আবু বকর ছিদ্দিক, চট্টগ্রাম
চট্টগ্রাম বন্দর থেকে নিত্যপণ্যের সরবরাহ নির্বিঘ্ন রাখতে এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে নতুন নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)। এই নির্দেশনা অনুযায়ী, বহির্নোঙরে বড় জাহাজ থেকে আমদানি করা পণ্য লাইটার জাহাজে লোড হওয়ার পর ৭২ ঘণ্টার মধ্যে বন্দর সীমানা ত্যাগ করতে হবে। জনস্বার্থে এবং পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে গত ২৬ ফেব্রুয়ারি এই নির্দেশনা দেওয়া হয়।
বন্দরসংশ্লিষ্টরা জানান, দেশে আমদানি হওয়া অধিকাংশ নিত্যপ্রয়োজনীয় পণ্য বড় জাহাজ থেকে লাইটার জাহাজে খালাস করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। কিন্তু কিছু অসাধু আমদানিকারক লাইটার জাহাজগুলোকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করে দীর্ঘদিন ধরে সাগরে আটকে রাখেন। এতে বাজারে পণ্যের কৃত্রিম সংকট তৈরি হয় এবং মূল্যবৃদ্ধির প্রবণতা দেখা দেয়। নতুন নির্দেশনা কার্যকর হলে এই সমস্যা অনেকাংশে দূর হবে বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, বাজারে কৃত্রিম সংকট যেন তৈরি না হয়, তা নিশ্চিত করতেই এই নির্দেশনা দেওয়া হয়েছে। লাইটার জাহাজগুলোকে পণ্য লোড হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে বন্দর ত্যাগ করতে হবে। তা না হলে চট্টগ্রাম বন্দর আইন এবং আন্তর্জাতিক বন্দর ও জাহাজ সুবিধা (আইএসপিএস) কোড অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বন্দর কর্তৃপক্ষের ডেপুটি কনজারভেটরের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল থেকে পণ্য বোঝাই করার পর লাইটার জাহাজগুলো অনর্থক দীর্ঘ সময় ধরে অবস্থান করে। এর ফলে পণ্য সরবরাহ ব্যাহত হয়, বাজারে কৃত্রিম সংকট দেখা দেয় এবং দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। এটি জনস্বার্থবিরোধী ও রাষ্ট্রের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য ক্ষতিকর।
এ বিষয়ে আগ্রাবাদের এক ব্যবসায়ী ও চট্টগ্রাম চেম্বারের সদস্য মো. ইসমাইল খান আজকের পত্রিকাকে বলেন, বন্দর কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত অত্যন্ত সময়োপযোগী। এটি কার্যকর হলে পণ্যের সাপ্লাই চেইন ঠিক থাকবে এবং বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা সহজ হবে।
বিশ্লেষকেরা বলছেন, বন্দরের কার্যক্রমকে আরও স্বচ্ছ ও গতিশীল করার জন্য এমন নীতিগত পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে রমজান মাসে বাজার ব্যবস্থাপনা যাতে নিয়ন্ত্রণে থাকে, তা নিশ্চিত করতে কঠোরভাবে এই নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি ও দ্রুত পদক্ষেপের মাধ্যমে নীতিটি কার্যকরভাবে বাস্তবায়িত হলে বাজারে স্বাভাবিকতা বজায় থাকবে এবং সাধারণ ভোক্তারাও উপকৃত হবেন।
চট্টগ্রাম বন্দর থেকে নিত্যপণ্যের সরবরাহ নির্বিঘ্ন রাখতে এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে নতুন নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)। এই নির্দেশনা অনুযায়ী, বহির্নোঙরে বড় জাহাজ থেকে আমদানি করা পণ্য লাইটার জাহাজে লোড হওয়ার পর ৭২ ঘণ্টার মধ্যে বন্দর সীমানা ত্যাগ করতে হবে। জনস্বার্থে এবং পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে গত ২৬ ফেব্রুয়ারি এই নির্দেশনা দেওয়া হয়।
বন্দরসংশ্লিষ্টরা জানান, দেশে আমদানি হওয়া অধিকাংশ নিত্যপ্রয়োজনীয় পণ্য বড় জাহাজ থেকে লাইটার জাহাজে খালাস করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। কিন্তু কিছু অসাধু আমদানিকারক লাইটার জাহাজগুলোকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করে দীর্ঘদিন ধরে সাগরে আটকে রাখেন। এতে বাজারে পণ্যের কৃত্রিম সংকট তৈরি হয় এবং মূল্যবৃদ্ধির প্রবণতা দেখা দেয়। নতুন নির্দেশনা কার্যকর হলে এই সমস্যা অনেকাংশে দূর হবে বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, বাজারে কৃত্রিম সংকট যেন তৈরি না হয়, তা নিশ্চিত করতেই এই নির্দেশনা দেওয়া হয়েছে। লাইটার জাহাজগুলোকে পণ্য লোড হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে বন্দর ত্যাগ করতে হবে। তা না হলে চট্টগ্রাম বন্দর আইন এবং আন্তর্জাতিক বন্দর ও জাহাজ সুবিধা (আইএসপিএস) কোড অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বন্দর কর্তৃপক্ষের ডেপুটি কনজারভেটরের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল থেকে পণ্য বোঝাই করার পর লাইটার জাহাজগুলো অনর্থক দীর্ঘ সময় ধরে অবস্থান করে। এর ফলে পণ্য সরবরাহ ব্যাহত হয়, বাজারে কৃত্রিম সংকট দেখা দেয় এবং দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। এটি জনস্বার্থবিরোধী ও রাষ্ট্রের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য ক্ষতিকর।
এ বিষয়ে আগ্রাবাদের এক ব্যবসায়ী ও চট্টগ্রাম চেম্বারের সদস্য মো. ইসমাইল খান আজকের পত্রিকাকে বলেন, বন্দর কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত অত্যন্ত সময়োপযোগী। এটি কার্যকর হলে পণ্যের সাপ্লাই চেইন ঠিক থাকবে এবং বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা সহজ হবে।
বিশ্লেষকেরা বলছেন, বন্দরের কার্যক্রমকে আরও স্বচ্ছ ও গতিশীল করার জন্য এমন নীতিগত পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে রমজান মাসে বাজার ব্যবস্থাপনা যাতে নিয়ন্ত্রণে থাকে, তা নিশ্চিত করতে কঠোরভাবে এই নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি ও দ্রুত পদক্ষেপের মাধ্যমে নীতিটি কার্যকরভাবে বাস্তবায়িত হলে বাজারে স্বাভাবিকতা বজায় থাকবে এবং সাধারণ ভোক্তারাও উপকৃত হবেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বুধবার এক ঘোষণায় বিভিন্ন দেশের পণ্যের ওপর উচ্চ হারে নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত জানিয়েছেন। পাল্টাপাল্টি শুল্ক আরোপের এ তালিকায় বাদ পড়েনি বাংলাদেশের নামও। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশি পণ্যের ওপর বাড়তি ৩৭ শতাংশ শুল্ক যুক্ত হয়েছে।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানিয়েছিলেন, তখন ধারণা করা হয়েছিল, তিনি এই সিদ্ধান্ত থেকে সরে আসতে পারেন। তবে তা হলো না। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত বুধবার বিকেলে হোয়াইট হাউস থেকে নতুন শুল্ক ঘোষণা করলেন তিনি।
২ ঘণ্টা আগেমার্কিন শেয়ারবাজারে গতকাল বৃহস্পতিবার প্রি-মার্কেট ট্রেডিংয়ে ক্রিপ্টোসংশ্লিষ্ট স্টকগুলো বড় ধরনের পতনের মুখে পড়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ শুল্ক আরোপের ঘোষণা বিনিয়োগকারীদের মধ্যে অস্থিরতা সৃষ্টি করেছে, বিশ্বব্যাপী বাণিজ্য উত্তেজনা বাড়িয়েছে এবং ঝুঁকিপূর্ণ সম্পদগুলোর বিক্রির ব্যাপক...
২ ঘণ্টা আগেট্রাম্পের ঘোষণার পর প্রাথমিক লেনদেনে এসঅ্যান্ডপি-৫০০ সূচক ৩ দশমিক ৩ শতাংশ পড়ে গেছে, যা অন্যান্য প্রধান শেয়ারবাজারের তুলনায় বেশি। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ সকাল ৯টা ৫০ মিনিটে (পূর্বাঞ্চলীয় সময়) ১ হাজার ২০৪ পয়েন্ট বা ২ দশমিক ৯ শতাংশ কমেছে। নাসডাক কম্পোজিট সূচকও ৪ দশমিক ৩ শতাংশ নিচে...
৭ ঘণ্টা আগে