Ajker Patrika

পুঁজিবাজার: অস্থিরতার মধ্যেও মূলধন বাড়ল ২ হাজার কোটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুঁজিবাজার: অস্থিরতার মধ্যেও মূলধন বাড়ল ২ হাজার কোটি

রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় গত সপ্তাহে দেশের পুঁজিবাজারে দরপতন হয়েছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বাড়ার তুলনায় দ্বিগুণের বেশি কোম্পানির দরপতনে কমেছে মূল্যসূচক। কমেছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণও। তবে এই অনিশ্চয়তার বাজারেও মূলধন যোগ হয়েছে প্রায় ২ হাজার কোটি টাকা।

সপ্তাহটিতে আলোচনায় ছিল ২৮ অক্টোবর আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ। এর সঙ্গে যুক্ত হয় জামায়াতের সমাবেশ। সবকিছু মিলেই রাজনৈতিক একটি অস্থিরতা সৃষ্টির আশঙ্কা সৃষ্টি হয়। ফলে বিনিয়োগকারীদের একটি অংশ পরিস্থিতি পর্যবেক্ষণে চলে যান। এর প্রভাবে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সব কটি মূল্যসূচক কমার পাশাপাশি লেনদেনে ভাটা পড়ে। 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক দিন ছুটি থাকায় সপ্তাহটিতে লেনদেন হয়েছে চার দিন। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ১৩ দশমিক ১৮ পয়েন্ট বা দশমিক ২১ শতাংশ। 

সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৮৪ হাজার ৬৮ কোটি টাকায়, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৭ লাখ ৮২ হাজার ১৩২ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৯৩৬ কোটি টাকা বা দশমিক ২৫ শতাংশ।

সূচক কমার পাশাপাশি লেনদেনের পরিমাণও কমেছে। সপ্তাহজুড়ে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৮৩৫ কোটি ৩০ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন হয় ২ হাজার ৫০২ কোটি ৭৯ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ৬৬৭ কোটি ৪৯ লাখ টাকা বা ২৬ দশমিক ৬৭ শতাংশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত