নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আট বছরে পদার্পণ করেছে অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ। এ উপলক্ষে বিশেষ বর্ষপূর্তি ক্যাম্পেইন নিয়ে এসেছে তারা। ক্যাম্পেইনটি চলবে ৪ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে ক্যাম্পেইনটির উদ্বোধন করা হয়।
সংবাদ সম্মেলনে দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদুল হক বলেন, ‘দেশব্যাপী দারাজের অগণিত ক্রেতা ও সহযোগীদের প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে বর্ষপূর্তি ক্যাম্পেইন আয়োজন করা হচ্ছে। ক্যাম্পেইনের স্লোগান হচ্ছে—৮ বছরের অফুরান উল্লাস ধন্যবাদ, বাংলাদেশ।’
মাত্র পাঁচজন কর্মী এবং একটি ওয়েবসাইট নিয়ে আট বছর আগে যাত্রা শুরু দারাজের। ৭০ লাখের বেশি ক্রেতা এবং ৪১ হাজার বিক্রেতা নিয়ে দারাজ এখন দেশের প্রথম সারির ই-কমার্স প্ল্যাটফর্ম।
প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা তাজদীন হাসান বলেন, দারাজের সফলতার পেছনে রয়েছে দেশজুড়ে অসংখ্য ক্রেতা-বিক্রেতা,
সহযোগী ও শুভানুধ্যায়ীদের ভালোবাসা ও সহযোগিতা। তাদের এই সহযোগিতাকে স্মরণীয় করে রাখতে আট বছর পূর্তির এই ক্যাম্পেইনের আয়োজন করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দারাজ বাংলাদেশের প্রধান পরিচালন কর্মকর্তা খন্দকার তাসফিন আলম, প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সাব্বির হোসাইন।
দারাজের বর্ষপূর্তি ক্যাম্পেইনের অফারগুলোর মধ্যে রয়েছে ব্র্যান্ড-ফ্রি শিপিং, মিস্ট্রি বক্স, ফ্ল্যাশ সেলস, হট ডিলস ও মেগা ডিলস। এ ছাড়া ক্যাম্পেইনে দেওয়া হচ্ছে ১৫ হাজার টাকা পর্যন্ত ছাড়ের সুযোগ, গেমিফিকেশন গিভঅ্যাওয়ে, ভাউচার, পেমেন্ট অফার, নিউ ইউজার গিফট, ফ্ল্যাশ পাজল চ্যালেঞ্জ, এক্সক্লুসিভ লঞ্চ এবং বিশেষ ইএমআই সুবিধা।
ক্যাম্পেইনটির সহযোগী স্পনসর হিসেবে আছে ডেটল, বাটা, ওরাইমো গ্লোবাল, স্টুডিও এক্স, রিয়েলমি, সিঙ্গার, শাওমি ও লোটো।
ব্র্যান্ড পার্টনার হিসেবে আছে ফ্যাব্রিলাইফ, মোশন ভিউ, লিভিং টেক্স, মটোরোলা, ইনফিনিক্স, রিবানা, ম্যাসকিউলিন, গোদরেজ, হাইয়ার, প্যারাসুট ন্যাচরাল, ফার্নিকম ও স্কেয়িন। এ ছাড়া, ইভেন্ট পার্টনার হিসেবে আছে জায়নাক্স হেলথ, লেভিশ বুটিক স্যালন, নাহিলা হেদায়েতের প্রিভে, গালা মেইকওভার অ্যান্ড স্যালন, আনিকা বুশরার স্প্লেন্ডর এবং এশা রুশদির পাউডার রুম।
আট বছরে পদার্পণ করেছে অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ। এ উপলক্ষে বিশেষ বর্ষপূর্তি ক্যাম্পেইন নিয়ে এসেছে তারা। ক্যাম্পেইনটি চলবে ৪ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে ক্যাম্পেইনটির উদ্বোধন করা হয়।
সংবাদ সম্মেলনে দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদুল হক বলেন, ‘দেশব্যাপী দারাজের অগণিত ক্রেতা ও সহযোগীদের প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে বর্ষপূর্তি ক্যাম্পেইন আয়োজন করা হচ্ছে। ক্যাম্পেইনের স্লোগান হচ্ছে—৮ বছরের অফুরান উল্লাস ধন্যবাদ, বাংলাদেশ।’
মাত্র পাঁচজন কর্মী এবং একটি ওয়েবসাইট নিয়ে আট বছর আগে যাত্রা শুরু দারাজের। ৭০ লাখের বেশি ক্রেতা এবং ৪১ হাজার বিক্রেতা নিয়ে দারাজ এখন দেশের প্রথম সারির ই-কমার্স প্ল্যাটফর্ম।
প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা তাজদীন হাসান বলেন, দারাজের সফলতার পেছনে রয়েছে দেশজুড়ে অসংখ্য ক্রেতা-বিক্রেতা,
সহযোগী ও শুভানুধ্যায়ীদের ভালোবাসা ও সহযোগিতা। তাদের এই সহযোগিতাকে স্মরণীয় করে রাখতে আট বছর পূর্তির এই ক্যাম্পেইনের আয়োজন করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দারাজ বাংলাদেশের প্রধান পরিচালন কর্মকর্তা খন্দকার তাসফিন আলম, প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সাব্বির হোসাইন।
দারাজের বর্ষপূর্তি ক্যাম্পেইনের অফারগুলোর মধ্যে রয়েছে ব্র্যান্ড-ফ্রি শিপিং, মিস্ট্রি বক্স, ফ্ল্যাশ সেলস, হট ডিলস ও মেগা ডিলস। এ ছাড়া ক্যাম্পেইনে দেওয়া হচ্ছে ১৫ হাজার টাকা পর্যন্ত ছাড়ের সুযোগ, গেমিফিকেশন গিভঅ্যাওয়ে, ভাউচার, পেমেন্ট অফার, নিউ ইউজার গিফট, ফ্ল্যাশ পাজল চ্যালেঞ্জ, এক্সক্লুসিভ লঞ্চ এবং বিশেষ ইএমআই সুবিধা।
ক্যাম্পেইনটির সহযোগী স্পনসর হিসেবে আছে ডেটল, বাটা, ওরাইমো গ্লোবাল, স্টুডিও এক্স, রিয়েলমি, সিঙ্গার, শাওমি ও লোটো।
ব্র্যান্ড পার্টনার হিসেবে আছে ফ্যাব্রিলাইফ, মোশন ভিউ, লিভিং টেক্স, মটোরোলা, ইনফিনিক্স, রিবানা, ম্যাসকিউলিন, গোদরেজ, হাইয়ার, প্যারাসুট ন্যাচরাল, ফার্নিকম ও স্কেয়িন। এ ছাড়া, ইভেন্ট পার্টনার হিসেবে আছে জায়নাক্স হেলথ, লেভিশ বুটিক স্যালন, নাহিলা হেদায়েতের প্রিভে, গালা মেইকওভার অ্যান্ড স্যালন, আনিকা বুশরার স্প্লেন্ডর এবং এশা রুশদির পাউডার রুম।
আট দিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম নতুন রেকর্ড গড়ল। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ায় মূল্যমান ধাতুটির দাম বাড়ানো হয়েছে।
১ ঘণ্টা আগেবাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা বলেছেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর পাচার হওয়া অর্থ ফেরতের প্রক্রিয়া দ্রুত শেষ করতে নির্দেশ দিয়েছেন। বিগত সময়ে বিভিন্নভাবে দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল বুধবার সাংবাদিক
২ ঘণ্টা আগেযশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা হয়েছে আরও ২ লাখ ৩১ হাজার ৮৪০ ডিম। গতকাল বুধবার দুপুরে ডিমের এ চালানটি কাস্টমস থেকে ছাড় করান আমদানিকারক হাইড্রোল্যান্ড সল্যুশন।
২ ঘণ্টা আগেপুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে অন্তর্বর্তী সরকার কাজ করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ বুধবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
৫ ঘণ্টা আগে