ডিএসইতে লেনদেন কমেছে ২৭৩ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২১, ১৭: ৫৪
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ৫৫

দেশের পুঁজিবাজারে অবশেষে মূল্যসূচক বেড়েছে। টানা তিন কার্যদিবস মূল্যসূচকের পতনের পর আজ বুধবার দেশের দুই পুঁজিবাজারে সূচক বেড়েছে। তবে মূল্যসূচক বাড়লেও কমেছে শেয়ার লেনদেনের পরিমাণ। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের কার্যদিবসের চেয়ে কমেছে ২৭৩ কোটি টাকা। 

পুঁজিবাজার সূত্রে জানা গেছে, তিন দিন টানা পতনের পর বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৮৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে তিন কার্যদিবসের সূচকটি কমেছিল ১৪৬ পয়েন্ট। 

প্রধান মূল্যসূচকের পাশাপাশি ডিএসইতে বেড়েছে অপর দুই সূচকও। এর মধ্যে ডিএসই শরিয়াহ্ ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৬২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫৮৬ পয়েন্টে অবস্থান করছে। 

ডিএসইতে আজ মোট ৮০৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। আগের দিনের চেয়ে শেয়ার লেনদেন লেনদেন কমেছে ২৭৩ কোটি ৩৯ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৮০ কোটি ৭৯ লাখ টাকা। 

বুধবার ডিএসইতে লেনদেনকৃত ৩৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১৫৯ টির, কমেছে ১৫৮ টির এবং অপরিবর্তিত ছিল ৬০ টির দাম। বুধবার ডিএসইতে লেনদেনে শীর্ষস্থানীয় ১০ প্রতিষ্ঠান হলো-বেক্সিমকো লিমিটেড, ফরচুন সু, ওয়ান ব্যাংক, জেনেক্স ইনফোসিস, সোনালি পেপার, অ্যাকটিভ ফাইন, জিএসপি ফাইন্যান্স, ডেল্টা লাইফ, লিন্ডে বিডি ও আইএফআইসি ব্যাংক। 
এ ছাড়া আজ দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯০ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে বুধবার লেনদেনকৃত ২৫৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ১২৪ টির, বেড়েছে ১০৬ টির এবং অপরিবর্তিত ছিল ২৭ টির শেয়ারের দাম। 

সিএসইতে আজ ৩৪ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ৯ কোটি টাকা। মঙ্গলবার সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ২৫ কোটি ৪৩ লাখ টাকা। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত