পুঁজিবাজার: সব কোম্পানির জবাবদিহি এক প্ল্যাটফর্মে

আসাদুজ্জামান নূর, ঢাকা
প্রকাশ : ১৬ জুন ২০২৩, ১২: ১২
আপডেট : ১৬ জুন ২০২৩, ১৬: ০৩

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি, ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংকসহ নিবন্ধিত সব প্রতিষ্ঠানের রিপোর্ট বা জবাবদিহি এক প্ল্যাটফর্মে নিয়ে আসা হচ্ছে। এ লক্ষ্যে কাজ করছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ইতিমধ্যে স্টক এক্সচেঞ্জসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তা ও দেশি-বিদেশি পরামর্শকের সঙ্গে বৈঠক করেছে কমিশন। এরই ধারাবাহিকতায় এবার বিনিয়োগকারীদের স্বার্থে এবং পুঁজিবাজারের উন্নয়নে কমিশনে নিবন্ধিত সব প্রতিষ্ঠানের জন্য একটি একক যোগাযোগ প্ল্যাটফর্ম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্ল্যাটফর্মের নাম দেওয়া হয়েছে ‘বিএসইসি-আরবিসিএ রিপোর্টিং প্ল্যাটফর্ম’। এবার সেই প্ল্যাটফর্মে প্রাথমিক পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি এ বিষয়ে প্রতিষ্ঠানগুলোর কাছে একটি নির্দেশনা পাঠানো হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।

নির্দেশনায় বলা হয়েছে, সমস্ত নিবন্ধিত সংস্থা স্টক ব্রোকার ও স্টক ডিলার, মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার, অ্যাসেট ম্যানেজার, ফান্ড ম্যানেজার, ক্রেডিট রেটিং কোম্পানি, ট্রাস্টি, সিকিউরিটিজ কাস্টডিয়ান ও কাস্টডিয়ানকে বিএসইসি-আরবিসিএ রিপোর্টিং প্ল্যাটফর্মে ১৮ থেকে ২০ জুন এই লিঙ্কের মাধ্যমে: . dse. com. bd: 7070 /বিএসইসির ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং (ইউটিএ) করার জন্য অনুরোধ করা হচ্ছে।

এ ছাড়া নির্দেশনায় আরও জানানো হয়, সফটওয়্যারটিতে যদি কোনো পর্যবেক্ষণ থাকে, তাহলে ই-মেইলের মাধ্যমে ২২ জুনের মধ্যে বিষয়টি জানাতে বলা হলো। উল্লেখ্য, ব্যবহারকারীর আইডি ও প্রাথমিক পাসওয়ার্ড কোম্পানির মনোনীত ই-মেইল আইডির মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে পাঠানো হবে।

ডিএসই প্রতিটি নিবন্ধিত সংস্থার জন্য প্ল্যাটফর্মে সর্বাধিক দুটি ব্যবহারকারী আইডি দেবে। প্রতিটি নিবন্ধিত সংস্থাকে তত্ত্বাবধান, নিয়ন্ত্রণ ও সক্ষম রাখতে কমিশনের সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক বিভাগের কর্মকর্তাদের ও ডিএসই-সিএসইর সংশ্লিষ্ট বিভাগের সর্বোচ্চ তিনজন কর্মকর্তার জন্য প্ল্যাটফর্মে ‘নিয়ন্ত্রক ব্যবহারকারী আইডি’ সরবরাহ করবে। ডিএসইর ট্রেক হোল্ডারদের ‘নিয়ন্ত্রক ব্যবহারকারী আইডি’ ডিএসই নিয়ন্ত্রণ করবে এবং সিএসই ট্রেক হোল্ডারদের ‘নিয়ন্ত্রক ব্যবহারকারী আইডি’ সিএসই নিয়ন্ত্রণ করবে।  প্ল্যাটফর্মটি বিধি অনুসারে প্রয়োজনীয় সমস্ত রিপোর্টিং ও কমপ্লায়েন্স পরিপালন করতে ব্যবহার করা হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত