লিগ্যাসি ফুটওয়্যারের ২০ কোটি টাকা ঋণ মওকুফ করল রূপালী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৯: ০৩
Thumbnail image

পুঁজিবাজারে ট্যানারি খাতে তালিকাভুক্ত কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের ঋণের প্রায় ২০ কোটি টাকা মওকুফ করেছে রূপালী ব্যাংক। আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি। 

তথ্যমতে, লিগ্যাসি ফুটওয়্যার রূপালী ব্যাংকের রমনা করপোরেট শাখা থেকে ৩১ কোটি ৫৯ লাখ ৫৭ হাজার ৭৪১ টাকা ঋণ নিয়েছে। সেই ঋণের ১৯ কোটি ৯৩ লাখ ১০ হাজার ৪৩৮ টাকা মওকুফ করেছে ব্যাংকটি। এখন লিগ্যাসি ফুটওয়্যারকে ঋণের ১১ কোটি ৬৬ লাখ ৪৭ হাজার ৩০৩ টাকা পরিশোধ করতে হবে। 

চলতি বছরের এপ্রিলে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) লিগ্যাসি ফুটওয়্যারকে পরিশোধিত মূলধন বাড়াতে ৩ কোটি শেয়ার ছেড়ে ৩০ কোটি টাকার সংগ্রহের অনুমতি দেয়। এ জন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয় ১০ টাকা, যা বিদ্যমান শেয়ারহোল্ডার এবং অন্য শেয়ারহোল্ডারদের কাছে ইস্যু করা হবে।

বর্তমানে লিগ্যাসি ফুটওয়্যারের পরিশোধিত মূলধনের পরিমাণ ১৩ কোটি ৮ লাখ টাকা। যা বিএসইসির সম্মতি অনুযায়ী ৩০ কোটি বৃদ্ধি শেষে দাঁড়াবে ৪৩ কোটি ৮ লাখ টাকায়। 

লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড পুঁজিবাজারে আসে ২০০০ সালে। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৩ কোটি ৮ লাখ টাকা। উদ্যোক্তা ও পরিচালকেরা ছাড়া অন্য বিনিয়োগকারীদের মালিকানায় রয়েছে ৭০ শতাংশ শেয়ার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত