মাগুরায় মিনিস্টারের নতুন শোরুম

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২২, ১৫: ২৬
আপডেট : ২৪ মে ২০২২, ১৫: ৩৩

মাগুরার সীমাখালী বাজারের সরদার শপিংমলে মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের নতুন শোরুমের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে নতুন শোরুম উদ্বোধন করেন শতখালী ইউনিয়নের চেয়ারম্যান শিল্পপতি মো. আনোয়ার হোসেন ঝন্টু। 

শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিনিস্টার গ্রুপের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. তরিকুল ইসলাম, চুয়াডাঙ্গার ডিএম মো. আব্দুল লতিফ, বিশিষ্ট সমাজসেবক মো. ওয়াজেদ আলী সরদার, সীমাখালী বাজারের দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক কাজী আবুল কালাম আজাদ। 

মিনিস্টার গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার এইচ এম তহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিনিস্টার গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ। 

মিনিস্টারের সকল ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স এবং হিউম্যান কেয়ার পণ্য পাওয়া যাবে নতুন শো রুমটিতেউদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পপতি মো. আনোয়ার হোসেন ঝন্টু বলেন, ‘সীমাখালীর মানুষ হাতের নাগালে মিনিস্টার গ্রুপের একটি নতুন শোরুম পেল, যেখানে খুব সহজেই সাশ্রয়ী মূল্যে গ্রাহকেরা দেশীয় পণ্য ফ্রিজ, এলইডি টিভি, এয়ার কন্ডিশনার, রাইস কুকার, আয়রনসহ হিউম্যান কেয়ার প্রোডাক্টস ক্রয় করতে পারবে। এছাড়া নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে দেওয়া হয়েছে বিশাল অফার, যার মাধ্যমে গ্রাহকেরা এখান থেকে মিনিস্টারের পণ্য ক্রয় করতে পারবেন।’ 

মিনিস্টারের সব ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স এবং হিউম্যান কেয়াররে পণ্য পাওয়া যাবে এই নতুন শোরুমে। সেখান থেকে কিস্তিতে পণ্য ক্রয় করতে পারবেন গ্রাহকগণ। তা ছাড়া এই শোরুমে পাওয়া যাবে আকর্ষণীয় অফারে মিনিস্টারের সকবপণ্য। একই সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে মিনিস্টারের নতুন শোরুমে চলছে বিশেষ অফার ও ছাড়। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানির তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

ভারত ও তরুণ প্রজন্মের নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রসঙ্গে যা বললেন মির্জা ফখরুল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত