নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হঠাৎ করে দেশের পুঁজিবাজারে বড় উল্লম্ফন দেখিয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড (কেপিপিএল)। মাত্র পাঁচ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৫২ শতাংশের বেশি। অর্থাৎ পাঁচ দিনে কোম্পানিটির ১০০ টাকার শেয়ারে মুনাফা হয়েছে ৫২ টাকার বেশি।
দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে পুঁজিবাজারেও এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে কোম্পানিটির শেয়ারের এই দাম বাড়াকে অস্বাভাবিক বলছেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা। এমনকি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকেও কোম্পানিটির শেয়ারের দাম বাড়াকে অস্বাভাবিক আখ্যায়িত করা হয়েছে।
ডিএসই থেকে জানানো হয়েছে, কোম্পানিটির শেয়ারের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে ডিএসই থেকে নোটিশ পাঠানো হয়। ওই নোটিশের জবাবে কোম্পানিটির কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি শেয়ারের যে অস্বাভাবিক দাম বেড়েছে এবং লেনদেন বেড়েছে, তার পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।
ডিএসই থেকে এমন তথ্য দেওয়া হলেও গত সপ্তাহজুড়ে এক শ্রেণির বিনিয়োগকারীর কাছে কোম্পানিটির শেয়ার বিনিয়োগের ক্ষেত্রে পছন্দের শীর্ষে ছিল। এতে সপ্তাহজুড়েই ডিএসইতে দাম বাড়ার শীর্ষস্থান দখল করে কোম্পানিটির শেয়ার।
গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৫২ দশমিক ১৪ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৬ টাকা ১০ পয়সা। এতে এক সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দাম সম্মিলিতভাবে বেড়েছে ৪৪ কোটি ৫৫ লাখ ৪৪ হাজার টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ১৭ টাকা ৮০ পয়সা, যা আগের সপ্তাহের শেষে ছিল ১১ টাকা ৭০ পয়সা।
অন্যভাবে বললে, গত সপ্তাহের লেনদেনের শুরুতেই কোনো বিনিয়োগকারী কোম্পানিটির ১০ লাখ টাকার শেয়ার কিনলে বর্তমানে তার বাজারমূল্য ১৫ লাখ ২১ হাজার ৩৬৭ টাকা। অর্থাৎ ১০ লাখ টাকায় মাত্র পাঁচ দিনেই লাভ পাওয়া যাচ্ছে ৫ লাখ ২১ হাজার ৩৬৭ টাকা।
হঠাৎ করে দেশের পুঁজিবাজারে বড় উল্লম্ফন দেখিয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড (কেপিপিএল)। মাত্র পাঁচ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৫২ শতাংশের বেশি। অর্থাৎ পাঁচ দিনে কোম্পানিটির ১০০ টাকার শেয়ারে মুনাফা হয়েছে ৫২ টাকার বেশি।
দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে পুঁজিবাজারেও এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে কোম্পানিটির শেয়ারের এই দাম বাড়াকে অস্বাভাবিক বলছেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা। এমনকি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকেও কোম্পানিটির শেয়ারের দাম বাড়াকে অস্বাভাবিক আখ্যায়িত করা হয়েছে।
ডিএসই থেকে জানানো হয়েছে, কোম্পানিটির শেয়ারের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে ডিএসই থেকে নোটিশ পাঠানো হয়। ওই নোটিশের জবাবে কোম্পানিটির কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি শেয়ারের যে অস্বাভাবিক দাম বেড়েছে এবং লেনদেন বেড়েছে, তার পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।
ডিএসই থেকে এমন তথ্য দেওয়া হলেও গত সপ্তাহজুড়ে এক শ্রেণির বিনিয়োগকারীর কাছে কোম্পানিটির শেয়ার বিনিয়োগের ক্ষেত্রে পছন্দের শীর্ষে ছিল। এতে সপ্তাহজুড়েই ডিএসইতে দাম বাড়ার শীর্ষস্থান দখল করে কোম্পানিটির শেয়ার।
গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৫২ দশমিক ১৪ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৬ টাকা ১০ পয়সা। এতে এক সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দাম সম্মিলিতভাবে বেড়েছে ৪৪ কোটি ৫৫ লাখ ৪৪ হাজার টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ১৭ টাকা ৮০ পয়সা, যা আগের সপ্তাহের শেষে ছিল ১১ টাকা ৭০ পয়সা।
অন্যভাবে বললে, গত সপ্তাহের লেনদেনের শুরুতেই কোনো বিনিয়োগকারী কোম্পানিটির ১০ লাখ টাকার শেয়ার কিনলে বর্তমানে তার বাজারমূল্য ১৫ লাখ ২১ হাজার ৩৬৭ টাকা। অর্থাৎ ১০ লাখ টাকায় মাত্র পাঁচ দিনেই লাভ পাওয়া যাচ্ছে ৫ লাখ ২১ হাজার ৩৬৭ টাকা।
ডিজিটাল মার্কেটিং খাতে দক্ষতা উন্নয়ন এবং কার্যক্রম গতিশীল করতে বেসিস ডিজিটাল মার্কেটিং স্ট্যান্ডিং কমিটির দ্বিতীয় সভা গত বৃহস্পতিবার রাজধানীর বেসিস বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান কে. এ. এম. রাশেদুল মাজিদ। বৈঠকে উপস্থিত ছিলেন ডিরেক্টর-ইন-চার্জ ড. মোহাম্মদ রিসালাত...
১ ঘণ্টা আগেআমি জানি আপনারা অনেক কষ্টে আছেন। তবে এটাও বলতে চাই যে-আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে পেঁয়াজ, চিনি এবং তেলের দাম কিছুটা কমে এসেছে...
৬ ঘণ্টা আগেভারতের আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানিকে ২৬৫ মিলিয়ন ডলার ঘুষ কেলেঙ্কারির অভিযোগে অভিযুক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রসিকিউটরেরা। এর পরপরই কেনিয়ায় গ্রুপটির দুটি বড় প্রকল্প বাতিল হয়ে গেছে। যদিও আদানি গ্রুপ তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে।
৭ ঘণ্টা আগেভারতের অন্যতম শীর্ষ ধনকুবের গৌতম আদানি ও তাঁর ব্যবসায়িক গোষ্ঠী আদানি গ্রুপের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিযোগপত্র দাখিল ভবিষ্যতে বাংলাদেশ ও আদানি গ্রুপের সম্পর্কে প্রভাব ফেলতে পারে। এমনটাই ধারণা করছেন ঢাকার জ্বালানি বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের আদানির বিরুদ্ধে এই অভিযোগ এমন এক
৮ ঘণ্টা আগে