Ajker Patrika

ডিএসইতে দুই হাজার ১৪৯ কোটি টাকা লেনদেন

নিজস্ব প্রতিবেদক
ডিএসইতে দুই হাজার ১৪৯ কোটি টাকা লেনদেন

ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববারে দেশের পুঁজিবাজারে মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক বৃদ্ধির পাশাপাশি দুই হাজার ১৪৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর দুই বছরেরও বেশি সময় পর ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ছয় হাজার পয়েন্ট অতিক্রম করেছে। যা সর্বশেষ ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি ছয় হাজার পয়েন্টের ওপরে ছিল। এ ছাড়া ডিএসইতে একদিনের ব্যবধানে বাজার মূলধনের পরিমাণ বেড়েছে ৭১৬ কোটি টাকা।

পুঁজিবাজার সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস ধরে ঊর্ধ্বমুখী ধারায় থাকা পুঁজিবাজারে রোববার ডিএসইর প্রধান মূল্যসূচক ছয় হাজার আট পয়েন্টে উঠে এসেছে। যা আগের দিনের তুলনায় ২২ পয়েন্ট বেশি। সূচকের উত্থানের পাশাপাশি ডিএসইতে রোববার দুই হাজার ১৪৯ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন লেনদেন হয়েছে। আগের দিন লেনদেনের পরিমাণ ছিল দুই হাজার ৩৬৮ কোটি ৮৮ লাখ টাকা। এ হিসেবে লেনদেন কমেছে ২১৯ কোটি ৬৭ লাখ টাকা। এছাড়া রোববার ডিএসইতে লেনদেনকৃত বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে।

প্রধান মূল্যসূচকের পাশাপাশি ডিএসইর অপর দুই সূচকও বেড়েছে। এর মধ্যে ডিএসই-৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে দুই হাজার ২০৪ পয়েন্টে উঠে এসেছে। আর ডিএসইর শরিয়াহ্ সূচক দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে এক হাজার ২৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিকে রোববার লেনদেনের পর ডিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে পাঁচ লাখ তিন হাজার ৪৫৯ কোটি টাকা। যা আগের কার্যদিবসে ছিল পাঁচ লাখ দুই হাজার ৭৪৩ কোটি টাকা। অর্থাৎ একদিনের ব্যবধানে বাজার মূলধনের পরিমাণ বেড়েছে ৭১৬ কোটি টাকা।

রোববার ডিএসইতে লেনদেনকৃত ৩৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৪৪ টির, কমেছে ১৭৪ টির এবং অপরিবর্তিত ছিল ৪৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। প্রতিষ্ঠানটির ১১৬ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ইন্স্যুরেন্সের ৮৯ কোটি ৩৫ লাখ টাকার লেনদেন হয়েছে। আর ৬৯ কোটি ১৬ লাখ টাকার লেনদেনের মাধ্যমে ইফাদ অটোস রয়েছে তৃতীয় স্থানে।

রোববার লেনদেনের দিক থেকে ডিএসইতে শীর্ষ দশ প্রতিষ্ঠান হলো-এবি ব্যাংক, নর্দান ইসলামি ইন্স্যুরেন্স, জিএসপি ফাইন্যান্স, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ওয়ান ব্যাংক, আইএফআইসি ব্যাংক এবং যমুনা ব্যাংক।

এ ছাড়া রোববার দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক বেড়েছে ৩১ পয়েন্ট। সিএসইতে ১০৯ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনকৃত ৩০৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১২১ টির দাম বেড়েছে, কমেছে ১৪৩ টির এবং ৩৯টি প্রতিষ্ঠানের দাম অপরিবর্তিত ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত