাত্রা শুরু হয়েছে। আমরা এখন জুতার ব্যবসার মাধ্যমে কোম্পানিকে নতুনভাবে সাজাতে কাজ করছি। আশা করছি, শিগগিরই সংকট কাটিয়ে ভালো মুনাফায় ফেরা সম্ভব হবে।’
অর্থনীতিবিদ ড. সেলিম রায়হান বলেছেন, এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলমের আন্তর্জাতিক সালিসে যাওয়ার হুমকিতে ভয় পাওয়ার কারণ নেই। দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
৮ ঘণ্টা আগেবেশ কিছু দিন ধরেই কেনিয়াতে ছাত্র–জনতা আদানির সঙ্গে সরকারের ‘গোপন’ চুক্তির প্রতিবাদ জানিয়ে আসছে। পরে দেশটির সুপ্রিম কোর্ট বিষয়টিতে হস্তক্ষেপ করে। অবশেষে আদানি শিল্পগোষ্ঠীর সঙ্গে ২৫০ কোটি মার্কিন ডলারের বেশি অর্থমূল্যের দুটি চুক্তি বাতিল করার ঘোষণা দিয়েছে আফ্রিকার দেশ কেনিয়া।
১৩ ঘণ্টা আগেঘুষের নোটে সাগর আদানি ঘুষের পরিমাণ, কাকে ঘুষ দেওয়া হয়েছে এবং কত মেগাওয়াট বিদ্যুতের বিনিময়ে এটি হয়েছে—তার বিবরণ উল্লেখ করেছেন। তিনি মেগাওয়াট প্রতি ঘুষের হারও উল্লেখ করেছেন। ২০২০ সালে একটি হোয়াটসঅ্যাপ মেসেজে সাগর আদানি বলেন, ‘হ্যাঁ...কিন্তু বিষয়টা দৃশ্যমান হওয়ার ঠেকানো বেশ কঠিন।’
১৪ ঘণ্টা আগেগৌতম আদানি, ভারতীয় কনগ্লোমারেট আদানি গ্রুপের চেয়ারম্যান এবং বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিদের একজন, বর্তমানে যুক্তরাষ্ট্রে বহু-বিলিয়ন ডলারের জালিয়াতি এবং ঘুষ কেলেঙ্কারিতে অভিযুক্ত। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ভারত সরকারের কর্মকর্তাদের ঘুষ দেওয়ার মাধ্যমে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের চুক্তি বাগিয়েছে
১৫ ঘণ্টা আগে