অনলাইন ডেস্ক
চিপ প্রস্তুতকারক জনপ্রিয় কোম্পানি এনভিডিয়ার বাজারমূল্য ২ লাখ কোটি ডলারের পৌঁছেছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি মোট বাজারমূল্যের ওপর ভিত্তিকে করে এখন বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী প্রতিষ্ঠান। এনভিডিয়ার আগে কেবল মাইক্রোসফট, অ্যাপল ও সৌদি আরামকো আছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে কোম্পানিটির আর্থিক প্রতিবেদন প্রকাশের পর এর শেয়ার মূল্যের ব্যাপক বৃদ্ধি পায়। গতকাল শুক্রবার দিনের শুরুতে কোম্পানিটির শেয়ারমূল্য ৪ শতাংশ বৃদ্ধি পায়। তবে সেই দিনের মধ্যভাগে শেয়ারমূল্য কিছুটা কমে যায়। মূলত সারা বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চিপের ব্যাপক চাহিদার থাকায় কোম্পানিটির শেয়ারমূল্যের এই উল্লম্ফন।
বিনিয়োগকারীদের উদ্দেশ্যে এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং বলেন, গত বছরের চেয়ে কোম্পানিটির বিক্রি দ্বিগুণ হয়েছে, যার মূল্য ৬ হাজার কোটি ডলারেরও বেশি। এ সপ্তাহে চিপের চাহিদা বিশ্বব্যাপী বৃদ্ধি পেয়েছে। যা প্রতিষ্ঠানটির প্রবৃদ্ধিতে বড় অবদান রেখেছে।
বিবিসির প্রতিবেদন বলছে, মাত্র এক বছর আগে অর্থাৎ ২০২৩ সালে কোম্পানিটির বাজার মূল্য ১ লাখ কোটি ডলার অতিক্রম করে। গত শুক্রবার প্রথমবার এনভিডিয়ার বাজারমূল্য দুই ট্রিলিয়ন মার্কিন ডলার বা ২ লাখ কোটি ডলার ছাড়িয়ে যায়।
উল্লেখ্য, ১৯৯৩ সালে এনভিডিয়া প্রতিষ্ঠিত হয়। এটি মূলত কম্পিউটার চিপ তৈরির জন্য পরিচিত। বিশেষ করে কম্পিউটার গেমের গ্রাফিকসের জন্য এই চিপ ব্যবহার করা হয়। এআই বিপ্লবের অনেক আগে থেকেই চিপে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচার যুক্ত করা শুরু করে এনভিডিয়া। এসব চিপ মেশিন লার্নিংয়ে সাহায্য করে। এআই প্রযুক্তিতে বিনিয়োগের ফলে কোম্পানিটির শেয়ার মূল্য বৃদ্ধি পেয়েছে।
গত ১২ মাসে কোম্পানিটির শেয়ার মূল্য তিন গুন হয়েছে। গত শুক্রবারে মধ্য দিনের লেনদেন শেষে প্রতিটি শেয়ারের মূল্য ২৪০ ডলার থেকে ৮০০ ডলারে হয়েছিল। সর্বশেষ আর্থিক প্রতিবেদন প্রকাশের পর গত বৃহস্পতিবার হুমড়ি খেয়ে ক্রেতারা শেয়ার কেনার ফলে এর মূল্য ২৭ হাজার কোটি ডলার বেড়েছে। যা ওয়াল স্ট্রিটের লেনদের ইতিহাসে, একদিনে সর্বোচ্চ বৃদ্ধি।
গত সপ্তাহে বিবিসিকে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি বিশ্লেষক বব ও ডনেল বলেন, ‘এআই স্বয়ংক্রিয় কাজে ব্যবহার করা হচ্ছে। এটি টেলিযোগাযোগে নেটওয়ার্ক পরিকল্পনার জন্য, মূলধারার কোম্পানিগুলোতে নেটওয়ার্ক পরিকল্পনার জন্য ডেটা খুঁজে বের করতে ও অন্তর্দৃষ্টি পেতে ব্যবহার করা হচ্ছে, যা তারা আগে ব্যবহারকারীরা আগে কখনো পায়নি।’
চিপ প্রস্তুতকারক জনপ্রিয় কোম্পানি এনভিডিয়ার বাজারমূল্য ২ লাখ কোটি ডলারের পৌঁছেছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি মোট বাজারমূল্যের ওপর ভিত্তিকে করে এখন বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী প্রতিষ্ঠান। এনভিডিয়ার আগে কেবল মাইক্রোসফট, অ্যাপল ও সৌদি আরামকো আছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে কোম্পানিটির আর্থিক প্রতিবেদন প্রকাশের পর এর শেয়ার মূল্যের ব্যাপক বৃদ্ধি পায়। গতকাল শুক্রবার দিনের শুরুতে কোম্পানিটির শেয়ারমূল্য ৪ শতাংশ বৃদ্ধি পায়। তবে সেই দিনের মধ্যভাগে শেয়ারমূল্য কিছুটা কমে যায়। মূলত সারা বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চিপের ব্যাপক চাহিদার থাকায় কোম্পানিটির শেয়ারমূল্যের এই উল্লম্ফন।
বিনিয়োগকারীদের উদ্দেশ্যে এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং বলেন, গত বছরের চেয়ে কোম্পানিটির বিক্রি দ্বিগুণ হয়েছে, যার মূল্য ৬ হাজার কোটি ডলারেরও বেশি। এ সপ্তাহে চিপের চাহিদা বিশ্বব্যাপী বৃদ্ধি পেয়েছে। যা প্রতিষ্ঠানটির প্রবৃদ্ধিতে বড় অবদান রেখেছে।
বিবিসির প্রতিবেদন বলছে, মাত্র এক বছর আগে অর্থাৎ ২০২৩ সালে কোম্পানিটির বাজার মূল্য ১ লাখ কোটি ডলার অতিক্রম করে। গত শুক্রবার প্রথমবার এনভিডিয়ার বাজারমূল্য দুই ট্রিলিয়ন মার্কিন ডলার বা ২ লাখ কোটি ডলার ছাড়িয়ে যায়।
উল্লেখ্য, ১৯৯৩ সালে এনভিডিয়া প্রতিষ্ঠিত হয়। এটি মূলত কম্পিউটার চিপ তৈরির জন্য পরিচিত। বিশেষ করে কম্পিউটার গেমের গ্রাফিকসের জন্য এই চিপ ব্যবহার করা হয়। এআই বিপ্লবের অনেক আগে থেকেই চিপে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচার যুক্ত করা শুরু করে এনভিডিয়া। এসব চিপ মেশিন লার্নিংয়ে সাহায্য করে। এআই প্রযুক্তিতে বিনিয়োগের ফলে কোম্পানিটির শেয়ার মূল্য বৃদ্ধি পেয়েছে।
গত ১২ মাসে কোম্পানিটির শেয়ার মূল্য তিন গুন হয়েছে। গত শুক্রবারে মধ্য দিনের লেনদেন শেষে প্রতিটি শেয়ারের মূল্য ২৪০ ডলার থেকে ৮০০ ডলারে হয়েছিল। সর্বশেষ আর্থিক প্রতিবেদন প্রকাশের পর গত বৃহস্পতিবার হুমড়ি খেয়ে ক্রেতারা শেয়ার কেনার ফলে এর মূল্য ২৭ হাজার কোটি ডলার বেড়েছে। যা ওয়াল স্ট্রিটের লেনদের ইতিহাসে, একদিনে সর্বোচ্চ বৃদ্ধি।
গত সপ্তাহে বিবিসিকে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি বিশ্লেষক বব ও ডনেল বলেন, ‘এআই স্বয়ংক্রিয় কাজে ব্যবহার করা হচ্ছে। এটি টেলিযোগাযোগে নেটওয়ার্ক পরিকল্পনার জন্য, মূলধারার কোম্পানিগুলোতে নেটওয়ার্ক পরিকল্পনার জন্য ডেটা খুঁজে বের করতে ও অন্তর্দৃষ্টি পেতে ব্যবহার করা হচ্ছে, যা তারা আগে ব্যবহারকারীরা আগে কখনো পায়নি।’
৭৯ বছর বয়সে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার (স্থানীয় সময় সকাল ৯টা ৩১ মিনিটে, বাংলাদেশ সময় সকাল ৭টা ৩১ মিনিটে) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির নতুন সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। চলতি বছরের জানুয়ারিতে দেশটিতে বাংলাদেশের পোশাক রপ্তানি ৮০ কোটি ডলার ছাড়িয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪৫ দশমিক ৯৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছরের জানুয়ারিতে দেশের রপ্তানিকারকেরা ৫৪ কোটি ৭৯ লাখ ডলারের পোশাক রপ্তানি...
২ ঘণ্টা আগেবাংলাদেশে বিদেশি প্রতিষ্ঠানগুলোর শাখা অফিস এবং লিয়াজোঁ অফিস প্রতিষ্ঠা সত্ত্বেও তাদের আয়ের ওপর যথাযথ কর আদায় হচ্ছে না, যার ফলে সরকারের রাজস্বের পরিমাণ কমে যাচ্ছে। বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) শুধু উৎসে কর আদায়ের ওপর সন্তুষ্ট, কিন্তু ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএ
১১ ঘণ্টা আগেমোংলা বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণের জন্য ৪ হাজার ৬৮ কোটি ২২ লাখ টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। চীন সরকারের আর্থিক সহায়তায় ‘জি টু জি’ (সরকার থেকে সরকার) ভিত্তিতে বাস্তবায়ন হতে যাওয়া এ প্রকল্প বাস্তবায়ন করবে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কন্সট্রাকশন করপোরেশন (সিসিইসিসি)। গতকাল মঙ্গলবার সচিবা
১১ ঘণ্টা আগে