বিকাশ অ্যাপে বিভিন্ন বিল পরিশোধে ৯০০ টাকা পর্যন্ত ছাড়ের কুপন

বিজ্ঞপ্তি
আপডেট : ০৮ জুলাই ২০২৪, ১০: ১৮
Thumbnail image

বিকাশ অ্যাপের মাধ্যমে প্রথমবার বিদ্যুৎ, গ্যাস ও পানির বিল পরিশোধ করে প্রতি বিলে ১০০ টাকা করে ৩০০ টাকা ছাড়ের কুপন পাচ্ছেন গ্রাহকেরা। প্রতিবার ৪০০ টাকা বা এর বেশি বিদ্যুৎ, গ্যাস বা পানির বিল বিকাশ করলেই গ্রাহক তাৎক্ষণিক পেয়ে যাবেন ১০০ টাকা ছাড়ের কুপন। পরপর তিন মাসে মোট ৯০০ টাকার এই সুযোগ পাবেন গ্রাহকেরা। 

৩১ জুলাইয়ের মধ্যে যে গ্রাহকেরা প্রথমবারের মতো বিদ্যুৎ বিল বিকাশ করে কুপন পাবেন, তাঁরাই ৫ থেকে ৩১ আগস্টের মধ্যে বিদ্যুৎ বিল দিয়ে দ্বিতীয় কুপন এবং ৫ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিল বিকাশ করে তৃতীয় কুপনটি পেয়ে যাবেন। একই পদ্ধতি অনুসরণ করে প্রথমবারের মতো গ্যাস ও পানির বিল পরিশোধের ক্ষেত্রেও সমপরিমাণ কুপন পাওয়ার সুযোগ থাকছে গ্রাহকদের জন্য। এর ফলে ধারাবাহিকভাবে তিন মাস বিদ্যুৎ, গ্যাস ও পানির বিল পরিশোধের মাধ্যমে মোট ৯টি কুপনে ৯০০ টাকা ডিসকাউন্ট পাওয়ার সুযোগ তৈরি হলো। কুপন পাওয়ার ৩০ দিনের মধ্যে গ্রাহক দেশের শীর্ষ সুপারস্টোর ও লাইফস্টাইল আউটলেটগুলোয় বিকাশ পেমেন্টে প্রতিবার ন্যূনতম ১ হাজার টাকার কেনাকাটা করে কুপনগুলো ব্যবহার করতে পারবেন। প্রতিটি ক্যাম্পেইনের বিস্তারিত এবং সুপারস্টোর ও লাইফস্টাইল আউটলেটগুলোর তালিকা দেখে নেওয়া যাবে ‍বিকাশের ওয়েবসাইটে। 

ক্যাম্পেইনগুলোর পাশাপাশি, যেকোনো বিকাশ গ্রাহক প্রতি মাসে চারটি বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারছেন কোনো চার্জ ছাড়াই। এ ছাড়া, যেকোনো সংখ্যক গ্যাস, পানি ও টেলিফোন বিল পরিশোধেও নেই কোনো চার্জ। বিকাশ অ্যাপে নিজের বা প্রিয়জনের বিলের তথ্য সেভ করে রাখলে গ্রাহকেরা যেকোনো সময় বিলের বিস্তারিত চেক করতে পারছেন এবং প্রয়োজনমতো পরিশোধও করতে পারছেন। এতে বারবার পরিষেবাগুলোর বিলের কাগজ খুঁজে অ্যাকাউন্ট নম্বর টাইপ করার প্রয়োজন পড়ছে না। ‘পে বিল’ আইকন থেকে ‘সেভ করা বিল’ অপশন ব্যবহার করে সবচেয়ে সহজে এবং কম সময়ে পরিষেবার বিল পরিশোধ করা যাচ্ছে কেবল বিকাশেই। বিল পরিশোধে আরও নিশ্চিন্ত থাকতে গ্রাহক প্রয়োজনে ‘অটো পে’ চালু করতে পারবেন, সে ক্ষেত্রে অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স থাকা সাপেক্ষে নির্দিষ্ট তারিখে স্বয়ংক্রিয়ভাবে বিল পেমেন্ট হয়ে যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত