বিজ্ঞপ্তি
স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্র্যান্ড মেরিল বেবির পৃষ্ঠপোষকতায় ‘বর্ণমেলা’ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স প্রাঙ্গণে প্রথম আলো আয়োজনে এই অনুষ্ঠান হয়। এতে মেরিল বেবির পাশাপাশি সহযোগিতায় ছিল স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের আরও দুই ব্র্যান্ড সুপার মম ও সেপনিল।
এবারের বর্ণমেলায় বরাবরের মতোই শিশুদের জন্য উপযোগী খেলাধুলা, সাংস্কৃতিক আয়োজন, বিভিন্ন প্রতিযোগিতাসহ ছিল বর্ণাঢ্য সব আয়োজন। বাংলা ভাষা ও নতুন প্রজন্মের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে, বাংলা বর্ণ শেখাকে মজায় মজায় আরও উপভোগ্য করে তুলতে মেরিল বেবির বর্ণিল বর্ণ স্টলে ছিল ‘বর্ণ শিখি বর্ণ রং করি’ কার্যক্রম। এ ছাড়া শিশুদের সময়কে আরও রঙিন করতে ছিল ‘পাজ্ল মেলাও ছবি বানাও’ খেলা।
শিশুদের নিয়ে স্টলে আসা মা-বাবারা মেরিল বেবির ‘আদরে গড়া ভবিষ্যৎ’ কার্যক্রমটির সঙ্গে পরিচিত আছেন আগে থেকেই। এবারও তাঁরা নিজের সন্তানকে নিয়ে ভবিষ্যৎ ভাবনা শেয়ার করেছেন ‘আদরে গড়া ভবিষ্যৎ’ এর বুথে এসে। ১০ লাখ টাকার শিক্ষাবিমার উদ্যোগটিকে তারা ভূয়সী প্রশংসা করেছেন। তা ছাড়াও বাচ্চারা গিফট হ্যাম্পার পেয়ে খুবই আনন্দিত হয়েছে।
সেপনিল ‘আমার বর্ণ আমার হাতে’ স্টলে এসে শিশুরা নিজেদের পছন্দমতো বর্ণগুলো মাটি দিয়ে নিজেরাই তৈরি করেছে, পাশাপাশি রংও করেছে। তাই নয় সেগুলো তারা সঙ্গে করে নিয়েও গেছে ঘর সাজানোর জন্য। বরাবরের মতো হাত ধোয়ার প্রয়োজনীয়তা, উপকারিতা ও সঠিক নিয়মাবলি শেখানো নিয়ে সেপনিলের ছিল আয়োজন।
বর্ণমেলায় প্রতিবারের মতো এবারও ছিল সবার প্রিয় সুপারমমের বাড়ি। নবজাতক ও তাদের মায়েদের সুবিধার্থে যেখানে সব সময় থাকে ব্রেস্ট ফিডিং কর্নার, ডায়াপার পাল্টানোর সুব্যবস্থা। এ ছাড়া বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে সম্পূর্ণ বিনা মূল্যে বাবুর স্বাস্থ্য সম্পর্কে পরামর্শ নেওয়ার সুযোগ মায়েদের চিন্তামুক্ত রাখে মেলাজুড়ে ও তারপরেও।
এবারের বর্ণমেলার মূল প্রতিপাদ্য ছিল ‘বর্ণমেলায় এসো, রূপকথায় ভাসো’। দিনব্যাপী বর্ণমেলা’র এই আয়োজনে ছিল বর্ণ প্রদর্শনী, বর্ণ মুখোশ, বর্ণ প্রযুক্তি, বর্ণ আঁকা, মস্ত বর্ণ, বিজ্ঞান বাক্স, নাগরদোলা, সিসিমপুর, গুফি ওয়ার্ল্ড-সহ বর্ণ নিয়ে নানা আয়োজন, আর এই সবই রূপকথার জগৎকে ঘিরে। তবে মূল আকর্ষণ ছিল রূপকথার চরিত্রের অবলম্বনে শিশুদের যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা। শিশুরাও মনের আনন্দে ডালিম কুমার, শুয়োরাণী-দুয়োরাণী ও চাঁদের বুড়ি সেজে অংশগ্রহণ করেছে। পুরো মেলা প্রাঙ্গণ ছিল কচি-কাচাদের কোলাহলে পূর্ণ।
স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং জেসমিন জামান বলেন, ‘বাংলা ভাষার প্রতি পরবর্তী প্রজন্মের আগ্রহ ও ভালোবাসা বাড়ানোর ভাবনা থেকেই প্রথম আলোর উদ্যোগে বর্ণমেলার পৃষ্ঠপোষক হিসেবে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্র্যান্ড মেরিল বেবি কাজ করে যাচ্ছে।’
এবারের বর্ণমেলার ভিন্নধর্মী আয়োজন ও দিনব্যাপী উৎসবমুখর পরিবেশ দারুণ উপভোগ করেছে মেলায় আসা সকল শিশু এবং তাদের অভিভাবকেরা।
স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্র্যান্ড মেরিল বেবির পৃষ্ঠপোষকতায় ‘বর্ণমেলা’ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স প্রাঙ্গণে প্রথম আলো আয়োজনে এই অনুষ্ঠান হয়। এতে মেরিল বেবির পাশাপাশি সহযোগিতায় ছিল স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের আরও দুই ব্র্যান্ড সুপার মম ও সেপনিল।
এবারের বর্ণমেলায় বরাবরের মতোই শিশুদের জন্য উপযোগী খেলাধুলা, সাংস্কৃতিক আয়োজন, বিভিন্ন প্রতিযোগিতাসহ ছিল বর্ণাঢ্য সব আয়োজন। বাংলা ভাষা ও নতুন প্রজন্মের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে, বাংলা বর্ণ শেখাকে মজায় মজায় আরও উপভোগ্য করে তুলতে মেরিল বেবির বর্ণিল বর্ণ স্টলে ছিল ‘বর্ণ শিখি বর্ণ রং করি’ কার্যক্রম। এ ছাড়া শিশুদের সময়কে আরও রঙিন করতে ছিল ‘পাজ্ল মেলাও ছবি বানাও’ খেলা।
শিশুদের নিয়ে স্টলে আসা মা-বাবারা মেরিল বেবির ‘আদরে গড়া ভবিষ্যৎ’ কার্যক্রমটির সঙ্গে পরিচিত আছেন আগে থেকেই। এবারও তাঁরা নিজের সন্তানকে নিয়ে ভবিষ্যৎ ভাবনা শেয়ার করেছেন ‘আদরে গড়া ভবিষ্যৎ’ এর বুথে এসে। ১০ লাখ টাকার শিক্ষাবিমার উদ্যোগটিকে তারা ভূয়সী প্রশংসা করেছেন। তা ছাড়াও বাচ্চারা গিফট হ্যাম্পার পেয়ে খুবই আনন্দিত হয়েছে।
সেপনিল ‘আমার বর্ণ আমার হাতে’ স্টলে এসে শিশুরা নিজেদের পছন্দমতো বর্ণগুলো মাটি দিয়ে নিজেরাই তৈরি করেছে, পাশাপাশি রংও করেছে। তাই নয় সেগুলো তারা সঙ্গে করে নিয়েও গেছে ঘর সাজানোর জন্য। বরাবরের মতো হাত ধোয়ার প্রয়োজনীয়তা, উপকারিতা ও সঠিক নিয়মাবলি শেখানো নিয়ে সেপনিলের ছিল আয়োজন।
বর্ণমেলায় প্রতিবারের মতো এবারও ছিল সবার প্রিয় সুপারমমের বাড়ি। নবজাতক ও তাদের মায়েদের সুবিধার্থে যেখানে সব সময় থাকে ব্রেস্ট ফিডিং কর্নার, ডায়াপার পাল্টানোর সুব্যবস্থা। এ ছাড়া বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে সম্পূর্ণ বিনা মূল্যে বাবুর স্বাস্থ্য সম্পর্কে পরামর্শ নেওয়ার সুযোগ মায়েদের চিন্তামুক্ত রাখে মেলাজুড়ে ও তারপরেও।
এবারের বর্ণমেলার মূল প্রতিপাদ্য ছিল ‘বর্ণমেলায় এসো, রূপকথায় ভাসো’। দিনব্যাপী বর্ণমেলা’র এই আয়োজনে ছিল বর্ণ প্রদর্শনী, বর্ণ মুখোশ, বর্ণ প্রযুক্তি, বর্ণ আঁকা, মস্ত বর্ণ, বিজ্ঞান বাক্স, নাগরদোলা, সিসিমপুর, গুফি ওয়ার্ল্ড-সহ বর্ণ নিয়ে নানা আয়োজন, আর এই সবই রূপকথার জগৎকে ঘিরে। তবে মূল আকর্ষণ ছিল রূপকথার চরিত্রের অবলম্বনে শিশুদের যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা। শিশুরাও মনের আনন্দে ডালিম কুমার, শুয়োরাণী-দুয়োরাণী ও চাঁদের বুড়ি সেজে অংশগ্রহণ করেছে। পুরো মেলা প্রাঙ্গণ ছিল কচি-কাচাদের কোলাহলে পূর্ণ।
স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং জেসমিন জামান বলেন, ‘বাংলা ভাষার প্রতি পরবর্তী প্রজন্মের আগ্রহ ও ভালোবাসা বাড়ানোর ভাবনা থেকেই প্রথম আলোর উদ্যোগে বর্ণমেলার পৃষ্ঠপোষক হিসেবে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্র্যান্ড মেরিল বেবি কাজ করে যাচ্ছে।’
এবারের বর্ণমেলার ভিন্নধর্মী আয়োজন ও দিনব্যাপী উৎসবমুখর পরিবেশ দারুণ উপভোগ করেছে মেলায় আসা সকল শিশু এবং তাদের অভিভাবকেরা।
বিদেশি কোম্পানির লভ্যাংশ বিদেশে প্রত্যাবাসন নিয়ে কর্মশালা করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা)। আজ মঙ্গলবার ‘বিদেশি কোম্পানির লভ্যাংশ বিদেশে প্রত্যাবাসন, শেয়ার হস্তান্তর ও বিক্রয়লব্ধ মূল্য প্রত্যাবাসন, ব্যবসা গোটানোর ক্ষেত্রে অবশিষ্ট অর্থ প্রত্যাবাসন এবং সিআইবি তথ্য সংশোধন’ শীর্ষক এই কর্
২৪ মিনিট আগেআগামী ১৫ দিনের মধ্যে মুরগির বাচ্চার সিন্ডিকেট ভাঙা না হলে প্রান্তিক খামার বন্ধ হয়ে যাবে। মুরগির বাচ্চা অতিরিক্ত মূল্যে বিক্রি করে প্রান্তিক খামারিদের কাছ থেকে দৈনিক ৯ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে চক্রটি বলে অভিযোগ করেছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)।
১ ঘণ্টা আগেএলডিসি গ্র্যাজুয়েশন (স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ) প্রক্রিয়াকে টেকসই করতে স্থানীয় শিল্পের সক্ষমতা বৃদ্ধির জন্য জাতিসংঘের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।
২ ঘণ্টা আগেব্যাংক এশিয়া প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৩ ঘণ্টা আগে