আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা আইনের খসড়া প্রস্তাবের ওপর মতবিনিময় সভা

বিজ্ঞপ্তি
Thumbnail image
আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা আইনের খসড়া প্রস্তাবের ওপর মতবিনিময় সভা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৫-এর খসড়া প্রস্তাবের ওপর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বোর্ডের সদস্যসহ গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।

গত মঙ্গলবার সকালে রাজধানী ঢাকার বাংলা মোটরে হামদর্দের প্রধান কার্যালয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক বোর্ডের জ্যেষ্ঠ সদস্য এবং হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের চিফ মোতাওয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক হাকিম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বোর্ড সদস্য মো. মিজানুর রহমান, আ খ মাহবুবুর রহমান সাকী, সালেহ মো. আব্দুর রহমান, মোতালেব মতিন, হাকিম কামরুল ইসলাম নাবাতাতী, হাকিম মোকছেদুল আলম, নুর মোহাম্মদ ইকবাল চৌধুরী, অধ্যাপক আতাউর রহমান, হাকিম মো. কামরুজ্জামান, কবিরাজ শ্যামল প্রসাদ সেনগুপ্ত বক্তব্য দেন।

সভায় উপস্থিত ছিলেন বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক সরদার মো. রুহুল আমিন। বোর্ডের সদস্যের বাইরে গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন আমিনুল বারী কানন, তাওহিদ আলবেরুনী, জাহাঙ্গীর হোসেন, সোহরাব হোসেনসহ প্রমুখ। এ সময় উপস্থিত সদস্যরা বোর্ডের বিদ্যমান অর্ডিন্যান্সটি যুগোপযোগী করে আইনে রূপান্তর করার বিষয়ে ঐকমত্য পোষণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশে ‘মাইনাস টু’ ফর্মুলা ফিরে আসছে কি?

ভিসা জটিলতায় ভ্রমণকর হারাচ্ছে সরকার

বাংলাদেশ ঘুরে গেলেন পাকিস্তানের আইএসআই প্রধান, দাবি ভারতীয় গণমাধ্যমের

মাস্কের চাপেই ডিওজিই থেকে রামাস্বামীর পদত্যাগ, শুরুতেই ট্রাম্প প্রশাসনে অন্তর্দ্বন্দ্বের ইঙ্গিত

গাড়িচালককে মারধর: কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসি সচিবের কক্ষের সামনে হট্টগোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত