নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সারা দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের বিরুদ্ধে দমন-নিপীড়নের অভিযোগ এনে তাঁদের পতনে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার দুপুরে চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন। ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এই অনুষ্ঠানের আয়োজন করে।
এটা কোন সভ্য দেশ?-এমন প্রশ্ন রেখে তিনি বলেন, 'এভাবে চলে না। পৃথিবীর কোনো দেশে এ রকম কর্তৃত্ববাদী সরকার দীর্ঘকাল টিকে থাকতে পারে না। এরা তো পাকিস্তানিদের চেয়েও খারাপ। জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এদের (সরকার) পরাজিত করতেই হবে।'
ফখরুলের অভিযোগ, দেশে কর্তৃত্ববাদী একটি পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এখানে ভয়ে কেউ কিছু বলতে পারে না, লিখতে পারে না। বিরোধী দল যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, যাতে জনগণের কথা বলতে না পারে, যাতে সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারে, সেজন্যই দমনমূলক নিপীড়ন চালানো হচ্ছে।
এর আগে গত মঙ্গলবার চন্দ্রিমা উদ্যানে ঢাকা মহানগর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি শ্রদ্ধা নিবেদন করতে আসে। সেখানে পুলিশের সঙ্গে বিএনপির নেতা কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। বিএনপির অনেক নেতা কর্মী আহত ও গ্রেপ্তার হন। বৃহস্পতিবারও চন্দ্রিমা উদ্যানের কর্মসূচিতে বাঁধে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ফখরুল। এ কর্মসূচিকে কেন্দ্র করে অন্তত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও তার দাবি।
এই প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, সরকার জমায়েত সহ্য করতে পারে না। যেকারণে এমন আচরণ করা হচ্ছে।
সারা দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের বিরুদ্ধে দমন-নিপীড়নের অভিযোগ এনে তাঁদের পতনে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার দুপুরে চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন। ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এই অনুষ্ঠানের আয়োজন করে।
এটা কোন সভ্য দেশ?-এমন প্রশ্ন রেখে তিনি বলেন, 'এভাবে চলে না। পৃথিবীর কোনো দেশে এ রকম কর্তৃত্ববাদী সরকার দীর্ঘকাল টিকে থাকতে পারে না। এরা তো পাকিস্তানিদের চেয়েও খারাপ। জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এদের (সরকার) পরাজিত করতেই হবে।'
ফখরুলের অভিযোগ, দেশে কর্তৃত্ববাদী একটি পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এখানে ভয়ে কেউ কিছু বলতে পারে না, লিখতে পারে না। বিরোধী দল যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, যাতে জনগণের কথা বলতে না পারে, যাতে সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারে, সেজন্যই দমনমূলক নিপীড়ন চালানো হচ্ছে।
এর আগে গত মঙ্গলবার চন্দ্রিমা উদ্যানে ঢাকা মহানগর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি শ্রদ্ধা নিবেদন করতে আসে। সেখানে পুলিশের সঙ্গে বিএনপির নেতা কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। বিএনপির অনেক নেতা কর্মী আহত ও গ্রেপ্তার হন। বৃহস্পতিবারও চন্দ্রিমা উদ্যানের কর্মসূচিতে বাঁধে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ফখরুল। এ কর্মসূচিকে কেন্দ্র করে অন্তত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও তার দাবি।
এই প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, সরকার জমায়েত সহ্য করতে পারে না। যেকারণে এমন আচরণ করা হচ্ছে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৭ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৭ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৮ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২১ দিন আগে