নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের দুই স্টক এক্সচেঞ্জের সব স্বতন্ত্র পরিচালককে পদত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মৌখিকভাবে এই নির্দেশ দিয়েছে। বিএসইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।
গতকাল মঙ্গলবার রাতে বিএসইসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘একজন নির্বাহী পরিচালকের মাধ্যমে ভদ্রভাবে বলা হয়েছে। আমরা তাঁদের পদত্যাগের অপেক্ষায় আছি। তা না হলে কমিশন বিষয়টি দেখবে।’ পরিচালকদের পদত্যাগপত্র পাওয়ার পর বিএসইসি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানান তিনি।
গত রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক হাফিজ মো. হাসান বাবু ব্যক্তিগত কারণ দেখিয়ে বোর্ড থেকে পদত্যাগ করেন। তবে অন্য স্বতন্ত্র পরিচালকেরা পদত্যাগ করেননি।
এর আগে গত ১২ আগস্ট ঢাকা ক্লাবে সংবাদ সম্মেলন করে পুঁজিবাজারের বিভিন্ন অনিয়ম তুলে ধরে ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ)। সেখানে ডিএসইর চেয়ারম্যান ও অন্য স্বতন্ত্র পরিচালকদের পদত্যাগসহ ৩০ দফা দাবি তুলে ধরেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বিষয়ে প্রথমে কথা না তুললেও সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিএসইর পরিচালকদেরও পদত্যাগ দাবি করেন ডিবিএ সভাপতি।
এরপর শুধু ডিএসই থেকে চেয়ারম্যান পদত্যাগ করেছেন। কিন্তু সিএসইর চেয়ারম্যানসহ দুই স্টক এক্সচেঞ্জের সব স্বতন্ত্র পরিচালক স্বপদে রয়েছেন।
এদিকে ডিএসইর পরিচালনা পর্ষদে থেকে অভ্যন্তরীণ তথ্য জেনে পুঁজিবাজারে অনৈতিকভাবে লেনদেনের অভিযোগ রয়েছে স্বতন্ত্র পরিচালক আবদুল্লাহ আল মাহমুদের বিরুদ্ধে। তাঁর শেয়ার লেনদেনও খতিয়ে দেখতে এদিন একটি তদন্ত কমিটিও গঠন করেছে বিএসইসি। তদন্ত কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে কমিশনে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
যদিও এর আগে ডিএসই থেকেও তদন্ত করা হয়েছিল। তবে সেই তদন্তে তাঁর কোনো অপরাধ পাওয়া যায়নি। ফলে সেই তদন্ত নিয়েও রয়েছে বিতর্ক। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে পুনরায় তদন্তের নির্দেশ এল।
ডিএসইর চেয়ারম্যান পদত্যাগ করায় পরিচালনা পর্ষদে এখন স্বতন্ত্র পরিচালক আছেন ছয়জন। তাঁরা হলেন সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন, ওরাকলের বাংলাদেশ, নেপাল ও ভুটানের ব্যবস্থাপনা পরিচালক রুবাবা দৌলা, সাবেক ব্যাংকার শাহেদুল ইসলাম ও মানবাধিকার কমিশনের সদস্য কাউসার আহমেদ।
এ ছাড়া সিএসইতেও স্বতন্ত্র পরিচালক রয়েছেন মোট সাতজন। এ তালিকায় রয়েছেন বর্তমান চেয়ারম্যানের দায়িত্বে থাকা ব্যবসায়ী আসিফ ইব্রাহীম, সাবেক ব্যাংকার আবদুল হালিম চৌধুরী, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ কাশিফ রেজা চৌধুরী, সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক ইশতার মহল, সংগীতশিল্পী ও করপোরেট ব্যক্তিত্ব নকিব খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধ্যাপক রেজওয়ানুল হক খান।
দেশের দুই স্টক এক্সচেঞ্জের সব স্বতন্ত্র পরিচালককে পদত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মৌখিকভাবে এই নির্দেশ দিয়েছে। বিএসইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।
গতকাল মঙ্গলবার রাতে বিএসইসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘একজন নির্বাহী পরিচালকের মাধ্যমে ভদ্রভাবে বলা হয়েছে। আমরা তাঁদের পদত্যাগের অপেক্ষায় আছি। তা না হলে কমিশন বিষয়টি দেখবে।’ পরিচালকদের পদত্যাগপত্র পাওয়ার পর বিএসইসি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানান তিনি।
গত রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক হাফিজ মো. হাসান বাবু ব্যক্তিগত কারণ দেখিয়ে বোর্ড থেকে পদত্যাগ করেন। তবে অন্য স্বতন্ত্র পরিচালকেরা পদত্যাগ করেননি।
এর আগে গত ১২ আগস্ট ঢাকা ক্লাবে সংবাদ সম্মেলন করে পুঁজিবাজারের বিভিন্ন অনিয়ম তুলে ধরে ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ)। সেখানে ডিএসইর চেয়ারম্যান ও অন্য স্বতন্ত্র পরিচালকদের পদত্যাগসহ ৩০ দফা দাবি তুলে ধরেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বিষয়ে প্রথমে কথা না তুললেও সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিএসইর পরিচালকদেরও পদত্যাগ দাবি করেন ডিবিএ সভাপতি।
এরপর শুধু ডিএসই থেকে চেয়ারম্যান পদত্যাগ করেছেন। কিন্তু সিএসইর চেয়ারম্যানসহ দুই স্টক এক্সচেঞ্জের সব স্বতন্ত্র পরিচালক স্বপদে রয়েছেন।
এদিকে ডিএসইর পরিচালনা পর্ষদে থেকে অভ্যন্তরীণ তথ্য জেনে পুঁজিবাজারে অনৈতিকভাবে লেনদেনের অভিযোগ রয়েছে স্বতন্ত্র পরিচালক আবদুল্লাহ আল মাহমুদের বিরুদ্ধে। তাঁর শেয়ার লেনদেনও খতিয়ে দেখতে এদিন একটি তদন্ত কমিটিও গঠন করেছে বিএসইসি। তদন্ত কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে কমিশনে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
যদিও এর আগে ডিএসই থেকেও তদন্ত করা হয়েছিল। তবে সেই তদন্তে তাঁর কোনো অপরাধ পাওয়া যায়নি। ফলে সেই তদন্ত নিয়েও রয়েছে বিতর্ক। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে পুনরায় তদন্তের নির্দেশ এল।
ডিএসইর চেয়ারম্যান পদত্যাগ করায় পরিচালনা পর্ষদে এখন স্বতন্ত্র পরিচালক আছেন ছয়জন। তাঁরা হলেন সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন, ওরাকলের বাংলাদেশ, নেপাল ও ভুটানের ব্যবস্থাপনা পরিচালক রুবাবা দৌলা, সাবেক ব্যাংকার শাহেদুল ইসলাম ও মানবাধিকার কমিশনের সদস্য কাউসার আহমেদ।
এ ছাড়া সিএসইতেও স্বতন্ত্র পরিচালক রয়েছেন মোট সাতজন। এ তালিকায় রয়েছেন বর্তমান চেয়ারম্যানের দায়িত্বে থাকা ব্যবসায়ী আসিফ ইব্রাহীম, সাবেক ব্যাংকার আবদুল হালিম চৌধুরী, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ কাশিফ রেজা চৌধুরী, সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক ইশতার মহল, সংগীতশিল্পী ও করপোরেট ব্যক্তিত্ব নকিব খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধ্যাপক রেজওয়ানুল হক খান।
আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে খেজুর আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার। পাশাপাশি রোজার ইফতারির অন্যতম অনুষঙ্গ এই পণ্যের ওপর থাকা অগ্রিম করও পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। সরকারের নির্দেশে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে। তবে খেজুর আমদানির অযৌক্তিক ট্যারিফ ভ্যালু...
৫ ঘণ্টা আগেদেশের বাজারে ফের সোনার দাম বৃদ্ধি পেয়েছে। ২২ ক্যারেট সোনার ভরির নতুন দাম ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা। দাম বৃদ্ধির কারণ ও বিস্তারিত জানতে পড়ুন।
৫ ঘণ্টা আগেপুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এমন জুতা প্রস্তুতকারক ও রপ্তানিকারক তিন কোম্পানির কাছে প্রস্তুতকৃত চামড়া বিক্রি করা সিদ্ধান্ত নিয়েছে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স ট্যানারি লিমিটেড। এ লক্ষ্যে শিগগিরই হবে চুক্তি। চুক্তির আওতায় বছরে ১৬ কোটি টাকার চামড়া বিক্রি করবে এপেক্স ট্যানারি।
৫ ঘণ্টা আগেফলজাত পণ্য রপ্তানির জন্য বিশেষ সুবিধা দিল কেন্দ্রীয় ব্যাংক। স্থানীয়ভাবে উৎপাদিত ফলজাত পাল্প থেকে প্রস্তুত করা জুস ও ড্রিংকস রপ্তানির বিপরীতে রপ্তানিকারকেরা এখন মোট রপ্তানি আয়ের ১০ শতাংশ নগদ প্রণোদনা পাবেন। আজ বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ
৬ ঘণ্টা আগে