বিজ্ঞপ্তি
ঢাকা, খুলনা, বরিশাল ও রংপুর বিভাগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে চার বছর মেয়াদি ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইকুয়ালিটি’ প্রকল্প। সমাজে জেন্ডার সহিংসতা প্রতিরোধ, জেন্ডার সমতা প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রচলিত নেতিবাচক জেন্ডার ধারণাগুলোর পরিবর্তন এবং জাতীয় ও স্থানীয় পর্যায়ে যুব ও যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোকে আরও শক্তিশালী করতে এ প্রকল্পের উদ্বোধন করা হয়।
২০২৭ সালের নভেম্বর মাস পর্যন্ত নেদারল্যান্ডস সরকারের আর্থিক সহায়তায় বাংলাদেশের ৮টি বিভাগেই প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করবে আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও দেশীয় যুব-নেতৃত্বাধীন সংস্থা জাগো ফাউন্ডেশন ট্রাস্ট।
বরিশাল বিভাগ
শহরের একটি হোটেলে আজ বৃহস্পতিবার (৪ জুলাই) প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে বরিশালের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মতিন খান সমতা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনী করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. শামীম চৌধুরী, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন নাহার মুন্নি, সমাজকল্যাণ অধিদপ্তরের উপপরিচালক এ কে এম আখতারুজ্জামান তালুকদার।
আব্দুল মতিন খান বলেন, ‘আর্থিক অক্ষমতা কখনোই সমতায় বাধা হতে পারে না। নিজেকে অনুধাবন করে, মুক্তচিন্তার অধিকারী হয়ে, সুশৃঙ্খল জীবন অতিবাহিত করতে পারলে সমতা আসবেই।’
ঢাকা বিভাগ
রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আজ বৃহস্পতিবার (৪ জুলাই) প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন জাতীয় যুব কাউন্সিলের সহসভাপতি তৌহিদুল ইসলাম দ্বীপ ও জহির ইকবাল, সেক্রেটারি তানজিনুল ইসলাম। রাজধানীসহ ঢাকা বিভাগে সক্রিয় যুব-নেতৃত্বাধীন সংগঠনের প্রতিনিধি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন।
জাতীয় যুব কাউন্সিলের সহসভাপতি তৌহিদুল ইসলাম দ্বীপ বলেন, ‘বাংলাদেশের গ্রামেই বেশির ভাগ তরুণ জনগোষ্ঠী বসবাস করে। তরুণদের মধ্যে সমতা আনতে শহরের মতো গ্রামীণ যুব জনগোষ্ঠীকেও সামনে এগিয়ে আসতে হবে। সমতায় তারুণ্য প্রকল্পের সঙ্গে জাতীয় যুব কাউন্সিল সম্পৃক্ত থাকবে।’
রংপুর বিভাগ
শহরের আরডিআরএসের মিলনায়তনে গতকাল বুধবার (৩ জুলাই) প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। বিশেষ অতিথি ছিলেন রংপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল ফারুক।
প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসক বলেন, ‘রংপুরের বাস্তবতায় এই অঞ্চলের যুবদের দক্ষতা উন্নয়ন জরুরি। আর দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ প্রয়োজন। তবে প্রশিক্ষণের পর স্বীকৃতি এবং আন্তর্জাতিক মানের সনদ সরবরাহও প্রয়োজন।’
খুলনা বিভাগ
শহরের সিএসএস আভা সেন্টারে গতকাল বুধবার (৩ জুলাই) প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন মো. ইউসুফ আলী, উপপরিচালক, স্থানীয় সরকার বিভাগ, খুলনা। অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন অনিন্দিতা রায়, পরিচালক, বিভাগীয় সমাজসেবা কার্যালয়, খুলনা, ও অমিতাভ বিশ্বাস, প্রশিক্ষক, যুব উন্নয়ন অধিদপ্তর, খুলনা।
মো. ইউসুফ আলী বলেন, ‘সমতায় তারুণ্য প্রকল্পটি গতানুগতিক প্রকল্পের চাইতে কিছুটা ব্যতিক্রম। প্রকল্পে কনটেন্ট ক্রিয়েটর, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারা, গণমাধ্যমকর্মী অন্তর্ভুক্ত হবেন এবং সমাজে নেতিবাচক বদ্ধমূল ধারণাগুলো পরিবর্তনে ইতিবাচক ভূমিকা পালন করবে।’
প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে চার বিভাগে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাগণ, অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, জাতীয় যুব কাউন্সিলের প্রতিনিধি, যুব-নেতৃত্বাধীন সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, যুব কনটেন্ট নির্মাতা, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্টের প্রতিনিধিগণ।
এক নজরে সমতায় তারুণ্য প্রকল্প
‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইকুয়ালিটি’ প্রকল্পে অংশগ্রহণকারী হিসেবে থাকবে যুব ও যুব নেতৃত্বাধীন সংগঠন, জাতীয় যুব পরিষদ, ক্ষুদ্র জাতিসত্তা, বিশেষ চাহিদাসম্পন্ন ও সব বৈচিত্র্যের তরুণ, ছাত্র-শিক্ষক, গণমাধ্যম কর্মী (প্রিন্ট ও ইলেকট্রনিক), স্থানীয় তরুণ কনটেন্ট নির্মাতা, এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্ট সমন্বিতভাবে বাংলাদেশের কয়েকটি মন্ত্রণালয় ও অধিদপ্তর, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন গণমাধ্যম এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কাজ করবে।
বাংলাদেশের ৮টি বিভাগে প্রকল্পের প্রত্যক্ষ জনগোষ্ঠী সর্বমোট ১৩ হাজার ৫১৫ জন। এদের মধ্যে স্থানীয় ২৫২টি যুব-নেতৃত্বাধীন সংগঠনের ১২ হাজার ৬৯০ জন যুব সদস্য, জাতীয় যুব পরিষদের সদস্যগণ, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, কনটেন্ট নির্মাতা এবং গণমাধ্যমকর্মী। এ ছাড়া প্রকল্পটি বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত হয়ে সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশি আরও ২০ লাখ মানুষের কাছে জেন্ডার সমতা ও নেতিবাচক জেন্ডার ধারণাগুলোকে পরিবর্তন করার বার্তা পৌঁছে দেবে।
ঢাকা, খুলনা, বরিশাল ও রংপুর বিভাগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে চার বছর মেয়াদি ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইকুয়ালিটি’ প্রকল্প। সমাজে জেন্ডার সহিংসতা প্রতিরোধ, জেন্ডার সমতা প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রচলিত নেতিবাচক জেন্ডার ধারণাগুলোর পরিবর্তন এবং জাতীয় ও স্থানীয় পর্যায়ে যুব ও যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোকে আরও শক্তিশালী করতে এ প্রকল্পের উদ্বোধন করা হয়।
২০২৭ সালের নভেম্বর মাস পর্যন্ত নেদারল্যান্ডস সরকারের আর্থিক সহায়তায় বাংলাদেশের ৮টি বিভাগেই প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করবে আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও দেশীয় যুব-নেতৃত্বাধীন সংস্থা জাগো ফাউন্ডেশন ট্রাস্ট।
বরিশাল বিভাগ
শহরের একটি হোটেলে আজ বৃহস্পতিবার (৪ জুলাই) প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে বরিশালের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মতিন খান সমতা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনী করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. শামীম চৌধুরী, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন নাহার মুন্নি, সমাজকল্যাণ অধিদপ্তরের উপপরিচালক এ কে এম আখতারুজ্জামান তালুকদার।
আব্দুল মতিন খান বলেন, ‘আর্থিক অক্ষমতা কখনোই সমতায় বাধা হতে পারে না। নিজেকে অনুধাবন করে, মুক্তচিন্তার অধিকারী হয়ে, সুশৃঙ্খল জীবন অতিবাহিত করতে পারলে সমতা আসবেই।’
ঢাকা বিভাগ
রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আজ বৃহস্পতিবার (৪ জুলাই) প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন জাতীয় যুব কাউন্সিলের সহসভাপতি তৌহিদুল ইসলাম দ্বীপ ও জহির ইকবাল, সেক্রেটারি তানজিনুল ইসলাম। রাজধানীসহ ঢাকা বিভাগে সক্রিয় যুব-নেতৃত্বাধীন সংগঠনের প্রতিনিধি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন।
জাতীয় যুব কাউন্সিলের সহসভাপতি তৌহিদুল ইসলাম দ্বীপ বলেন, ‘বাংলাদেশের গ্রামেই বেশির ভাগ তরুণ জনগোষ্ঠী বসবাস করে। তরুণদের মধ্যে সমতা আনতে শহরের মতো গ্রামীণ যুব জনগোষ্ঠীকেও সামনে এগিয়ে আসতে হবে। সমতায় তারুণ্য প্রকল্পের সঙ্গে জাতীয় যুব কাউন্সিল সম্পৃক্ত থাকবে।’
রংপুর বিভাগ
শহরের আরডিআরএসের মিলনায়তনে গতকাল বুধবার (৩ জুলাই) প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। বিশেষ অতিথি ছিলেন রংপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল ফারুক।
প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসক বলেন, ‘রংপুরের বাস্তবতায় এই অঞ্চলের যুবদের দক্ষতা উন্নয়ন জরুরি। আর দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ প্রয়োজন। তবে প্রশিক্ষণের পর স্বীকৃতি এবং আন্তর্জাতিক মানের সনদ সরবরাহও প্রয়োজন।’
খুলনা বিভাগ
শহরের সিএসএস আভা সেন্টারে গতকাল বুধবার (৩ জুলাই) প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন মো. ইউসুফ আলী, উপপরিচালক, স্থানীয় সরকার বিভাগ, খুলনা। অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন অনিন্দিতা রায়, পরিচালক, বিভাগীয় সমাজসেবা কার্যালয়, খুলনা, ও অমিতাভ বিশ্বাস, প্রশিক্ষক, যুব উন্নয়ন অধিদপ্তর, খুলনা।
মো. ইউসুফ আলী বলেন, ‘সমতায় তারুণ্য প্রকল্পটি গতানুগতিক প্রকল্পের চাইতে কিছুটা ব্যতিক্রম। প্রকল্পে কনটেন্ট ক্রিয়েটর, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারা, গণমাধ্যমকর্মী অন্তর্ভুক্ত হবেন এবং সমাজে নেতিবাচক বদ্ধমূল ধারণাগুলো পরিবর্তনে ইতিবাচক ভূমিকা পালন করবে।’
প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে চার বিভাগে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাগণ, অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, জাতীয় যুব কাউন্সিলের প্রতিনিধি, যুব-নেতৃত্বাধীন সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, যুব কনটেন্ট নির্মাতা, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্টের প্রতিনিধিগণ।
এক নজরে সমতায় তারুণ্য প্রকল্প
‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইকুয়ালিটি’ প্রকল্পে অংশগ্রহণকারী হিসেবে থাকবে যুব ও যুব নেতৃত্বাধীন সংগঠন, জাতীয় যুব পরিষদ, ক্ষুদ্র জাতিসত্তা, বিশেষ চাহিদাসম্পন্ন ও সব বৈচিত্র্যের তরুণ, ছাত্র-শিক্ষক, গণমাধ্যম কর্মী (প্রিন্ট ও ইলেকট্রনিক), স্থানীয় তরুণ কনটেন্ট নির্মাতা, এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্ট সমন্বিতভাবে বাংলাদেশের কয়েকটি মন্ত্রণালয় ও অধিদপ্তর, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন গণমাধ্যম এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কাজ করবে।
বাংলাদেশের ৮টি বিভাগে প্রকল্পের প্রত্যক্ষ জনগোষ্ঠী সর্বমোট ১৩ হাজার ৫১৫ জন। এদের মধ্যে স্থানীয় ২৫২টি যুব-নেতৃত্বাধীন সংগঠনের ১২ হাজার ৬৯০ জন যুব সদস্য, জাতীয় যুব পরিষদের সদস্যগণ, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, কনটেন্ট নির্মাতা এবং গণমাধ্যমকর্মী। এ ছাড়া প্রকল্পটি বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত হয়ে সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশি আরও ২০ লাখ মানুষের কাছে জেন্ডার সমতা ও নেতিবাচক জেন্ডার ধারণাগুলোকে পরিবর্তন করার বার্তা পৌঁছে দেবে।
স্থানীয় বিদ্যুৎ কোম্পানিগুলো রাষ্ট্রায়ত্ত কোম্পানির প্রস্তাবিত মূল্য পরিশোধে আগ্রহী ছিল না। এতে চুক্তিটির বাস্তবায়ন হুমকির মধ্যে পড়ে। মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ অনুযায়ী, চুক্তি রক্ষার জন্য আদানি স্থানীয় কর্মকর্তাদের ঘুষ দিয়ে তাঁদের এই বিদ্যুৎ কিনতে রাজি করানোর সিদ্ধান্ত নেন।
৬ মিনিট আগেইউএনডিপির আয়োজনে গতকাল বৃহস্পতিবার ‘জনবান্ধব নীতি প্রণয়নে সঠিক উপাত্ত সংগ্রহ ও ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক সংস্কার ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের সহায়তায় ইউএনডিপির স্ট্রেংদেনিং ইনস্টিটিউশনস, পলিসিজ অ্যান্ড সার্ভিসেস প্রকল্পের
৩৯ মিনিট আগেঅত্যাধুনিক সুবিধা নিয়ে চালু হয়েছে বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল, যা সেবা ও বাণিজ্যে নতুন মাত্রা যোগ করার পাশাপাশি যানজট ও পণ্যজট নিরসনে কার্যকর ভূমিকা রাখছে। ১৪ নভেম্বর এটি উদ্বোধন করেন নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। ১৮ নভেম্বর থেকে টার্মিনালের কার্যক্রম শুরু হয়।
১ ঘণ্টা আগেবাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সদস্যদের জামানতবিহীন ঋণ সুবিধা দেওয়ার উদ্দেশ্যে ব্র্যাক ব্যাংক এবং বেসিস-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই উদ্যোগ বাংলাদেশের আইসিটি খাতের উন্নয়ন ও উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
৩ ঘণ্টা আগে