বিজ্ঞপ্তি
বাংলাদেশের কৃষকদের মুখে হাসি ফোটাতে এবং কৃষির ইকোসিস্টেমে বড় পরিবর্তন আনতে কাজ করছে এগ্রোমুকাম বিডি লিমিটেড। দেশের দ্রুত বর্ধনশীল এগ্রিটেক ই-কমার্স হচ্ছে এগ্রোমুকাম যা এই সেক্টরে একটি বিশ্বস্ত নাম হয়ে উঠছে।
এগ্রোমুকাম বিডি লিমিটেড হলো সর্বমুখী কৃষি ব্যবসাভিত্তিক ই-কমার্স মার্কেটপ্লেস, যা কৃষকদের সরাসরি নিজেদের প্রয়োজনীয় কৃষি পণ্য ক্রয় করতে এবং অন্যান্য কৃষিজাত পণ্যর ব্যবসা করার সুযোগ দেয়। প্ল্যাটফর্মটি জোরালোভাবে বিটুবি, এফটুবি (কৃষক থেকে ব্যবসায়িক), বিটুসি এবং এফটুসি প্রক্রিয়া সমর্থন করে।
এগ্রোমুকাম বিডি লিমিটেডের চেয়ারম্যান তোহিদুল আলম জেনিথ বলেছেন, ‘এগ্রোমুকাম একটি উদ্ভাবনী ই-কমার্স মার্কেটপ্লেস অ্যাপ তৈরি করেছে যা কৃষকদের কৃষি-পণ্য প্রস্তুতকারক ও বাজারজাত কোম্পানিগুলো থেকে সরাসরি ক্রয় করতে এবং তথ্যভিত্তিক পরামর্শ ও পরিষেবা গ্রহণের সুযোগ দেয়।’
তৌহিদুল আলম জেনিথ আরও বলেন, ‘আমাদের প্ল্যাটফর্মটি কৃষক এবং কৃষি ব্যবসার স্টেকহোল্ডারদের সহযোগিতার জন্য সকলকে “এক ছাতার” নিচে এনে সব সমস্যার সমাধানের সুযোগ সৃষ্টি করেছে।’
এগ্রোমুকাম বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখারুল ইসলাম বলেন, এগ্রোমুকাম একটি দক্ষ, কার্যকর এবং সহজেই ডিজিটালভাবে কেনাবেচার মডেল তৈরি করে সমগ্র কৃষি সরবরাহ ব্যবস্থার ইকোসিস্টেমের ফরওয়ার্ড ও ব্যাকওয়ার্ড লিংকেজ কে একত্রীকরণ করে ডিজিটালাইজ করছে।
এগ্রোমুকাম বিডি লিমিটেড ২০২৪ সালের ৪ জানুয়ারি (বৃহস্পতিবার) মিডল্যান্ড ব্যাংক লিমিটেড (এমডিবি) এর সাথে একটি "স্টার্টআপ লোন" চুক্তি স্বাক্ষর করেছে।
মিডল্যান্ড ব্যাংকের লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান এবং এগ্রোমুকাম বিডি লিমিটেডের চেয়ারম্যান তোহিদুল আলম জেনিথ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমডি মো. জাহিদ হোসেন, প্রাতিষ্ঠানিক ব্যাংকিং বিভাগের প্রধান মো. জাবেদ তারেক খান, এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান মো. আহসান জামিল হোসেন, মিডল্যান্ড ব্যাংকের সিআরএম বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মো. বজলুর রহমান খান, এবং এগ্রোমুকাম বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখারুল ইসলামসহ প্রতিষ্ঠান দুটির বিভিন্ন কর্মকর্তা।
এই নতুন তহবিল এগ্রোমুকাম বিডি লিমিটেডকে বিদ্যমান প্রযুক্তির পরিকাঠামো বৃদ্ধি, উদ্ভাবনী ও ডিজিটাল আঞ্চলিক কার্যক্রমকে ত্বরান্বিত করবে, যা কৃষকদের কাছাকাছি যেতে এবং স্মার্ট ও ডিজিটাল বাংলাদেশের সঙ্গে কৃষকদের অংশগ্রহণে সাহায্য করবে।
এগ্রোমুকাম বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা এবং ইউনিয়নে কৃষি ব্যবসায় অংশীদারদের সর্বোত্তমভাবে সেবা ও প্রতিষ্ঠানের পদচিহ্ন ছড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। কারণ প্রতিষ্ঠানটি বাংলাদেশের একমাত্র পূর্ণাঙ্গ ই-কমার্স মার্কেটপ্লেস, যা গ্রাহক এবং ব্যবসার সঙ্গে সংযোগ স্থাপন করে।
তহবিলটি এগ্রোমুকাম বিডি লিমিটেডের ফিজিটাল (ফিজিক্যাল+ডিজিটাল) ব্যবসায়িক মডেলকে একটি একক ডিজিটাল মার্কেটপ্লেসে বীজ, কীটনাশক, সার, পশুখাদ্য, ভেটেরিনারি মেডিসিন এবং সম্পূরক কোম্পানি ইত্যাদি আনতে সক্ষম করবে; এভাবে প্রচলিত ব্যবসা পদ্ধতিকে আরও সুবিধাজনক করে তুলবে এবং কৃষকের দোরগোড়ায় পণ্য ও সেবা পৌঁছানোর ওপর গুরুত্ব দেবে বলে বিশ্বাস করন সংশ্লিষ্টরা।
বাংলাদেশের কৃষকদের মুখে হাসি ফোটাতে এবং কৃষির ইকোসিস্টেমে বড় পরিবর্তন আনতে কাজ করছে এগ্রোমুকাম বিডি লিমিটেড। দেশের দ্রুত বর্ধনশীল এগ্রিটেক ই-কমার্স হচ্ছে এগ্রোমুকাম যা এই সেক্টরে একটি বিশ্বস্ত নাম হয়ে উঠছে।
এগ্রোমুকাম বিডি লিমিটেড হলো সর্বমুখী কৃষি ব্যবসাভিত্তিক ই-কমার্স মার্কেটপ্লেস, যা কৃষকদের সরাসরি নিজেদের প্রয়োজনীয় কৃষি পণ্য ক্রয় করতে এবং অন্যান্য কৃষিজাত পণ্যর ব্যবসা করার সুযোগ দেয়। প্ল্যাটফর্মটি জোরালোভাবে বিটুবি, এফটুবি (কৃষক থেকে ব্যবসায়িক), বিটুসি এবং এফটুসি প্রক্রিয়া সমর্থন করে।
এগ্রোমুকাম বিডি লিমিটেডের চেয়ারম্যান তোহিদুল আলম জেনিথ বলেছেন, ‘এগ্রোমুকাম একটি উদ্ভাবনী ই-কমার্স মার্কেটপ্লেস অ্যাপ তৈরি করেছে যা কৃষকদের কৃষি-পণ্য প্রস্তুতকারক ও বাজারজাত কোম্পানিগুলো থেকে সরাসরি ক্রয় করতে এবং তথ্যভিত্তিক পরামর্শ ও পরিষেবা গ্রহণের সুযোগ দেয়।’
তৌহিদুল আলম জেনিথ আরও বলেন, ‘আমাদের প্ল্যাটফর্মটি কৃষক এবং কৃষি ব্যবসার স্টেকহোল্ডারদের সহযোগিতার জন্য সকলকে “এক ছাতার” নিচে এনে সব সমস্যার সমাধানের সুযোগ সৃষ্টি করেছে।’
এগ্রোমুকাম বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখারুল ইসলাম বলেন, এগ্রোমুকাম একটি দক্ষ, কার্যকর এবং সহজেই ডিজিটালভাবে কেনাবেচার মডেল তৈরি করে সমগ্র কৃষি সরবরাহ ব্যবস্থার ইকোসিস্টেমের ফরওয়ার্ড ও ব্যাকওয়ার্ড লিংকেজ কে একত্রীকরণ করে ডিজিটালাইজ করছে।
এগ্রোমুকাম বিডি লিমিটেড ২০২৪ সালের ৪ জানুয়ারি (বৃহস্পতিবার) মিডল্যান্ড ব্যাংক লিমিটেড (এমডিবি) এর সাথে একটি "স্টার্টআপ লোন" চুক্তি স্বাক্ষর করেছে।
মিডল্যান্ড ব্যাংকের লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান এবং এগ্রোমুকাম বিডি লিমিটেডের চেয়ারম্যান তোহিদুল আলম জেনিথ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমডি মো. জাহিদ হোসেন, প্রাতিষ্ঠানিক ব্যাংকিং বিভাগের প্রধান মো. জাবেদ তারেক খান, এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান মো. আহসান জামিল হোসেন, মিডল্যান্ড ব্যাংকের সিআরএম বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মো. বজলুর রহমান খান, এবং এগ্রোমুকাম বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখারুল ইসলামসহ প্রতিষ্ঠান দুটির বিভিন্ন কর্মকর্তা।
এই নতুন তহবিল এগ্রোমুকাম বিডি লিমিটেডকে বিদ্যমান প্রযুক্তির পরিকাঠামো বৃদ্ধি, উদ্ভাবনী ও ডিজিটাল আঞ্চলিক কার্যক্রমকে ত্বরান্বিত করবে, যা কৃষকদের কাছাকাছি যেতে এবং স্মার্ট ও ডিজিটাল বাংলাদেশের সঙ্গে কৃষকদের অংশগ্রহণে সাহায্য করবে।
এগ্রোমুকাম বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা এবং ইউনিয়নে কৃষি ব্যবসায় অংশীদারদের সর্বোত্তমভাবে সেবা ও প্রতিষ্ঠানের পদচিহ্ন ছড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। কারণ প্রতিষ্ঠানটি বাংলাদেশের একমাত্র পূর্ণাঙ্গ ই-কমার্স মার্কেটপ্লেস, যা গ্রাহক এবং ব্যবসার সঙ্গে সংযোগ স্থাপন করে।
তহবিলটি এগ্রোমুকাম বিডি লিমিটেডের ফিজিটাল (ফিজিক্যাল+ডিজিটাল) ব্যবসায়িক মডেলকে একটি একক ডিজিটাল মার্কেটপ্লেসে বীজ, কীটনাশক, সার, পশুখাদ্য, ভেটেরিনারি মেডিসিন এবং সম্পূরক কোম্পানি ইত্যাদি আনতে সক্ষম করবে; এভাবে প্রচলিত ব্যবসা পদ্ধতিকে আরও সুবিধাজনক করে তুলবে এবং কৃষকের দোরগোড়ায় পণ্য ও সেবা পৌঁছানোর ওপর গুরুত্ব দেবে বলে বিশ্বাস করন সংশ্লিষ্টরা।
নদী, পাহাড় আর সাগরে ঘেরা ছাপ্পান্ন হাজার বর্গমাইলের অনিন্দ্যসুন্দর জনপদ আমাদের এই বাংলাদেশ। এ দেশের বৈচিত্র্যময় সৌন্দর্যকে পৃথিবীর সামনে তুলে ধরার উদ্দেশ্য নিয়ে এ বছর স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ ব্র্যান্ড রুচি আয়োজন করে ট্র্যাভেলের ছবি, ভিডিও আর গল্প নিয়ে প্রতিযোগিতা ‘রুচি বিউটিগ্রাম সিজন সিক্স’।
২ মিনিট আগেআওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া দুই ডেপুটি গভর্নর (ডিজি) নূরুন নাহার ও হাবিবুর রহমানকে আজ রোববারের মধ্যে পদত্যাগের দাবিতে দুপুর আড়াইটায় সর্বদলীয় ঐক্যের ডাক দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা
৪ ঘণ্টা আগেভারতীয় বিলিয়নিয়ার গৌতম আদানির সঙ্গে টোটালএনার্জির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আদানি এখন ঘুষ কেলেঙ্কারিতে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিযুক্ত। এতে টোটালএনার্জির সামনে নতুন চ্যালেঞ্জ হাজির হয়েছে।
১০ ঘণ্টা আগেগত ১৫ বছরে দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ৮ বিমানবন্দর ঘিরে নেওয়া হয় ১৫টি উন্নয়ন প্রকল্প। যাত্রীধারণ সক্ষমতা বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে নেওয়া এসব প্রকল্পে ব্যয় ধরা ছিল প্রায় ৩২ হাজার কোটি টাকা। তবে নকশায় ভুল, সংযোজন-বিয়োজনসহ নানা কারণে কাজ শুধু পিছিয়েই গেছে। এতে দফায় দফায় বেড়েছে ব্যয়।
১০ ঘণ্টা আগে