ক্রিমিনোলজি বিষয়ে পড়তে চাইলে

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ১০: ৩৩

ক্রিমিনোলজি বিষয়টি সমকালীন সময়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিশেষ করে অপরাধের কার্যকারণ নির্ণয়ে বিশ্বব্যাপী অত্যন্ত জনপ্রিয়। বিষয়ভিত্তিক জ্ঞানার্জনের পাশাপাশি বিষয়টি প্রায়োগিক গবেষণাসংশ্লিষ্ট জ্ঞানার্জনেও গুরুত্বপূর্ণ। বিভাগটির প্রায়োগিক দিক বিবেচনায় বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক—এই তিন ক্যাটাগরির শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে পারেন।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় শীর্ষে থাকা শিক্ষার্থীরা তাঁদের পছন্দের তালিকায় রাখছেন বিষয়টিকে। গুরুত্বপূর্ণ এ বিষয়ের পড়াশোনা ও ক্যারিয়ারের বিভিন্ন বিষয় নিয়ে জানাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের চেয়ারম্যান মো. সাখাওয়াত হোসেন। 

বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে অপরাধের কার্যকারণ নির্ণয়ের গুরুত্ব অনুধাবন করেই দেশে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০০৩ সাল থেকে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের যাত্রা শুরু হয়। শুরুতে বিভাগটিতে কঠোর শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়।

পরবর্তীকালে বিভাগটির প্রয়োজনীয়তা ও তাৎপর্য অনুধাবন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্ব বিভাগের আওতাধীন ক্রিমিনোলজি ও ক্রিমিনাল জাস্টিস বিষয়ে প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রাম চালু হয়। প্রোগ্রামটিতে ব্যাপক সাড়া পড়ায় স্বতন্ত্র হিসেবে ক্রিমিনোলজি বিভাগ চালু হয়। সর্বশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ সেশন থেকে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিষয়ে চার বছরমেয়াদি অনার্স কোর্সে শিক্ষার্থী ভর্তি করানো হয়। তবে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে মাস্টার্স কোর্সও চালু রয়েছে।

পঠন-পাঠন
মূলত ক্রিমিনোলজির মৌলিক বিষয়, আইন, সোসিওলজি, ক্রিমিনাল সাইকোলজি, পরিসংখ্যান, জেনোসাইড স্টাডি, সিকিউরিটি ম্যানেজমেন্ট, পুলিশিং, পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড ক্রাইম, ফরেনসিক, অপরাধ তদন্ত, মানবাধিকার, পুলিশ লিডারশিপ ইত্যাদি বিষয়ের সঙ্গে সম্পর্কিত করে ক্রিমিনোলজি অধ্যয়ন করানো হয়। মাল্টি-ডিসিপ্লিনারি সাবজেক্ট হওয়ায় বায়োলজি, ইকোনমিকস, সাইকোলজি, সাইকিয়াট্রি, সেরোলজি, আন্তর্জাতিক সম্পর্ক, পলিটিকস অ্যান্ড গভর্নেন্স, রিসার্চ মেথডোলজিও পড়ানো হয়।

তা ছাড়া ইন্ট্রোডাকশন টু পুলিশিং, ফান্ডামেন্টাল অব ল, ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, মিডিয়া অ্যান্ড ক্রাইম, ক্রাইম সিন ইনভেস্টিগেশন, ফরেনসিক সাইকোলজি এবং সাইকিয়াট্রি, ফরেনসিক সেরোলজি, জেন্ডার অ্যান্ড ক্রাইম-ক্রিমিনাল জাস্টিস, টেররিজম অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ, ফরেনসিক অ্যান্ড ক্রিমিনাল ইনভেস্টিগেশন, এনভায়রনমেন্টাল ক্রাইম, ক্রাইম প্রিভেনশন, পলিটিকস অ্যান্ড ক্রাইম, সাইবার ক্রাইম ইত্যাদি বিষয়ও রয়েছে পাঠ্যসূচিতে। 

বিদেশে উচ্চশিক্ষা 
ক্রিমিনোলজি ব্যাচেলরস ডিগ্রি পেয়ে একজন শিক্ষার্থী উচ্চশিক্ষার পথে এগিয়ে যেতে পারেন এবং মাস্টার্স বা ডক্টরেট ডিগ্রি অর্জন করতে পারেন। এ বিষয়ে বিদেশে উচ্চশিক্ষার অবারিত সুযোগ রয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, সুইডেন ইত্যাদি বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে এ বিষয়ে উচ্চশিক্ষা নেওয়া যায়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটি, ইলিনয় স্টেট ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটি, কুইন্সল্যান্ড, ন্যাশনাল ইউনিভার্সিটি, কানাডার টরন্টো, অটোয়া, লন্ডনের ভিক্টরিয়া এবং ভারতের মাদ্রাজ ইউনিভার্সিটিসহ বিভিন্ন দেশে এ বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। 

চাকরির সুযোগ
ক্রিমিনোলজি বিষয়ে পড়ে চাকরির ক্ষেত্রে প্রথমে যেটি আসে তা হলো, পুলিশ ক্যাডার। বিসিএস পুলিশ ক্যাডার যাঁদের প্রথম পছন্দ, তাঁরা এই বিভাগে পড়তে পারেন। বিভিন্ন গোয়েন্দা সংস্থা, যেমন এনএসআই, ডিজিএফআই, জেলার, কিশোর উন্নয়ন কেন্দ্রসহ নানা ক্ষেত্রে চাকরির অবারিত সুযোগ রয়েছে। তা ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু সরকারি যেকোনো চাকরি, গবেষণা সংস্থা, বিশ্ববিদ্যালয় এবং ব্যবস্থাপনা খাতে ক্রাইম অ্যানালাইসিস, ক্রাইম ম্যানেজমেন্ট এবং গবেষণায় কাজ করার সুযোগ রয়েছে।

এ বিষয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বেসরকারি চাকরি, দেশি-বিদেশি বিভিন্ন এনজিওতে কাজ করার থাকছে বিশাল সুবিধা। টিআইবি, ব্র্যাক, আইন ও সালিশ কেন্দ্র, ব্লাস্ট, সিপিডিসহ বিদেশি গবেষণা সংস্থায় এই ডিসিপ্লিনের শিক্ষার্থীদের সফলতা অগ্রগণ্য।
উল্লেখ্য, সামাজিক বিজ্ঞান অনুষদের বিষয়গুলো পড়ে যে ধরনের কর্মক্ষেত্র রয়েছে তার প্রায় সবগুলোতেই কাজ করতে পারবেন ক্রিমিনোলজি বিভাগের একজন শিক্ষার্থী। 

অনুলিখন: শাহ বিলিয়া জুলফিকার

মো. সাখাওয়াত হোসেন, চেয়ারম্যান, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত