আসাদুজ্জামান নূর, ঢাকা
চলতি অর্থবছরের প্রথম দুই মাসে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আদায় কমেছে। জুলাই ও আগস্ট মাসে রাজস্ব আদায় হয়েছে ৪২ হাজার ১০৬ কোটি টাকার মতো, যা লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ১৫ হাজার কোটি টাকা কম। এ ছাড়া আগের অর্থবছরের তুলনায় রাজস্ব আদায়ে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এসব তথ্য জানা গেছে।
তথ্যমতে, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে মোট রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা ছিল ৫৭ হাজার ১৭৪ কোটি টাকা। আদায় হয়েছে ৪২ হাজার ১০৬ কোটি টাকা। অর্থাৎ, লক্ষ্যমাত্রার চেয়ে কম আদায় হয়েছে ১৫ হাজার ৪৬৭ কোটি টাকা। অন্যদিকে, আগের অর্থবছরের প্রথম দুই মাসে রাজস্ব আদায় হয়েছিল ৪৭ হাজার ৫৬০ কোটি টাকা। ওই সময়ের তুলনায় রাজস্ব আদায় কমেছে ৫ হাজার ৪৫৪ কোটি টাকা। অর্থাৎ, আগের বছরের তুলনায় নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১২ শতাংশ।
সংশ্লিষ্টরা জানান, আগের দুই মাসে সরকারবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ব্যাপক প্রভাব পড়েছে রাজস্ব আয়ে। ওই সময়ে রাজনৈতিক অস্থিরতা ও শিল্পকারখানায় হামলার কারণে রাজস্ব আদায়ে ভাটা পড়ে।
রাজস্ব আদায় কম হলেও সংশ্লিষ্টদের অনেকেই এটাকে নেতিবাচক হিসেবে দেখছেন না। তাঁদের মতে, আওয়ামী লীগ সরকার অর্থনীতির অনেক পরিসংখ্যানই ফুলিয়ে-ফাঁপিয়ে উপস্থাপন করত। সেই প্রবণতা থেকে বেরিয়ে এসেছে বর্তমান অন্তর্বর্তী সরকার। ফলে রাজস্ব আদায় কিছুটা কম হলেও এখন প্রকৃত চিত্র পাওয়া যাচ্ছে।
এ বিষয়ে এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ বলেন, ‘এনবিআর নিজেই ঘোষণা দেয় যে, এত টাকা রাজস্ব আয় হয়েছে। কিন্তু পরে দেখা যায়, সরকারের খাতায় এই টাকা যায়নি। সুতরাং, রাজস্বের তথ্য বাড়িয়ে বলা হয়, সেটা বোঝা যায়। এনবিআরের তথ্য গ্রহণ না করে বাংলাদেশ ব্যাংক বা সরকার রাজস্ব আদায়ের যে তথ্য দিচ্ছে, সেটাই গ্রহণ করতে হবে।’ কম রাজস্ব আয়ের কারণ হিসেবে আবদুল মজিদ বলেন, ‘অর্থবছরের শুরুর সময় রাজস্ব আদায় কম থাকে। এটা একটা কারণ। দ্বিতীয়ত, অর্থবছর শুরুর সঙ্গে সঙ্গে দেশজুড়ে আন্দোলনও শুরু হয়। যে দুই মাসের কথা বলা হচ্ছে, সে সময়টা খুবই ডিস্টার্বড গেছে। সে জন্য রাজস্ব আয় তুলনামূলক কম হওয়াটা স্বাভাবিক। বর্তমানে কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় নেই। এ ধরনের অন্তর্বর্তী সরকারের সময়ে সাধারণত স্বচ্ছতা বেশি থাকে। সুতরাং আশা করা যায়, রাজস্ব আয়ে প্রবৃদ্ধি হবে।’
তবে রাজস্ব বাড়ানোর ওপর জোর দিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) জ্যেষ্ঠ গবেষক ড. তৌফিকুল ইসলাম খান বলেন, ‘বিগত অর্থবছরের ন্যায় চলতি অর্থবছরের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করার অবস্থা দেখছি না। আগামীর কথা চিন্তা করে কর ফাঁকি রোধে ব্যাপক সংস্কার করতে হবে।’
চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। এর মধ্যে আয়কর ১ লাখ ৭৭ হাজার ৫৯৯ কোটি টাকা, মূসক ১ লাখ ৭৭ হাজার ৬০০ কোটি টাকা ও শুল্ক রয়েছে ১ লাখ ২৪ হাজার ৮০০ কোটি টাকা। অর্থবছরের প্রথম দুই মাসে শুল্ক আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১৭ হাজার ৩৯০ কোটি টাকা। আদায় হয়েছে ১৪ হাজার ৪৮৫ কোটি টাকা। কম আদায় হয়েছে ২ হাজার ৯০৪ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম দুই মাসে ১৬ হাজার ৭৪ কোটি টাকার শুল্ক আদায় হয়েছিল। অর্থাৎ, গত অর্থবছরের একই সময়ের তুলনায় শুল্কে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে ৯ শতাংশ।
চলতি অর্থবছরের প্রথম দুই মাসে মূসক আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২১ হাজার ১৫০ কোটি টাকা। আদায় হয়েছে ১৬ হাজার ২৮ কোটি টাকা। কম আদায় হয়েছে ৫ হাজার ১২২ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম দুই মাসে মূসক আদায় হয়েছিল ১৮ হাজার ২৬২ কোটি টাকা। অর্থাৎ, গত অর্থবছরের একই সময়ের তুলনায় মূসকে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে ১২ শতাংশ।
চলতি অর্থবছরের প্রথম দুই মাসে আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১৮ হাজার ৬৩৪ কোটি টাকা। বিপরীতে আদায় হয়েছে ১১ হাজার ৫৯৩ কোটি টাকা। ঘাটতি রয়েছে ৭ হাজার ৪১ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ের তুলনায় আয়করে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে ১১ শতাংশ। কারণ, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম দুই মাসে ১৩ হাজার ২২৪ কোটি টাকার আয়কর আদায় হয়েছিল।
চলতি অর্থবছরের প্রথম দুই মাসে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আদায় কমেছে। জুলাই ও আগস্ট মাসে রাজস্ব আদায় হয়েছে ৪২ হাজার ১০৬ কোটি টাকার মতো, যা লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ১৫ হাজার কোটি টাকা কম। এ ছাড়া আগের অর্থবছরের তুলনায় রাজস্ব আদায়ে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এসব তথ্য জানা গেছে।
তথ্যমতে, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে মোট রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা ছিল ৫৭ হাজার ১৭৪ কোটি টাকা। আদায় হয়েছে ৪২ হাজার ১০৬ কোটি টাকা। অর্থাৎ, লক্ষ্যমাত্রার চেয়ে কম আদায় হয়েছে ১৫ হাজার ৪৬৭ কোটি টাকা। অন্যদিকে, আগের অর্থবছরের প্রথম দুই মাসে রাজস্ব আদায় হয়েছিল ৪৭ হাজার ৫৬০ কোটি টাকা। ওই সময়ের তুলনায় রাজস্ব আদায় কমেছে ৫ হাজার ৪৫৪ কোটি টাকা। অর্থাৎ, আগের বছরের তুলনায় নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১২ শতাংশ।
সংশ্লিষ্টরা জানান, আগের দুই মাসে সরকারবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ব্যাপক প্রভাব পড়েছে রাজস্ব আয়ে। ওই সময়ে রাজনৈতিক অস্থিরতা ও শিল্পকারখানায় হামলার কারণে রাজস্ব আদায়ে ভাটা পড়ে।
রাজস্ব আদায় কম হলেও সংশ্লিষ্টদের অনেকেই এটাকে নেতিবাচক হিসেবে দেখছেন না। তাঁদের মতে, আওয়ামী লীগ সরকার অর্থনীতির অনেক পরিসংখ্যানই ফুলিয়ে-ফাঁপিয়ে উপস্থাপন করত। সেই প্রবণতা থেকে বেরিয়ে এসেছে বর্তমান অন্তর্বর্তী সরকার। ফলে রাজস্ব আদায় কিছুটা কম হলেও এখন প্রকৃত চিত্র পাওয়া যাচ্ছে।
এ বিষয়ে এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ বলেন, ‘এনবিআর নিজেই ঘোষণা দেয় যে, এত টাকা রাজস্ব আয় হয়েছে। কিন্তু পরে দেখা যায়, সরকারের খাতায় এই টাকা যায়নি। সুতরাং, রাজস্বের তথ্য বাড়িয়ে বলা হয়, সেটা বোঝা যায়। এনবিআরের তথ্য গ্রহণ না করে বাংলাদেশ ব্যাংক বা সরকার রাজস্ব আদায়ের যে তথ্য দিচ্ছে, সেটাই গ্রহণ করতে হবে।’ কম রাজস্ব আয়ের কারণ হিসেবে আবদুল মজিদ বলেন, ‘অর্থবছরের শুরুর সময় রাজস্ব আদায় কম থাকে। এটা একটা কারণ। দ্বিতীয়ত, অর্থবছর শুরুর সঙ্গে সঙ্গে দেশজুড়ে আন্দোলনও শুরু হয়। যে দুই মাসের কথা বলা হচ্ছে, সে সময়টা খুবই ডিস্টার্বড গেছে। সে জন্য রাজস্ব আয় তুলনামূলক কম হওয়াটা স্বাভাবিক। বর্তমানে কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় নেই। এ ধরনের অন্তর্বর্তী সরকারের সময়ে সাধারণত স্বচ্ছতা বেশি থাকে। সুতরাং আশা করা যায়, রাজস্ব আয়ে প্রবৃদ্ধি হবে।’
তবে রাজস্ব বাড়ানোর ওপর জোর দিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) জ্যেষ্ঠ গবেষক ড. তৌফিকুল ইসলাম খান বলেন, ‘বিগত অর্থবছরের ন্যায় চলতি অর্থবছরের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করার অবস্থা দেখছি না। আগামীর কথা চিন্তা করে কর ফাঁকি রোধে ব্যাপক সংস্কার করতে হবে।’
চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। এর মধ্যে আয়কর ১ লাখ ৭৭ হাজার ৫৯৯ কোটি টাকা, মূসক ১ লাখ ৭৭ হাজার ৬০০ কোটি টাকা ও শুল্ক রয়েছে ১ লাখ ২৪ হাজার ৮০০ কোটি টাকা। অর্থবছরের প্রথম দুই মাসে শুল্ক আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১৭ হাজার ৩৯০ কোটি টাকা। আদায় হয়েছে ১৪ হাজার ৪৮৫ কোটি টাকা। কম আদায় হয়েছে ২ হাজার ৯০৪ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম দুই মাসে ১৬ হাজার ৭৪ কোটি টাকার শুল্ক আদায় হয়েছিল। অর্থাৎ, গত অর্থবছরের একই সময়ের তুলনায় শুল্কে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে ৯ শতাংশ।
চলতি অর্থবছরের প্রথম দুই মাসে মূসক আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২১ হাজার ১৫০ কোটি টাকা। আদায় হয়েছে ১৬ হাজার ২৮ কোটি টাকা। কম আদায় হয়েছে ৫ হাজার ১২২ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম দুই মাসে মূসক আদায় হয়েছিল ১৮ হাজার ২৬২ কোটি টাকা। অর্থাৎ, গত অর্থবছরের একই সময়ের তুলনায় মূসকে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে ১২ শতাংশ।
চলতি অর্থবছরের প্রথম দুই মাসে আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১৮ হাজার ৬৩৪ কোটি টাকা। বিপরীতে আদায় হয়েছে ১১ হাজার ৫৯৩ কোটি টাকা। ঘাটতি রয়েছে ৭ হাজার ৪১ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ের তুলনায় আয়করে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে ১১ শতাংশ। কারণ, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম দুই মাসে ১৩ হাজার ২২৪ কোটি টাকার আয়কর আদায় হয়েছিল।
‘মিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫’-এর চ্যাম্পিয়ন হয়েছে সংবাদভিত্তিক টিভি চ্যানেল নিউজ ২৪। আজ শনিবার গুলশান-২-এ অবস্থিত মিডিয়াকমের নিজস্ব প্রাঙ্গণে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় বাংলাদেশ প্রতিদিনকে হারিয়ে শিরোপা জয় করে এই গণমাধ্যম।
১ ঘণ্টা আগেএনআরবি ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
১ ঘণ্টা আগেসাউথইস্ট ব্যাংক পিএলসি ব্যবসায়িক অবস্থান মূল্যায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ‘বিজনেস পলিসি ও প্ল্যানিং কনফারেন্স-২০২৫’-এর আয়োজন করেছে। ব্যবস্থাপনা পরিচালক নূরুদ্দিন মো. ছাদেক হোসাইনের সভাপতিত্বে ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানেরা, শাখাপ্রধানেরা, সব উপশাখা এবং অফশোর ব্যাংকিং ইউন
২ ঘণ্টা আগেইসলামী ব্যাংক বর্তমানে ৪০০ শাখা, ২৬৫ উপশাখা, ২ হাজার ৭৮৩ এজেন্ট আউটলেট, ৩ হাজার ৪০ এটিএম-সিআরএম বুথের মাধ্যমে ২ কোটি ৫০ লাখ গ্রাহককে সেবা দিচ্ছে। ১ লাখ ৬১ হাজার কোটি টাকার আমানত; যা বিগত বছরের তুলনায় ৮ হাজার কোটি টাকার বেশি এবং ১ লাখ ৫৯ হাজার কোটি টাকার বিনিয়োগের মাইলফলক স্পর্শ করেছে ২০২৪ সালে। বিগত
২ ঘণ্টা আগে