নিজস্ব প্রতিবেদক, ঢাকা
উদ্যোক্তাবান্ধব পরিবেশ তৈরি করতে আন্তর্জাতিক পরিমণ্ডলে মূল্যস্ফীতির হার কমাতে হবে এবং ডলারের বিনিময় হার উদ্যোক্তাদের অনুকূলে রাখতে হবে। এ ছাড়া শ্রম বাজার তৈরির জন্য বেসরকারি খাতকে প্রণোদনা দিয়ে চাঙা রাখার আহ্বান জানিয়েছে দেশি–বিদেশি বিশেষজ্ঞরা।
আজ বুধবার তিন দিন ব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স উদ্যোক্তা অর্থনীতি ক্লাবের উদ্যোগে ঢাকা স্কুল অব ইকোনমিকস–এর সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।
‘বৈশ্বিক মন্দার মধ্যেও এগিয়ে যাওয়া এবং উদ্যোক্তা শ্রেণির করণীয়’ শীর্ষক এই কনফারেন্সে সেশন চেয়ার ছিলেন আইটি বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ এবং ঢাকা স্কুল অব ইকোনমিকসের উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রামের কো–অর্ডিনেটর অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুব আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সেক্রেটারি অ্যাম্বাসেডর অ্যান্ড রাইটার এ কে এম আতিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন বিআইডিএস–এর রিসার্চ ডিরেক্টর ড. আনোয়ারা বেগম। অনুষ্ঠানের তিন দিনে কনফারেন্সে মোট ৫৪টি প্রবন্ধ দেশ–বিদেশ থেকে উপস্থাপিত হয়। এতে বেস্ট পেপার অ্যাওয়ার্ড পান কানাডার নিউ ব্রুসউইক সেন্ট জন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোস্তাক এম. হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ দেশে ব্যাংকিং খাতকে ঋণখেলাপি থেকে বেরিয়ে আসতে হবে। এ দেশে বেসরকারি স্বাস্থ্য খাতের গলাকাটা ব্যবস্থা বন্ধ করার জন্য সরকারকে নতুন উদ্যোক্তা তৈরির ব্যবস্থা নিতে হবে।
ড. মুহাম্মদ মাহবুব আলী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জনকল্যাণমূলক নীতির কারণে ৫ম বার নির্বাচিত হয়েছেন। তিনি আশা করেন, ঢাকা স্কুল অব ইকোনমিকস উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রামের আওতায় অনার্স, মাস্টার্স এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রামে অধিকতর সহায়তা আর্থিক এবং ইনকিউবেটর স্থাপনে সহায়তা করবেন। এ ছাড়া উদ্যোক্তাদের প্রসারে একদিন বিশেষ দিবস ঘোষণা করবেন।
সমাপনী অধিবেশনে বরেণ্য অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদের প্রবন্ধ পাঠ করেন মাস্টার্স–এর উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রামের ছাত্রী জাহেরা কুদ্দুস। এ ছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন— উনমুননাহার আজমিন, ড. সারা তাসনিম, রেহানা পারভীন, শামিম আহমেদ এবং নাভিদ শাহরিয়ার রহমান অর্ণব।
উদ্যোক্তাবান্ধব পরিবেশ তৈরি করতে আন্তর্জাতিক পরিমণ্ডলে মূল্যস্ফীতির হার কমাতে হবে এবং ডলারের বিনিময় হার উদ্যোক্তাদের অনুকূলে রাখতে হবে। এ ছাড়া শ্রম বাজার তৈরির জন্য বেসরকারি খাতকে প্রণোদনা দিয়ে চাঙা রাখার আহ্বান জানিয়েছে দেশি–বিদেশি বিশেষজ্ঞরা।
আজ বুধবার তিন দিন ব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স উদ্যোক্তা অর্থনীতি ক্লাবের উদ্যোগে ঢাকা স্কুল অব ইকোনমিকস–এর সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।
‘বৈশ্বিক মন্দার মধ্যেও এগিয়ে যাওয়া এবং উদ্যোক্তা শ্রেণির করণীয়’ শীর্ষক এই কনফারেন্সে সেশন চেয়ার ছিলেন আইটি বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ এবং ঢাকা স্কুল অব ইকোনমিকসের উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রামের কো–অর্ডিনেটর অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুব আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সেক্রেটারি অ্যাম্বাসেডর অ্যান্ড রাইটার এ কে এম আতিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন বিআইডিএস–এর রিসার্চ ডিরেক্টর ড. আনোয়ারা বেগম। অনুষ্ঠানের তিন দিনে কনফারেন্সে মোট ৫৪টি প্রবন্ধ দেশ–বিদেশ থেকে উপস্থাপিত হয়। এতে বেস্ট পেপার অ্যাওয়ার্ড পান কানাডার নিউ ব্রুসউইক সেন্ট জন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোস্তাক এম. হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ দেশে ব্যাংকিং খাতকে ঋণখেলাপি থেকে বেরিয়ে আসতে হবে। এ দেশে বেসরকারি স্বাস্থ্য খাতের গলাকাটা ব্যবস্থা বন্ধ করার জন্য সরকারকে নতুন উদ্যোক্তা তৈরির ব্যবস্থা নিতে হবে।
ড. মুহাম্মদ মাহবুব আলী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জনকল্যাণমূলক নীতির কারণে ৫ম বার নির্বাচিত হয়েছেন। তিনি আশা করেন, ঢাকা স্কুল অব ইকোনমিকস উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রামের আওতায় অনার্স, মাস্টার্স এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রামে অধিকতর সহায়তা আর্থিক এবং ইনকিউবেটর স্থাপনে সহায়তা করবেন। এ ছাড়া উদ্যোক্তাদের প্রসারে একদিন বিশেষ দিবস ঘোষণা করবেন।
সমাপনী অধিবেশনে বরেণ্য অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদের প্রবন্ধ পাঠ করেন মাস্টার্স–এর উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রামের ছাত্রী জাহেরা কুদ্দুস। এ ছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন— উনমুননাহার আজমিন, ড. সারা তাসনিম, রেহানা পারভীন, শামিম আহমেদ এবং নাভিদ শাহরিয়ার রহমান অর্ণব।
অর্থনীতিবিদ ড. সেলিম রায়হান বলেছেন, এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলমের আন্তর্জাতিক সালিসে যাওয়ার হুমকিতে ভয় পাওয়ার কারণ নেই। দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
১৩ ঘণ্টা আগেবেশ কিছু দিন ধরেই কেনিয়াতে ছাত্র–জনতা আদানির সঙ্গে সরকারের ‘গোপন’ চুক্তির প্রতিবাদ জানিয়ে আসছে। পরে দেশটির সুপ্রিম কোর্ট বিষয়টিতে হস্তক্ষেপ করে। অবশেষে আদানি শিল্পগোষ্ঠীর সঙ্গে ২৫০ কোটি মার্কিন ডলারের বেশি অর্থমূল্যের দুটি চুক্তি বাতিল করার ঘোষণা দিয়েছে আফ্রিকার দেশ কেনিয়া।
১৮ ঘণ্টা আগেঘুষের নোটে সাগর আদানি ঘুষের পরিমাণ, কাকে ঘুষ দেওয়া হয়েছে এবং কত মেগাওয়াট বিদ্যুতের বিনিময়ে এটি হয়েছে—তার বিবরণ উল্লেখ করেছেন। তিনি মেগাওয়াট প্রতি ঘুষের হারও উল্লেখ করেছেন। ২০২০ সালে একটি হোয়াটসঅ্যাপ মেসেজে সাগর আদানি বলেন, ‘হ্যাঁ...কিন্তু বিষয়টা দৃশ্যমান হওয়ার ঠেকানো বেশ কঠিন।’
১৯ ঘণ্টা আগেগৌতম আদানি, ভারতীয় কনগ্লোমারেট আদানি গ্রুপের চেয়ারম্যান এবং বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিদের একজন, বর্তমানে যুক্তরাষ্ট্রে বহু-বিলিয়ন ডলারের জালিয়াতি এবং ঘুষ কেলেঙ্কারিতে অভিযুক্ত। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ভারত সরকারের কর্মকর্তাদের ঘুষ দেওয়ার মাধ্যমে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের চুক্তি বাগিয়েছে
২০ ঘণ্টা আগে