প্রায় ১৩'শ লিটার চোরাই তেলসহ দুই যুবক গ্রেফতার

প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ১৯: ১৫
Thumbnail image

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে চোরাই তেল কেনাবেচার দায়ে দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব)। এসময় তাদের কাছ থেকে এক হাজার ২৬০ লিটার চোরাই তেলসহ একটি পিকআপ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার তারাবো এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল- আব্দুল ইমাম ভূঁইয়া (৩৩) ও মোঃ মনির হোসেন (২২)।

র‌্যাব-১১'র সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, গ্রেফতারকৃতরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন চোরাই তেল কেনাবেচার সিন্ডিকেট গড়ে তুলেছে। এ সিন্ডিকেটই রাস্তার পাশে রাখা গাড়ি থেকে অভিনব কৌশলে তেল চুরি করে।
 
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, কিছু অসাধু ড্রাইভার ও হেলপার কম দামে তেলভর্তি লরী থেকে তেল চুরি করে এ সিন্ডিকেটের কাছে বিক্রি করে। চোরাই চক্র এ তেলের সাথে ভেজাল তেল মিশিয়ে বিভিন্ন ক্ষুদ্র তেল ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ তেল ব্যবহার গাড়ীর ইঞ্জিনের জন্য ক্ষতিকর। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত