ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে ১১ মাকে সম্মাননা

বিজ্ঞপ্তি
প্রকাশ : ১৪ মে ২০২৪, ১৪: ১৫
আপডেট : ১৪ মে ২০২৪, ১৫: ৪৮

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে এবারও অনুষ্ঠিত হয়েছে বিশ্ব মা দিবসের বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান ‘গরবিনী মা-২০২৪ ’। গত রোববার রাজধানীর মহাখালী ডিওএইচএসে অবস্থিত রাওয়া কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

আয়োজনে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। তিনি বলেন ‘মায়ের দুধের ঋণ কোনো সন্তান শোধ করতে পারে না। তাই মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা অটুট রাখতে হবে সব সময়। মা আমাদের প্রথম এবং শেষ আশ্রয়স্থল।’ প্রধান অতিথি এমন আয়োজনের জন্য ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং এই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। 
 
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের পরিচালক প্রীতি চক্রবর্তী সিআইপির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও গরবিনী মা সম্মাননার প্রধান উদ্যোক্তা আশীষ কুমার চক্রবর্তী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরমা দত্ত। 

অনুষ্ঠানে গরবিনী মায়েদের সম্মাননা দেওয়ার প্রাক্কালে প্রত্যেক সন্তান তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী ও ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তীর মায়ের অসুস্থতায় রোগমুক্তি কামনায় তাঁরা ২০১৪ সাল থেকে এই অনুষ্ঠানের আয়োজন করে আসছেন। শুরুতে পাঁচজন গরবিনী মাকে এই সম্মাননা দেওয়া হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত দেশবরেণ্য শিক্ষাবিদ ও জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। এ বছর গরবিনী মা সম্মাননা ১১ বর্ষে পদার্পণ করেছে। অনুষ্ঠানের শুরুতে গরবিনী মায়েদের উত্তরীয় পরিয়ে দেন ইউনিভার্সেল মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা ও ইন্টার্ন চিকিৎসকেরা। 

এবার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য সমাজের প্রতিষ্ঠিত ১১ জন সুনাগরিকের গরবিনী মাকে সম্মাননা দেওয়া হয়েছে। তাঁরা হলেন ঢাকার বিশেষ জজ (সিনিয়র জেলা ও দায়রা জজ) শেখ হাফিজুর রহমানের মা সাহারা রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের পরিচালক (যুগ্ম-সচিব) হায়াত-উদ-দৌলা খানের মা সাজেদা খাতুন, যশোরের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) প্রলয় কুমার জোয়ারদারের মা সুরুচি জোয়ারদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক, একাডেমিক প্রশাসক ও কলাম লেখক সামসাদ মর্তুজার মা সৈয়দা নাসরিন মর্তুজা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব মেডিসিনের ডিন আবু নাসার রিজভীর মা নাফিজা বেগম, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী মো. আশরাফুল ইসলামের মা হোসনে আরা, প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান পিয়াসের মা জেবুননেছা, জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খানের মা প্রফেসর জেড এন তাহমিদা বেগম, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নন্দিত নাট্য ও অভিনেতা শতাব্দী ওয়াদুদের মা আফরোজা নাছরীন, অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর মা গাজালা চৌধুরী এবং ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী তহবিল থেকে শিক্ষাবৃত্তি পাওয়া লাবনী আক্তারের মা বেবি বেগম। 

গরবিনী মা-২০২৪ সম্মাননা প্রদান অনুষ্ঠানে সব মাকে সম্মাননা ক্রেস্ট, মেডেল, ফ্রি মাস্টার হেলথ চেকআপ প্যাকেজ, উডেন পিকচার ও উপহার সামগ্রী দেওয়া হয়। উল্লেখ্য, গরবিনী মা সম্মাননা রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের একটি সামাজিক উদ্যোগ। মরণোত্তর কোনো মাকে গরবিনী মা সম্মাননা দেওয়া হয় না।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত