অনলাইন ডেস্ক
বাংলাদেশের বাজারে টয়োটার নতুন ৩টি মডেলের গাড়ি আনছে নাভানা লিমিটেড। আগামী ৪ জুন নাভানা লিমিটেড-টয়োটা দুটি ভিন্ন ক্যাটাগরির তিনটি নতুন মডেলের গাড়ি উদ্বোধন করা হবে। এদিন গাড়ি তিনটির প্রদর্শনীও করা হবে।
যে তিনটি মডেলের গাড়ি ওই দিন প্রদর্শনীতে থাকবে সেগুলো হলো—টয়োটা ভেলোজ, রেইজ এবং থার্ড জেনারেশনের আভানজা।
আভানজা মডেলটি এরই মধ্যে সাফল্যের সঙ্গে বাজারে ১৫ বছর অতিবাহিত করছে। আভানজা একটি কমপ্যাক্ট এমপিভি (মাল্টি পারপাস ভেহিক্যাল)। থার্ড জেনারেশনের এই আভানজা একটি ১.৫ লিটারের এমপিভি যা ৭ সিটের ফ্যামিলি কার হিসেবে পৃথিবীজুড়ে সমাদৃত।
এদিকে, টয়োটার নতুন এমপিভি হিসেবে বিবেচিত ভেলোজে রয়েছে নান্দনিক ও আধুনিক আউটলুক এবং আকর্ষণীয় ফিচার ও পারফরম্যান্সের সমন্বয়। এতে থাকছে সিভিটি ইঞ্জিন। ৭ সিটের ফ্যামিলি কার হিসেবে পরিচিত এই গাড়িটিও গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বাজারে আনছে নাভানা লিমিটেড।
অপরদিকে, টয়োটা রেইজকে বিবেচনা করা হচ্ছে একটি আরবান এসইউভি হিসেবে। এতে রয়েছে ১.০ লিটারের টার্বো ইঞ্জিন যার সঙ্গে আছে ১৭-ইঞ্চি অ্যালয় হুইল,৭-ইঞ্চি টিএফটি স্পিডোমিটার,৭-ইঞ্চি মাল্টি-ইনফরমেশন ডিসপ্লে, ওয়্যারলেস ডোর লক, স্মার্ট এন্ট্রি ও আরও অনেক আকর্ষণীয় ফিচার। এই এসইউভিটির ইন্টেরিয়র এবং গাড়ির ড্যাশবোর্ডের লে–আউটটি অন্যান্য গাড়ির চেয়ে সুন্দর ও নান্দনিক।
বাংলাদেশের বাজারে টয়োটার নতুন ৩টি মডেলের গাড়ি আনছে নাভানা লিমিটেড। আগামী ৪ জুন নাভানা লিমিটেড-টয়োটা দুটি ভিন্ন ক্যাটাগরির তিনটি নতুন মডেলের গাড়ি উদ্বোধন করা হবে। এদিন গাড়ি তিনটির প্রদর্শনীও করা হবে।
যে তিনটি মডেলের গাড়ি ওই দিন প্রদর্শনীতে থাকবে সেগুলো হলো—টয়োটা ভেলোজ, রেইজ এবং থার্ড জেনারেশনের আভানজা।
আভানজা মডেলটি এরই মধ্যে সাফল্যের সঙ্গে বাজারে ১৫ বছর অতিবাহিত করছে। আভানজা একটি কমপ্যাক্ট এমপিভি (মাল্টি পারপাস ভেহিক্যাল)। থার্ড জেনারেশনের এই আভানজা একটি ১.৫ লিটারের এমপিভি যা ৭ সিটের ফ্যামিলি কার হিসেবে পৃথিবীজুড়ে সমাদৃত।
এদিকে, টয়োটার নতুন এমপিভি হিসেবে বিবেচিত ভেলোজে রয়েছে নান্দনিক ও আধুনিক আউটলুক এবং আকর্ষণীয় ফিচার ও পারফরম্যান্সের সমন্বয়। এতে থাকছে সিভিটি ইঞ্জিন। ৭ সিটের ফ্যামিলি কার হিসেবে পরিচিত এই গাড়িটিও গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বাজারে আনছে নাভানা লিমিটেড।
অপরদিকে, টয়োটা রেইজকে বিবেচনা করা হচ্ছে একটি আরবান এসইউভি হিসেবে। এতে রয়েছে ১.০ লিটারের টার্বো ইঞ্জিন যার সঙ্গে আছে ১৭-ইঞ্চি অ্যালয় হুইল,৭-ইঞ্চি টিএফটি স্পিডোমিটার,৭-ইঞ্চি মাল্টি-ইনফরমেশন ডিসপ্লে, ওয়্যারলেস ডোর লক, স্মার্ট এন্ট্রি ও আরও অনেক আকর্ষণীয় ফিচার। এই এসইউভিটির ইন্টেরিয়র এবং গাড়ির ড্যাশবোর্ডের লে–আউটটি অন্যান্য গাড়ির চেয়ে সুন্দর ও নান্দনিক।
যুক্তরাষ্ট্রে ঘুষ–জালিয়াতির মামলার পরিপ্রেক্ষিতে এক বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে আছে আদানির ডলার বন্ডের দাম। শেয়ার দরেও ব্যাপক পতন হয়েছে। বিনিয়োগকারীরা এই ভারতীয় কনগ্লোমারেটের ওপর আস্থা হারাচ্ছে। কমিয়ে দিচ্ছে বিনিয়োগ।
৪২ মিনিট আগেএসিআই ফুডস লিমিটেড বাজারে নিয়ে এল ‘এসিআই পিওর ফর্টিফাইড চাল’। প্রতিষ্ঠানটির দাবি এই চাল ভিটামিন ও মিনারেলস সমৃদ্ধ।
১ ঘণ্টা আগেপ্রকল্প ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্র-ভিত্তিক অলাভজনক সংস্থা প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (পিএমআই) বাংলাদেশের সম্মানজনক ‘প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ডস ২০২৪’ পেয়েছে বাংলালিংক। ‘কুমিল্লা ডিসি ডিআর প্রকল্প’-এর জন্য বাংলালিংক এই পুরস্কার পায়।
২ ঘণ্টা আগেএয়ারকন্ডিশনার ব্র্যান্ড গ্রির পার্টনার সম্মেলন সম্প্রতি পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লূ ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রি গ্লোবালের অ্যাসিস্ট্যান্ট প্রেসিডেন্ট কেভিন বাই এবং গ্রি গ্লোবালের সেলস ডিরেক্টর রাইয়ান চ্যুং
২ ঘণ্টা আগে