কায়রো আন্তর্জাতিক লেদার ও শুজস প্রদর্শনীতে অংশ নেয় বাংলাদেশ

বিজ্ঞপ্তি
Thumbnail image
ছবি: সংগৃহীত

বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের চামড়াশিল্পের প্রসারে ১৯তম কায়রো আন্তর্জাতিক লেদার ও শুজস প্রদর্শনীতে অংশ নেয় বাংলাদেশ। এতে বাংলাদেশের শীর্ষস্থানীয় কয়েকটি কোম্পানি অংশ নেয়।

মিসরের কায়রো আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ২৩-২৫ জানুয়ারি তিন দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রদর্শনীর প্যাভিলিয়ন #এ ৫২-এ বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করে বাংলাদেশের শীর্ষস্থানীয় চামড়া, ফুটওয়্যার ও চামড়াজাত পণ্যপ্রতিষ্ঠান এএস লেদার, লরেটা লেদার, আল মদিনা, গার্ডেনিয়া ফুটওয়্যার এবং নবাবী ফুটওয়্যার।

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস (ইসিফোরজে–EC 4 J) প্রকল্পের উদ্যোগে বাংলাদেশের চামড়া, ফুটওয়্যার ও চামড়াজাত পণ্য খাতকে বহির্বিশ্বে প্রদর্শনের লক্ষ্যে ‘মিট বাংলাদেশ সোর্সিং শো–এমবিএস’-এর উদ্যোগ গ্রহণ করে। এ প্রকল্পের প্রাথমিক উদ্দেশ্য হলো বাংলাদেশকে একটি বিশ্বাসযোগ্য সোর্সিং গন্তব্য হিসেবে তুলে ধরার মাধ্যমে সম্ভাবনাময় খাতগুলোর জন্য রপ্তানি বাজারের সংযোগ জোরদার করা। এরই ধারাবাহিকতায় চামড়া, ফুটওয়্যার ও চামড়াজাত পণ্যের সম্প্রসারণে EC4J-এর উদ্যোগে ১৯ তম কায়রো আন্তর্জাতিক লেদার ও শুজস প্রদর্শনীতে বাংলাদেশ অংশগ্রহণ করে।

লোরেটা লেদার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেজর তারিক মোহাম্মদ (অব.) বলেন, বাংলাদেশে জনশক্তির সহজলভ্যতা, উন্নত দেশগুলোতে শুল্কমুক্ত বাজারে প্রবেশাধিকার প্রভৃতি কারণে একটি প্রতিষ্ঠিত সোর্সিং গন্তব্য হিসেবে বিশ্বব্যাপী ক্রেতা সম্প্রদায়ের জন্য বাংলাদেশ একটি লাভজনক ও সম্ভাবনাময় গন্তব্য। কাজেই এ প্রদর্শনীতে অংশগ্রহণের ফলে বাংলাদেশের চামড়াজাত পণ্যের বিশ্ববাজারে প্রসারের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে তাঁর অভিমত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত