অনলাইন ডেস্ক
ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে আসছে আরেকা সুপারি বীজের চালান। সৌদি আরবেও এই বীজের একটি চালান পাঠিয়েছে দেশটি। তবে চালানের পরিমাণ জানা যায়নি।
ইন্দোনেশিয়ার বার্তা সংস্থা অন্তরা নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির বাণিজ্যমন্ত্রী জুলকিফলি হাসান আজ শনিবার জাম্বি প্রদেশ থেকে সৌদি আরব ও বাংলাদেশে আরেকা সুপারির চালান পাঠানো হয়েছে। এই বীজের স্থানীয় নাম পিনাং।
মন্ত্রী বলেন, মুয়ারো জাম্বির কুম্পেহ থেকে আরেকা সুপারি রপ্তানি করা হয়। এই এলাকাটি জাম্বির বৃহত্তম সুপারি উৎপাদন কেন্দ্রগুলোর একটি। আমি নিশ্চিত করতে চাই যে, এখানকার এই প্রধান পণ্যটি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে পারে।
মন্ত্রী উল্লেখ করেন, ইন্দোনেশিয়া বিশ্বব্যাপী শীর্ষ আরেকা সুপারি রপ্তানিকারক। বিশ্বের ৩৫ শতাংশ আরেকা সুপারি সরবরাহ করে ইন্দোনেশিয়া।
পিনাং রপ্তানির চালান পাঠাতে পারার মাধ্যমে ইন্দোনেশিয়ার এই পণ্যের রপ্তানি বাজার সম্প্রসারণের পথ খুলে যাবে। জাতীয় ও আঞ্চলিক অর্থনীতিতে এই রপ্তানি বাণিজ্য অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে।
মন্ত্রী হাসান আরও বলেন, রপ্তানি গন্তব্য দেশগুলো এখন এই সুপারি উৎপাদন করতে শুরু করেছে। এ কারণে এখন দাম কমেছে।
তিনি বলেন, ‘আমরা দাম বাড়ানোর জন্য লড়াই করেছি। এমনকি আমি ভারতের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করেছি। আমি পাঁচবার ভারতে গিয়েছি। ভারত সবচেয়ে বড় বাজার, আমাদের দাম তাদের ওপর নির্ভর করে। চ্যালেঞ্জ হলো, এই সুপারি ভারতের ভেতরেই উৎপাদিত হচ্ছে।’ তবে তিনি আশ্বস্ত করেন, এর জন্য তাঁর মন্ত্রণালয় বাণিজ্য কূটনীতি চালিয়ে যাবে।
সেই সঙ্গে চকলেট, কফি, গোলমরিচ, লবঙ্গ, আরেকা সুপারি, দারুচিনির মতো পণ্যের উৎপাদন বৃদ্ধিতে জোর দেওয়ার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, আরেকা সুপারি মূলত পাম জাতীয় উদ্ভিদ। এ ধরনের উদ্ভিদ সাধারণ গৃহসজ্জা ও সৌন্দর্যবর্ধনে রোপণ করা হয়ে থাকে।
ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে আসছে আরেকা সুপারি বীজের চালান। সৌদি আরবেও এই বীজের একটি চালান পাঠিয়েছে দেশটি। তবে চালানের পরিমাণ জানা যায়নি।
ইন্দোনেশিয়ার বার্তা সংস্থা অন্তরা নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির বাণিজ্যমন্ত্রী জুলকিফলি হাসান আজ শনিবার জাম্বি প্রদেশ থেকে সৌদি আরব ও বাংলাদেশে আরেকা সুপারির চালান পাঠানো হয়েছে। এই বীজের স্থানীয় নাম পিনাং।
মন্ত্রী বলেন, মুয়ারো জাম্বির কুম্পেহ থেকে আরেকা সুপারি রপ্তানি করা হয়। এই এলাকাটি জাম্বির বৃহত্তম সুপারি উৎপাদন কেন্দ্রগুলোর একটি। আমি নিশ্চিত করতে চাই যে, এখানকার এই প্রধান পণ্যটি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে পারে।
মন্ত্রী উল্লেখ করেন, ইন্দোনেশিয়া বিশ্বব্যাপী শীর্ষ আরেকা সুপারি রপ্তানিকারক। বিশ্বের ৩৫ শতাংশ আরেকা সুপারি সরবরাহ করে ইন্দোনেশিয়া।
পিনাং রপ্তানির চালান পাঠাতে পারার মাধ্যমে ইন্দোনেশিয়ার এই পণ্যের রপ্তানি বাজার সম্প্রসারণের পথ খুলে যাবে। জাতীয় ও আঞ্চলিক অর্থনীতিতে এই রপ্তানি বাণিজ্য অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে।
মন্ত্রী হাসান আরও বলেন, রপ্তানি গন্তব্য দেশগুলো এখন এই সুপারি উৎপাদন করতে শুরু করেছে। এ কারণে এখন দাম কমেছে।
তিনি বলেন, ‘আমরা দাম বাড়ানোর জন্য লড়াই করেছি। এমনকি আমি ভারতের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করেছি। আমি পাঁচবার ভারতে গিয়েছি। ভারত সবচেয়ে বড় বাজার, আমাদের দাম তাদের ওপর নির্ভর করে। চ্যালেঞ্জ হলো, এই সুপারি ভারতের ভেতরেই উৎপাদিত হচ্ছে।’ তবে তিনি আশ্বস্ত করেন, এর জন্য তাঁর মন্ত্রণালয় বাণিজ্য কূটনীতি চালিয়ে যাবে।
সেই সঙ্গে চকলেট, কফি, গোলমরিচ, লবঙ্গ, আরেকা সুপারি, দারুচিনির মতো পণ্যের উৎপাদন বৃদ্ধিতে জোর দেওয়ার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, আরেকা সুপারি মূলত পাম জাতীয় উদ্ভিদ। এ ধরনের উদ্ভিদ সাধারণ গৃহসজ্জা ও সৌন্দর্যবর্ধনে রোপণ করা হয়ে থাকে।
ভবিষ্যৎ আয়ের এক অপার সম্ভাবনার দুয়ার হলো বিমা—যাকে সংকটকালে নির্ভেজাল এক বিশ্বস্ত সঙ্গী বলা যায়। বিশ্বজুড়ে তাই বিমার প্রতি মানুষের আকর্ষণ যেন অদম্য স্রোতের মতো ক্রমাগত বাড়ছে। অথচ এই ঢেউ বাংলাদেশে...
১১ ঘণ্টা আগে‘মিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫’-এর চ্যাম্পিয়ন হয়েছে সংবাদভিত্তিক টিভি চ্যানেল নিউজ ২৪। আজ শনিবার গুলশান-২-এ অবস্থিত মিডিয়াকমের নিজস্ব প্রাঙ্গণে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় বাংলাদেশ প্রতিদিনকে হারিয়ে শিরোপা জয় করে এই গণমাধ্যম।
১৩ ঘণ্টা আগেএনআরবি ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
১৩ ঘণ্টা আগেসাউথইস্ট ব্যাংক পিএলসি ব্যবসায়িক অবস্থান মূল্যায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ‘বিজনেস পলিসি ও প্ল্যানিং কনফারেন্স-২০২৫’-এর আয়োজন করেছে। ব্যবস্থাপনা পরিচালক নূরুদ্দিন মো. ছাদেক হোসাইনের সভাপতিত্বে ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানেরা, শাখাপ্রধানেরা, সব উপশাখা এবং অফশোর ব্যাংকিং ইউন
১৩ ঘণ্টা আগে