২০২৪ সালে আমাদের সর্বাধিক অগ্রাধিকার শিক্ষক প্রশিক্ষণ: উপাচার্য ড. মশিউর রহমান

বিজ্ঞপ্তি
প্রকাশ : ০৪ মে ২০২৪, ১৯: ৩৮
আপডেট : ০৪ মে ২০২৪, ২০: ৪৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান বলেছেন, ‘কোভিডের পর পৃথিবী শান্ত হবে ভেবেছিলাম। প্রকৃতিকে আমরা ভালোবাসব, বিশ্ব আর কোনো যুদ্ধ দেখবে না। কিন্তু আমরা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দেখেছি। আমরা দেখেছি ফিলিস্তিনে মানুষের ওপর হামলা করছে ইসরাইল। এর প্রতিবাদে পশ্চিমা বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ হচ্ছে। নিপীড়ন ও বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের কথা বলতে হচ্ছে। আমরা আধুনিকতার ছোঁয়ায় শিল্পায়িত সমাজ দেখছি ঠিকই, কিন্তু সভ্যতাকে হারিয়ে ফেলছি। সামাজিক মূল্যবোধ এবং মানবিকতার অগ্রগতিকে নিশ্চিত করতে পারছি না। এ কারণে প্রাচ্যের যে নিজস্ব শক্তি রয়েছে, সেই শক্তির নিরিখে আমাদের শিক্ষাব্যবস্থাকে গড়ে তুলতে হবে।’ 

আজ শনিবার বিকেলে অনলাইন প্ল্যাটফর্ম জুম অ্যাপের মাধ্যমে কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের (সিইডিপি) অধীন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণের ৪২ ও ৪৩তম ব্যাচের আটটি বিষয়ের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য ড. মশিউর রহমান। 

দেশের প্রথিতযশা সমাজবিজ্ঞানী ড. মশিউর রহমান বলেন, ‘২০২৪ সালে আমাদের সর্বাধিক অগ্রাধিকার শিক্ষক প্রশিক্ষণ। এর মধ্য দিয়ে শিক্ষার্থীরাও উপকৃত হবে। আমরা লক্ষ করছি, কলেজগুলোতে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যাচ্ছে। এটি কোনোভাবেই কাম্য নয়। ওই সব শিক্ষার্থীর ক্লাসরুমে ফিরিয়ে এনে মানসম্মত শিক্ষা দিয়ে উচ্চশিক্ষার লক্ষ্য অর্জন করতে হবে। গুণগত শিক্ষার সঙ্গে আপস করা যাবে না। আমাদের এখন লক্ষ্য শিক্ষার মান সমুন্নত রাখা। আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে এখনো পৌঁছাতে পারিনি। কিন্তু আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত