নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফের বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ রোববার প্রতি কেজি গ্যাসে মূসকসহ ১১৯ দশমিক ৯৪ টাকা সমন্বয় করে এই ঘোষণা দেয়, যা আগে ছিল ১১৫ দশমিক ৮৮ টাকা।
সেই পরিপ্রেক্ষিতে ভোক্তা পর্যায়ে ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ৪৮ টাকা বেড়েছে। এতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়াল ১ হাজার ৪৩৯ টাকায়, যা আগে ছিল ১ হাজার ৩৯১ টাকা।
বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ রোববার সন্ধ্যা ৬টা থেকেই এই দাম কার্যকর হবে।
বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে (ভোক্তা পর্যায়ে) মূসকসহ মূল্য ৫.৫ কেজি ৬৬০ টাকা; ১২ কেজি ১ হাজার ৪৩৯ টাকা; ১২.৫ কেজি ১ হাজার ৪৯৯ টাকা; ১৫ কেজি ১ হাজার ৭৯৯ টাকা; ১৬ কেজি ১ হাজার ৯১৯ টাকা; ১৮ কেজি ২ হাজার ১৫৯ টাকা; ২০ কেজি ২ হাজার ৩৯৯ টাকা; ২২ কেজি ২ হাজার ৬৩৯ টাকা; ২৫ কেজি ২ হাজার ৯৯৮ টাকা; ৩০ কেজি ৩ হাজার ৫৯৮ টাকা; ৩৩ কেজি ৩ হাজার ৯৫৮ টাকা; ৩৫ কেজি ৪ হাজার ১৯৭ টাকা এবং ৪৫ কেজি ৫ হাজার ৩৯৭ টাকা।
সবশেষ চলতি বছরের ৩ মার্চ ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের দাম মূসকসহ ১ হাজার ৩৯১ টাকা নির্ধারণ করে বিইআরসি। চলতি বছরের ৩ ফেব্রুয়ারি ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের দাম মূসকসহ ১ হাজার ২৪০ টাকা নির্ধারণ করে বিইআরসি। গত বছরের ৪ নভেম্বর ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের দাম মূসকসহ ১ হাজার ৩১৩ টাকা নির্ধারণ করে বিইআরসি, যা ছিল গত বছরের সর্বোচ্চ দাম। পরে ৩ ডিসেম্বর দাম কমিয়ে ১ হাজার ২২৮ টাকা নির্ধারণ করা হয়।
আরও পড়ুন:
ফের বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ রোববার প্রতি কেজি গ্যাসে মূসকসহ ১১৯ দশমিক ৯৪ টাকা সমন্বয় করে এই ঘোষণা দেয়, যা আগে ছিল ১১৫ দশমিক ৮৮ টাকা।
সেই পরিপ্রেক্ষিতে ভোক্তা পর্যায়ে ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ৪৮ টাকা বেড়েছে। এতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়াল ১ হাজার ৪৩৯ টাকায়, যা আগে ছিল ১ হাজার ৩৯১ টাকা।
বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ রোববার সন্ধ্যা ৬টা থেকেই এই দাম কার্যকর হবে।
বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে (ভোক্তা পর্যায়ে) মূসকসহ মূল্য ৫.৫ কেজি ৬৬০ টাকা; ১২ কেজি ১ হাজার ৪৩৯ টাকা; ১২.৫ কেজি ১ হাজার ৪৯৯ টাকা; ১৫ কেজি ১ হাজার ৭৯৯ টাকা; ১৬ কেজি ১ হাজার ৯১৯ টাকা; ১৮ কেজি ২ হাজার ১৫৯ টাকা; ২০ কেজি ২ হাজার ৩৯৯ টাকা; ২২ কেজি ২ হাজার ৬৩৯ টাকা; ২৫ কেজি ২ হাজার ৯৯৮ টাকা; ৩০ কেজি ৩ হাজার ৫৯৮ টাকা; ৩৩ কেজি ৩ হাজার ৯৫৮ টাকা; ৩৫ কেজি ৪ হাজার ১৯৭ টাকা এবং ৪৫ কেজি ৫ হাজার ৩৯৭ টাকা।
সবশেষ চলতি বছরের ৩ মার্চ ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের দাম মূসকসহ ১ হাজার ৩৯১ টাকা নির্ধারণ করে বিইআরসি। চলতি বছরের ৩ ফেব্রুয়ারি ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের দাম মূসকসহ ১ হাজার ২৪০ টাকা নির্ধারণ করে বিইআরসি। গত বছরের ৪ নভেম্বর ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের দাম মূসকসহ ১ হাজার ৩১৩ টাকা নির্ধারণ করে বিইআরসি, যা ছিল গত বছরের সর্বোচ্চ দাম। পরে ৩ ডিসেম্বর দাম কমিয়ে ১ হাজার ২২৮ টাকা নির্ধারণ করা হয়।
আরও পড়ুন:
অর্থনীতিবিদ ড. সেলিম রায়হান বলেছেন, এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলমের আন্তর্জাতিক সালিসে যাওয়ার হুমকিতে ভয় পাওয়ার কারণ নেই। দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
৭ ঘণ্টা আগেবেশ কিছু দিন ধরেই কেনিয়াতে ছাত্র–জনতা আদানির সঙ্গে সরকারের ‘গোপন’ চুক্তির প্রতিবাদ জানিয়ে আসছে। পরে দেশটির সুপ্রিম কোর্ট বিষয়টিতে হস্তক্ষেপ করে। অবশেষে আদানি শিল্পগোষ্ঠীর সঙ্গে ২৫০ কোটি মার্কিন ডলারের বেশি অর্থমূল্যের দুটি চুক্তি বাতিল করার ঘোষণা দিয়েছে আফ্রিকার দেশ কেনিয়া।
১২ ঘণ্টা আগেঘুষের নোটে সাগর আদানি ঘুষের পরিমাণ, কাকে ঘুষ দেওয়া হয়েছে এবং কত মেগাওয়াট বিদ্যুতের বিনিময়ে এটি হয়েছে—তার বিবরণ উল্লেখ করেছেন। তিনি মেগাওয়াট প্রতি ঘুষের হারও উল্লেখ করেছেন। ২০২০ সালে একটি হোয়াটসঅ্যাপ মেসেজে সাগর আদানি বলেন, ‘হ্যাঁ...কিন্তু বিষয়টা দৃশ্যমান হওয়ার ঠেকানো বেশ কঠিন।’
১৩ ঘণ্টা আগেগৌতম আদানি, ভারতীয় কনগ্লোমারেট আদানি গ্রুপের চেয়ারম্যান এবং বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিদের একজন, বর্তমানে যুক্তরাষ্ট্রে বহু-বিলিয়ন ডলারের জালিয়াতি এবং ঘুষ কেলেঙ্কারিতে অভিযুক্ত। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ভারত সরকারের কর্মকর্তাদের ঘুষ দেওয়ার মাধ্যমে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের চুক্তি বাগিয়েছে
১৩ ঘণ্টা আগে