নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ব্র্যাক ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল কেস কনফারেন্স অন বিজনেস ম্যানেজমেন্ট (আইসিসিবিএম) অনুষ্ঠিত হয়েছে। কনফারেন্সটি ব্র্যাক ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে। এর প্রতিপাদ্য বিষয় ছিল ‘এন্টারপ্রাইজ, প্র্যাকটিস অ্যান্ড লিডারশিপ ইন ইমার্জিং ইকোনোমিকস’।
বৃহস্পতিবার (২৭ জুলাই) ব্র্যাক ইউনিভার্সিটির অফিস অব কমিউনিকেশন্স থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিধির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘ব্যবসায়ী নেতৃবৃন্দকে সমস্যা সমাধানকারী হতে হবে। তাই কেসস্টাডি–ভিত্তিক শিক্ষা প্রসারে ব্র্যাক ইউনিভার্সিটির এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। কেস স্টাডিজ শিক্ষক এবং শিক্ষার্থীদের গবেষণা কাজে উৎসাহিত করার জন্য একটি চমৎকার উপায়।’
উদ্বোধন অনুষ্ঠানে ভিডিওবার্তার মাধ্যমে বক্তব্য দেন ব্র্যাক ইউনিভার্সিটির প্রো ভাইস-চ্যান্সেলর এবং ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক সৈয়দ মাহফুজুল আজিজ। তিনি বলেন, ‘স্যার আবেদ দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে, শিক্ষা হলো মানুষের জীবনে উন্নতি এবং টেকসই পরিবর্তন আনার অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার।’
ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্ট্রিজের চেয়ারপারসন তামারা হাসান আবেদ তাঁর বক্তব্যে ইন্ড্রাস্টি-অ্যাকাডেমিয়ার সহযোগিতার ক্ষেত্রে এই কনফারেন্সকে অত্যন্ত একটি কার্যকর পদক্ষেপ বলে উল্লেখ করেন। এই কনফারেন্সে বিভিন্ন শিল্পের সম্পৃক্ততা অত্যন্ত আশা জাগানিয়া বলেও মন্তব্য করেন তিনি।
কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘অবকাঠামো ও সেবাসমূহের পরিবর্তন জলবায়ু ও পরিবেশ সংরক্ষণের মতোই সমান গুরুত্বপূর্ণ।’
মোট ৫৮টি কেস এই কনফারেন্সের জন্য নির্বাচিত করা হয়। যার বেশিরভাই স্থানীয় ব্যবসার বাস্তব ঘটনাবলীর ওপর রচিত। এর মধ্যে দুটি কেস ছিল দৃষ্টান্ত স্থাপনকারী। একটি কেসে ব্র্যাক এবং ব্র্যাক ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলোর ওপর আলোকপাত করা হয়েছে এবং অন্যটিতে অবকাঠামো ও সেবাসমূহের উল্লেখযোগ্য পরিবর্তনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের নেতৃত্বের ভূমিকা তুলে ধরা হয়।
কনফারেন্সে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার। উদ্বোধনী অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন ব্র্যাক বিজনেস স্কুলের ভারপ্রাপ্ত ডিন ড. মোহাম্মদ মুজিবুল হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ, ব্র্যাক ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক মাহবুব রহমান, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস-এর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ইমরান রহমান, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোমিনুল ইসলাম, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের হেড অব ইনভেস্টমেন্ট স্ট্রাটেজি অ্যান্ড অরগানাইজেশনাল রিস্ক ম্যানেজমেন্টের হেড আনিকা মফিজ প্রমুখ।
ব্র্যাক ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল কেস কনফারেন্স অন বিজনেস ম্যানেজমেন্ট (আইসিসিবিএম) অনুষ্ঠিত হয়েছে। কনফারেন্সটি ব্র্যাক ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে। এর প্রতিপাদ্য বিষয় ছিল ‘এন্টারপ্রাইজ, প্র্যাকটিস অ্যান্ড লিডারশিপ ইন ইমার্জিং ইকোনোমিকস’।
বৃহস্পতিবার (২৭ জুলাই) ব্র্যাক ইউনিভার্সিটির অফিস অব কমিউনিকেশন্স থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিধির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘ব্যবসায়ী নেতৃবৃন্দকে সমস্যা সমাধানকারী হতে হবে। তাই কেসস্টাডি–ভিত্তিক শিক্ষা প্রসারে ব্র্যাক ইউনিভার্সিটির এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। কেস স্টাডিজ শিক্ষক এবং শিক্ষার্থীদের গবেষণা কাজে উৎসাহিত করার জন্য একটি চমৎকার উপায়।’
উদ্বোধন অনুষ্ঠানে ভিডিওবার্তার মাধ্যমে বক্তব্য দেন ব্র্যাক ইউনিভার্সিটির প্রো ভাইস-চ্যান্সেলর এবং ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক সৈয়দ মাহফুজুল আজিজ। তিনি বলেন, ‘স্যার আবেদ দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে, শিক্ষা হলো মানুষের জীবনে উন্নতি এবং টেকসই পরিবর্তন আনার অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার।’
ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্ট্রিজের চেয়ারপারসন তামারা হাসান আবেদ তাঁর বক্তব্যে ইন্ড্রাস্টি-অ্যাকাডেমিয়ার সহযোগিতার ক্ষেত্রে এই কনফারেন্সকে অত্যন্ত একটি কার্যকর পদক্ষেপ বলে উল্লেখ করেন। এই কনফারেন্সে বিভিন্ন শিল্পের সম্পৃক্ততা অত্যন্ত আশা জাগানিয়া বলেও মন্তব্য করেন তিনি।
কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘অবকাঠামো ও সেবাসমূহের পরিবর্তন জলবায়ু ও পরিবেশ সংরক্ষণের মতোই সমান গুরুত্বপূর্ণ।’
মোট ৫৮টি কেস এই কনফারেন্সের জন্য নির্বাচিত করা হয়। যার বেশিরভাই স্থানীয় ব্যবসার বাস্তব ঘটনাবলীর ওপর রচিত। এর মধ্যে দুটি কেস ছিল দৃষ্টান্ত স্থাপনকারী। একটি কেসে ব্র্যাক এবং ব্র্যাক ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলোর ওপর আলোকপাত করা হয়েছে এবং অন্যটিতে অবকাঠামো ও সেবাসমূহের উল্লেখযোগ্য পরিবর্তনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের নেতৃত্বের ভূমিকা তুলে ধরা হয়।
কনফারেন্সে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার। উদ্বোধনী অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন ব্র্যাক বিজনেস স্কুলের ভারপ্রাপ্ত ডিন ড. মোহাম্মদ মুজিবুল হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ, ব্র্যাক ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক মাহবুব রহমান, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস-এর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ইমরান রহমান, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোমিনুল ইসলাম, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের হেড অব ইনভেস্টমেন্ট স্ট্রাটেজি অ্যান্ড অরগানাইজেশনাল রিস্ক ম্যানেজমেন্টের হেড আনিকা মফিজ প্রমুখ।
অত্যাধুনিক সুবিধা নিয়ে চালু হয়েছে বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল, যা সেবা ও বাণিজ্যে নতুন মাত্রা যোগ করার পাশাপাশি যানজট ও পণ্যজট নিরসনে কার্যকর ভূমিকা রাখছে। ১৪ নভেম্বর এটি উদ্বোধন করেন নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। ১৮ নভেম্বর থেকে টার্মিনালের কার্যক্রম শুরু হয়।
৩১ মিনিট আগেবাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সদস্যদের জামানতবিহীন ঋণ সুবিধা দেওয়ার উদ্দেশ্যে ব্র্যাক ব্যাংক এবং বেসিস-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই উদ্যোগ বাংলাদেশের আইসিটি খাতের উন্নয়ন ও উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
২ ঘণ্টা আগেদেশে গত বোরো মৌসুমের পরই বাড়তে থাকে চালের দাম। ক্রেতাদের আশা ছিল, আমন মৌসুম শুরু হলে দাম কমবে। কিন্তু আশা দুরাশাই রয়ে গেছে এখন পর্যন্ত। মোকামে আমন ধান আসতে শুরু করলেও চালের বাজারে খুব একটা প্রভাব নেই। শুধু তা-ই নয়, সরকার চাল আমদানির অনুমতি দিয়েও পণ্যটির দাম কমিয়ে আনতে পারছে না।
৩ ঘণ্টা আগেআসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে খেজুর আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার। পাশাপাশি রোজার ইফতারির অন্যতম অনুষঙ্গ এই পণ্যের ওপর থাকা অগ্রিম করও পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। সরকারের নির্দেশে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে। তবে খেজুর আমদানির অযৌক্তিক ট্যারিফ ভ্যালু...
১২ ঘণ্টা আগে