নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এলএনজি ক্রয়-বিক্রি ও খাতের সম্প্রসারণে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করল পেট্রোবাংলা। গতকাল রাজধানীর একটি হোটেলে এ চুক্তি সই হয়। চুক্তিতে পেট্রোবাংলার বোর্ডসচিব রুচিরা ইসলাম এবং যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট রামন ওয়াংদি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।
মার্কিন সরকারের সঙ্গে বেশ কিছুদিন ধরে কিছুটা শীতল সম্পর্কের মধ্যেই দেশটির জ্বালানি খাতের প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির সঙ্গে চুক্তি সম্পন্ন করল পেট্রোবাংলা। এর আগে ক্রয় কমিটির সভায় এলএনজি সরবরাহ ও এই খাতের সম্প্রসারণে কোম্পানিটির সেবা নেওয়ার বিষয়েও সিদ্ধান্ত হয়। জানা যায়, চুক্তি অনুযায়ী এক্সিলারেট গ্যাস মার্কেটিং লিমিটেড পার্টনারশিপ হতে ১৫ বছর মেয়াদে ০.৮৫-১.০ এমটিপিএ এলএনজি আমদানি হবে। এ ছাড়াও ২০২৬ সাল থেকে ইজিএমএলপি এলএনজি সরবরাহ করবে।
প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ছাড়াও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস প্রমুখ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। এখন সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পৌঁছানই একটি চ্যালেঞ্জ। বিদ্যুৎ ও জ্বালানি খাতের যথাযথ বিকাশের জন্য আগামী ১০ বছরে ২০০ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। সামনে বিশাল বিনিয়োগের সুযোগ হবে। গভীর সমুদ্রে অনুসন্ধান কাজেও ব্যাপক বিনিয়োগ আসবে।
এলএনজি ক্রয়-বিক্রি ও খাতের সম্প্রসারণে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করল পেট্রোবাংলা। গতকাল রাজধানীর একটি হোটেলে এ চুক্তি সই হয়। চুক্তিতে পেট্রোবাংলার বোর্ডসচিব রুচিরা ইসলাম এবং যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট রামন ওয়াংদি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।
মার্কিন সরকারের সঙ্গে বেশ কিছুদিন ধরে কিছুটা শীতল সম্পর্কের মধ্যেই দেশটির জ্বালানি খাতের প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির সঙ্গে চুক্তি সম্পন্ন করল পেট্রোবাংলা। এর আগে ক্রয় কমিটির সভায় এলএনজি সরবরাহ ও এই খাতের সম্প্রসারণে কোম্পানিটির সেবা নেওয়ার বিষয়েও সিদ্ধান্ত হয়। জানা যায়, চুক্তি অনুযায়ী এক্সিলারেট গ্যাস মার্কেটিং লিমিটেড পার্টনারশিপ হতে ১৫ বছর মেয়াদে ০.৮৫-১.০ এমটিপিএ এলএনজি আমদানি হবে। এ ছাড়াও ২০২৬ সাল থেকে ইজিএমএলপি এলএনজি সরবরাহ করবে।
প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ছাড়াও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস প্রমুখ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। এখন সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পৌঁছানই একটি চ্যালেঞ্জ। বিদ্যুৎ ও জ্বালানি খাতের যথাযথ বিকাশের জন্য আগামী ১০ বছরে ২০০ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। সামনে বিশাল বিনিয়োগের সুযোগ হবে। গভীর সমুদ্রে অনুসন্ধান কাজেও ব্যাপক বিনিয়োগ আসবে।
দীর্ঘদিন ধরে দেশের ব্যাংক খাত এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। উচ্চ খেলাপি ঋণের প্রবাহ ব্যাংকগুলোর আর্থিক স্বাস্থ্যকে নাজুক করে তুলছে, আর তারই প্রতিফলন দেখা যাচ্ছে নিরাপত্তা সঞ্চিতির ঘাটতিতে। ঋণের বিপরীতে নির্দিষ্ট পরিমাণ প্রভিশন রাখা বাধ্যতামূলক হলেও লাগামহীন খেলাপি ঋণ বৃদ্ধির কারণে অনেক ব্যাংকই...
১ ঘণ্টা আগেঈদুল ফিতরের আগে ১৫ রমজানের মধ্যে ২০২৪-২৫ অর্থবছরের (মার্চ পর্যন্ত) বস্ত্র খাতসহ অন্যান্য রপ্তানি খাতের জন্য বরাদ্দ ৭ হাজার কোটি টাকা ছাড়ের আবেদন করেছে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।
২ ঘণ্টা আগেবাংলাদেশের শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান প্রাভা হেলথ মোহাম্মদ আব্দুল মতিন ইমনকে কোম্পানির নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিযুক্ত করেছে। তিনি প্রাভার প্রতিষ্ঠাতা ও বর্তমান সিইও সিলভানা কাদের সিনহার স্থলাভিষিক্ত হলেন, যিনি প্রাভা হেলথ বোর্ডের চেয়ার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
২ ঘণ্টা আগেচলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) পণ্য রপ্তানি থেকে দেশের বৈদেশিক মুদ্রার আয় দাঁড়িয়েছে ৩ হাজার ২৯৪ কোটি ২৬ লাখ ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৫৩ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ২ হাজার ৯৮০ কোটি ৫০ লাখ ডলার।
৪ ঘণ্টা আগে