বিজ্ঞপ্তি
রাজধানীর বনানীতে গতকাল রোববার ‘ভুটান আউটলেট’ উদ্বোধন করেছে স্টেট ট্রেডিং করপোরেশন অব ভুটান লিমিটেড (এসটিসিবিএল)। ভুটানের বিভিন্ন পণ্য এই আউটলেটে সরবরাহ করার উদ্দেশ্যে এর উদ্বোধন করা হয়েছে।
আউটলেটটি যৌথভাবে উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল ও এসটিসিবিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা শেরিং ওয়াংচুক। এ সময় রাষ্ট্রদূত/হাইকমিশনার, কূটনীতিক, বাংলাদেশ সরকারের কর্মকর্তা, বিভিন্ন ব্যবসায়ী ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।
ভুটান আউটলেট কেবলমাত্র ভুটানে উৎপাদিত ফল ও খাদ্য পণ্য, পানীয়, বোতলজাত জল, সংগ্রহযোগ্য ভুটানি পোস্টেজ স্ট্যাম্প, বইসহ বিভিন্ন সামগ্রী সরবরাহ করবে। শুধুমাত্র ব্যবসা নয় আউটলেটটির লক্ষ্য ভুটানি পণ্যের জন্য একটি উপযুক্ত গন্তব্যস্থল, যা ব্র্যান্ড ভুটানকে প্রচার করবে, আন্তর্জাতিক বাজারে বর্ধিত অ্যাকসেস পেতে ভুটানকে সহায়তা করবে। এ ছাড়া ভুটান ও বাংলাদেশের মধ্যে ব্যবসা এবং জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধি করবে বলে সংশ্লিষ্টদের আশা।
ভুটানের আদিম পরিবেশে প্রাকৃতিকভাবে জন্মানো এবং উৎপাদিত ১৪০ টিরও বেশি আইটেম আউটলেটে বিক্রয়ের জন্য আপাতত রয়েছে। আগামী দিনে, এসটিসিবিএল আরও বেশি ও ভিন্ন রকমের প্রোডাক্ট নিয়ে কাজ করবে এবং ইতিমধ্যেই এর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন ভুটান আউটলেটের বাংলাদেশের ম্যানেজার নোয়েল পাণ্ডে। ভুটান আউটলেট এসটিসিবিএলের ঢাকায় শাখা অফিস দ্বারা পরিচালিত ও পরিচালিত হবে।
নোয়েল পাণ্ডে বলেন, ‘সেঞ্চুরি ট্রেড সেন্টার, বিল্ডিং নম্বর ২৩, রোড নম্বর ১৭, বনানী ঠিকানায় ভুটান আউটলেটে আমরা সবাইকে স্বাগত জানাই। ভুটানের হিমালয় রাজ্য থেকে বাংলাদেশের বিচক্ষণ গ্রাহকদের বিস্তৃত প্রাকৃতিক পণ্য সরবরাহ করার পাশাপাশি, আউটলেটটি তার দর্শকদের ভুটানের কালজয়ী ঐতিহ্য, অনন্য সংস্কৃতি এবং গ্রস ন্যাশনাল হ্যাপিনেসের স্থায়ী চেতনার অন্বেষণ ও অভিজ্ঞতার সুযোগও দেবে এর খাঁটি ভুটানি পণ্যের মাধ্যমে।’
রাজধানীর বনানীতে গতকাল রোববার ‘ভুটান আউটলেট’ উদ্বোধন করেছে স্টেট ট্রেডিং করপোরেশন অব ভুটান লিমিটেড (এসটিসিবিএল)। ভুটানের বিভিন্ন পণ্য এই আউটলেটে সরবরাহ করার উদ্দেশ্যে এর উদ্বোধন করা হয়েছে।
আউটলেটটি যৌথভাবে উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল ও এসটিসিবিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা শেরিং ওয়াংচুক। এ সময় রাষ্ট্রদূত/হাইকমিশনার, কূটনীতিক, বাংলাদেশ সরকারের কর্মকর্তা, বিভিন্ন ব্যবসায়ী ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।
ভুটান আউটলেট কেবলমাত্র ভুটানে উৎপাদিত ফল ও খাদ্য পণ্য, পানীয়, বোতলজাত জল, সংগ্রহযোগ্য ভুটানি পোস্টেজ স্ট্যাম্প, বইসহ বিভিন্ন সামগ্রী সরবরাহ করবে। শুধুমাত্র ব্যবসা নয় আউটলেটটির লক্ষ্য ভুটানি পণ্যের জন্য একটি উপযুক্ত গন্তব্যস্থল, যা ব্র্যান্ড ভুটানকে প্রচার করবে, আন্তর্জাতিক বাজারে বর্ধিত অ্যাকসেস পেতে ভুটানকে সহায়তা করবে। এ ছাড়া ভুটান ও বাংলাদেশের মধ্যে ব্যবসা এবং জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধি করবে বলে সংশ্লিষ্টদের আশা।
ভুটানের আদিম পরিবেশে প্রাকৃতিকভাবে জন্মানো এবং উৎপাদিত ১৪০ টিরও বেশি আইটেম আউটলেটে বিক্রয়ের জন্য আপাতত রয়েছে। আগামী দিনে, এসটিসিবিএল আরও বেশি ও ভিন্ন রকমের প্রোডাক্ট নিয়ে কাজ করবে এবং ইতিমধ্যেই এর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন ভুটান আউটলেটের বাংলাদেশের ম্যানেজার নোয়েল পাণ্ডে। ভুটান আউটলেট এসটিসিবিএলের ঢাকায় শাখা অফিস দ্বারা পরিচালিত ও পরিচালিত হবে।
নোয়েল পাণ্ডে বলেন, ‘সেঞ্চুরি ট্রেড সেন্টার, বিল্ডিং নম্বর ২৩, রোড নম্বর ১৭, বনানী ঠিকানায় ভুটান আউটলেটে আমরা সবাইকে স্বাগত জানাই। ভুটানের হিমালয় রাজ্য থেকে বাংলাদেশের বিচক্ষণ গ্রাহকদের বিস্তৃত প্রাকৃতিক পণ্য সরবরাহ করার পাশাপাশি, আউটলেটটি তার দর্শকদের ভুটানের কালজয়ী ঐতিহ্য, অনন্য সংস্কৃতি এবং গ্রস ন্যাশনাল হ্যাপিনেসের স্থায়ী চেতনার অন্বেষণ ও অভিজ্ঞতার সুযোগও দেবে এর খাঁটি ভুটানি পণ্যের মাধ্যমে।’
এবার জিএম পদে নিয়োগের জন্য ২৫৮ জনের সাক্ষাৎকার আগামীকাল বুধবার শেষ হবে। পদোন্নতি পেয়ে স্ব স্ব প্রতিষ্ঠানের জিএম হিসেবে পদায়নের দাবি জানিয়েছেন তাঁরা।
১ ঘণ্টা আগেগ্রাহকের আস্থা ফেরানোর লক্ষ্যে দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল সোমবার ৫টি দুর্বল ব্যাংককে ভল্ট থেকে সাড়ে ১৮ হাজার কোটি কোটি সহায়তা দেওয়া হয়েছে। পরদিন আজ মঙ্গলবার আরও দুই ব্যাংক পেয়েছে আড়াই হাজার কোটি টাকা।
১ ঘণ্টা আগেবিদেশি কোম্পানির লভ্যাংশ বিদেশে প্রত্যাবাসন নিয়ে কর্মশালা করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা)। আজ মঙ্গলবার ‘বিদেশি কোম্পানির লভ্যাংশ বিদেশে প্রত্যাবাসন, শেয়ার হস্তান্তর ও বিক্রয়লব্ধ মূল্য প্রত্যাবাসন, ব্যবসা গোটানোর ক্ষেত্রে অবশিষ্ট অর্থ প্রত্যাবাসন এবং সিআইবি তথ্য সংশোধন’ শীর্ষক এই কর্
২ ঘণ্টা আগেআগামী ১৫ দিনের মধ্যে মুরগির বাচ্চার সিন্ডিকেট ভাঙা না হলে প্রান্তিক খামার বন্ধ হয়ে যাবে। মুরগির বাচ্চা অতিরিক্ত মূল্যে বিক্রি করে প্রান্তিক খামারিদের কাছ থেকে দৈনিক ৯ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে চক্রটি বলে অভিযোগ করেছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)।
৩ ঘণ্টা আগে