গুঁড়া দুধ-ল্যাপটপ-পোশাকসহ যেসব পণ্যের দাম কমতে পারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ জুন ২০২৪, ১৭: ৫৯
Thumbnail image

আসছে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৬ হাজার ৯০০ কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বাজেটে আয়-ব্যয়ের হিসাব মেলাতে গিয়ে বেশ কিছু খাতে শুল্ক ও কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি কিছু ক্ষেত্রে শুল্ক ও করভার কমানোর প্রস্তাবও রয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় এসব প্রস্তাব তুলে ধরেন অর্থমন্ত্রী। এর মধ্যে গুঁড়া দুধের ওপর থেকে সম্পূরক শুল্ক তুলে নেওয়া হচ্ছে। কমানো হচ্ছে ল্যাপটপ, বিদেশি পোশাক ইত্যাদির মূসক। ফলে এসব পণ্যের দাম কমতে পারে।

দাম কমতে পারে যেসব পণ্যের—

গুঁড়া দুধ
বাজারে গুঁড়া দুধের দাম দীর্ঘদিন ধরে চড়া। সরকারি সংস্থা টিসিবির হিসাবে, এক কেজি গুঁড়া দুধ কিনতে এখন ৭৯০ থেকে ৮০০ টাকা লাগে। বাজেটে আড়াই কেজি পর্যন্ত প্যাকেটজাত গুঁড়া দুধে ২০ শতাংশ সম্পূরক শুল্ক তুলে নেওয়া হয়েছে। ফলে গুঁড়া দুধের দাম কিছুটা কমতে পারে।

ল্যাপটপ
ল্যাপটপ আমদানিতে মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) প্রত্যাহার করার প্রস্তাব করা হয়েছে বাজেটে। আরও কিছু কর প্রস্তাব আছে। অর্থমন্ত্রী বলেছেন, নতুন কর পণ্যটিতে মোট করভার ৩১ শতাংশ থেকে কমে সাড়ে ২০ শতাংশ হবে, যা দাম কমাতে সহায়তা করবে।

বিদেশি পোশাক
নারী, পুরুষ ও শিশুদের বিভিন্ন ধরনের পোশাকের সম্পূরক শুল্ক কমানো হয়েছে। ফলে বিদেশি পোশাকের দাম কমতে পারে।

ডায়ালাইসিস সেবা
বাজেটে কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবায় ব্যবহৃত ফিল্টারের শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে। ফলে সেবাটির ব্যয় কমতে পারে। যদিও বিগত বাজেটগুলোয় ডায়ালাইসিস সেবার বিভিন্ন উপকরণে শুল্ককর ছাড় দেওয়া হয়েছে। কিন্তু সেবামূল্য কমেনি বলে অভিযোগ রয়েছে।

ডেঙ্গুর কিট
ডেঙ্গু পরীক্ষার কিটের দাম কমতে পারে। কারণ, এতে শুল্কছাড় দেওয়া হয়েছে।

অন্যান্য
ক্যানসারের ওষুধের কাঁচামাল, শুকনা ফল,মাশরুম, গ্রিন টি, কফি ইত্যাদি ক্ষেত্রে শুল্ককর, ও শুল্কায়ন মূল্যে বিভিন্ন পরিবর্তন আনা হয়েছে। ফলে দাম কমার সুযোগ তৈরি হবে।

বাজেট ২০২৪–২৫ সম্পর্কিত আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত