এপ্রিলে মোবাইল ব্যাংকিংয়ে ৬৩৪ বিলিয়ন টাকা লেনদেনের রেকর্ড

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

ঢাকা: দেশে চলতি বছরের এপ্রিল মাসে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে লেনদেন অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। গত এপ্রিলে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে লেনদেন হয়েছে ৬৩৪ দশমিক ৭৯ বিলিয়ন টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন মতে, এমএফএস এর মাধ্যমে লেনদেনের পরিমাণ আগের মাসের তুলনায় এপ্রিলে ৬ শতাংশ বা ৩৮ দশমিক ৩৬ শতাংশ বেড়েছে। চলতি বছরের মার্চ মাসে লেনদেনের পরিমাণ ছিল ৫৯৬ দশমিক ৪২ বিলিয়ন টাকা। এর আগে ২০২০ সালের জুলাই মাসে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সর্বোচ্চ লেনদেন হয়েছিল ৬২৯ দশমিক ৯৯ বিলিয়ন টাকা। ব্যবসা-বাণিজ্যে ডিজিটাল সেবা গ্রহণ দিন দিন বৃদ্ধি পাওয়ায় এ লেনদেন বেড়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে লেনদেনের পরিমাণ বৃদ্ধি পাওয়ার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, সাধারণ মানুষ, ব্যবসায়ীদের পাশাপাশি সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অর্থ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে বিতরণ করা হচ্ছে। ফলে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে লেনদেন দিন দিন বাড়ছে। তাদের মতে, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সাধারণত ঈদ উৎসবের সময় লেনদেন বাড়ে।

এদিকে প্রযুক্তির কল্যাণে দেশে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে এমএফেএস। বর্তমানে দেশের ১০ কোটি ৬০ লাখ মানুষ এমএফএস সেবা গ্রহণ করছেন। আর গড়ে দৈনিক লেনদেনের পরিমাণ প্রায় ২ হাজার কোটি টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত