নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স আয় চলতি অর্থবছরে ধারাবাহিকভাবে বাড়ছে। নভেম্বর মাসের প্রথম ২৩ দিনে ১৭২ কোটি ৬৪ লাখ মার্কিন ডলার (১.৭৩ বিলিয়ন) রেমিট্যান্স এসেছে, যা বাংলাদেশি টাকায় প্রায় ২০,৭১৬ কোটি টাকার সমান। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে।
নভেম্বরের প্রথম ২৩ দিনে গড়ে প্রতিদিন ৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার বা ৯০০ কোটি টাকার বেশি রেমিট্যান্স এসেছে। এ ধারা অব্যাহত থাকলে পুরো মাসে রেমিট্যান্সের পরিমাণ ২ দশমিক ২৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, এই সময়ে সবচেয়ে বেশি প্রায় ৬৪ কোটি ডলার রেমিট্যান্স এসেছে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকে, এরপর বিশেষায়িত ব্যাংকে ১৩ কোটি ১০ লাখ ডলার, বেসরকারি ব্যাংকে ৯৫ কোটি ১৩ লাখ ডলার ও বিদেশি ব্যাংকে ৪০ লাখ ৮০ হাজার ডলার।
তবে ৯টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। এর মধ্যে রাষ্ট্রীয় ব্যাংক বিডিবিএল, বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), এবং বেসরকারি কমিউনিটি ব্যাংক, সিটিজেনস ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক উল্লেখযোগ্য।
চলতি অর্থবছরের মাসভিত্তিক রেমিট্যান্স আয়ের পরিসংখ্যান:
জুলাই ২০২৪: ১৯১ কোটি ডলার।
আগস্ট ২০২৪: ২২২ কোটি ৪১ লাখ ডলার।
সেপ্টেম্বর ২০২৪: ২৪০ কোটি ৪৮ লাখ ডলার।
অক্টোবর ২০২৪: ২৪০ কোটি ডলার।
বাংলাদেশে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২০ সালের জুলাই মাসে, ২৬০ কোটি ডলার। ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ বার্ষিক রেমিট্যান্সের রেকর্ড ছিল ২৪.৭৮ বিলিয়ন ডলার।
বিশ্লেষকরা মনে করছেন, বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করতে সরকারের প্রণোদনা এবং হুন্ডি প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার ফলে এই বৃদ্ধি সম্ভব হয়েছে।
প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্স দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। নভেম্বরের প্রথম ২৩ দিনে ১৭৩ কোটি ডলারের রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চলতি প্রবণতা অব্যাহত থাকলে রেমিট্যান্স আয়ের নতুন রেকর্ড তৈরি হতে পারে।
প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স আয় চলতি অর্থবছরে ধারাবাহিকভাবে বাড়ছে। নভেম্বর মাসের প্রথম ২৩ দিনে ১৭২ কোটি ৬৪ লাখ মার্কিন ডলার (১.৭৩ বিলিয়ন) রেমিট্যান্স এসেছে, যা বাংলাদেশি টাকায় প্রায় ২০,৭১৬ কোটি টাকার সমান। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে।
নভেম্বরের প্রথম ২৩ দিনে গড়ে প্রতিদিন ৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার বা ৯০০ কোটি টাকার বেশি রেমিট্যান্স এসেছে। এ ধারা অব্যাহত থাকলে পুরো মাসে রেমিট্যান্সের পরিমাণ ২ দশমিক ২৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, এই সময়ে সবচেয়ে বেশি প্রায় ৬৪ কোটি ডলার রেমিট্যান্স এসেছে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকে, এরপর বিশেষায়িত ব্যাংকে ১৩ কোটি ১০ লাখ ডলার, বেসরকারি ব্যাংকে ৯৫ কোটি ১৩ লাখ ডলার ও বিদেশি ব্যাংকে ৪০ লাখ ৮০ হাজার ডলার।
তবে ৯টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। এর মধ্যে রাষ্ট্রীয় ব্যাংক বিডিবিএল, বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), এবং বেসরকারি কমিউনিটি ব্যাংক, সিটিজেনস ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক উল্লেখযোগ্য।
চলতি অর্থবছরের মাসভিত্তিক রেমিট্যান্স আয়ের পরিসংখ্যান:
জুলাই ২০২৪: ১৯১ কোটি ডলার।
আগস্ট ২০২৪: ২২২ কোটি ৪১ লাখ ডলার।
সেপ্টেম্বর ২০২৪: ২৪০ কোটি ৪৮ লাখ ডলার।
অক্টোবর ২০২৪: ২৪০ কোটি ডলার।
বাংলাদেশে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২০ সালের জুলাই মাসে, ২৬০ কোটি ডলার। ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ বার্ষিক রেমিট্যান্সের রেকর্ড ছিল ২৪.৭৮ বিলিয়ন ডলার।
বিশ্লেষকরা মনে করছেন, বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করতে সরকারের প্রণোদনা এবং হুন্ডি প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার ফলে এই বৃদ্ধি সম্ভব হয়েছে।
প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্স দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। নভেম্বরের প্রথম ২৩ দিনে ১৭৩ কোটি ডলারের রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চলতি প্রবণতা অব্যাহত থাকলে রেমিট্যান্স আয়ের নতুন রেকর্ড তৈরি হতে পারে।
শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্পপ্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসার পরিস্থিতি পর্যালোচনা করে সুপারিশ দিতে উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করেছে সরকার। নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করে গতকাল রোববার প্রজ্ঞাপন জ
২ ঘণ্টা আগেতৈরি পোশাকশিল্পের বার্ষিক মজুরি বৃদ্ধি নিয়ে মালিকপক্ষ ৬ শতাংশ ও শ্রমিকপক্ষ ১৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। আলোচনার অগ্রগতি হয়নি, ২৮ নভেম্বর চতুর্থ বৈঠক হবে।
৩ ঘণ্টা আগেবাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল ঢাকার নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামীপন্থি নীল দল। ১৫টি পদের মধ্যে ৯টিতে জয়লাভ করে তারা। বিএনপি-জামায়াত সমর্থিত সবুজ দল থেকে ১টি এবং স্বতন্ত্র হলুদ দল ৫টি পদে বিজয়ী হয়েছে।
৪ ঘণ্টা আগেদেশের ২৬ সাংবাদিকসহ ২৯ জনের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একই সঙ্গে তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে সংস্থাটি। রোববার বিএফআইইউয়ের সংশ্লিষ্ট একা
৪ ঘণ্টা আগে