Ajker Patrika

নতুন ঠিকানায় এক্সিম ব্যাংকের সিইপিজেড শাখা

বিজ্ঞপ্তি
নতুন ঠিকানায় এক্সিম ব্যাংকের সিইপিজেড শাখা

উন্নত, আধুনিক ও সময়োপযোগী গ্রাহক সেবা দিতে এক্সিম ব্যাংকের সিইপিজেড শাখা আরও বড় পরিসরে নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে। গত শনিবার চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোনের কমার্শিয়াল কমপ্লেক্সে নতুন ঠিকানায় এই উদ্বোধন অনুষ্ঠান হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন। তিনি বলেন, ‘এক্সিম ব্যাংক সব সময়ই গ্রাহকদের চাহিদা অগ্রাধিকার দেয়। এ কারণেই সিইপিজেড শাখাকে আরও বড় পরিসরে স্থানান্তর করা হয়েছে।’ 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহা. জসিম উদ্দিন ভূঞা, অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক এস এম আবু জাকের, চট্টগ্রাম ইপিজেডের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক শেখ মো. আব্দুন নুর, জেএমএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুস্তফা মাহমুদ, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান আনিসুর রহমান চৌধুরী, করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশন ও মার্কেটিং ডিভিশনের প্রধান সঞ্জীব চ্যাটার্জিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত