৪ মাস পর পুঁজিবাজারে দুই হাজার কোটি টাকা লেনদেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২১, ১৮: ১৯

ঢাকা: দেশের পুঁজিবাজারে চার মাস পর লেনদেন দুই হাজার কোটি টাকা ছাড়িয়েছে। পাশাপাশি পুঁজিবাজারে মূল্য সূচকের বড় উত্থান এবং শেয়ার লেনদেনের পরিমাণ বেড়েছে।

আজ বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ২ হাজার ৯৯ কোটি ৫ লাখ টাকা। আর চলতি বছরের ১৭ জানুয়ারির পর ডিএসইতে এটিই সর্বোচ্চ লেনদেন। আগের দিন লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৭১৯ কোটি ৬৩ লাখ টাকা। অর্থাৎ লেনদেন বেড়েছে ৩৮৯ কোটি ৪২ লাখ টাকা। আর ১৭ জানুয়ারি ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ২ হাজার ৩৮৪ কোটি ৮৭ লাখ টাকা। তবে বুধবার ডিএসইতে লেনদেনকৃত অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে।

পুঁজিবাজার সূত্রে জানা গেছে, বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইর শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০১ পয়েন্টে দাঁড়িয়েছে।

সবকটি মূল্য সূচকের উত্থান হলেও ডিএসইতে লেনদেনকৃত প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। বুধবার ১৩২টি প্রতিষ্ঠানের দাম বেড়েছে, দাম কমেছে ১৭৬টির এবং ৫৬টির দাম অপরিবর্তিত ছিল।

বুধবার টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। প্রতিষ্ঠানটির ১৭৫ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে প্রাইম ব্যাংকের ৮২ কোটি টাকা, আর ৬৩ কোটি ৩২ লাখ টাকা লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে লংকা-বাংলা ফাইন্যান্স। এছাড়া বুধবার ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- সাইফ পাওয়ার, এনআরবিসি ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, রবি, জিবিবি পাওয়ার, ন্যাশনাল ফিড এবং এনসিসি ব্যাংক।

বুধবার দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৫৮ পয়েন্ট। সিএসইতে লেনদেনের পরিমাণ ১২৭ কোটি ৫৭ লাখ টাকা। লেনদেনকৃত ২৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১২৯টির দাম বেড়েছে, দাম কমেছে ১৩৪টির এবং ৩৪টির দাম অপরিবর্তিত ছিল।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত