নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাহাড়ি নারীদের চীনে পাচারের ঘটনা প্রকাশ হওয়ার পর বেশ নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। রাজধানী ও চট্টগ্রামের একাধিক জায়গায় অভিযান চালিয়ে চক্রের সঙ্গে জড়িত সন্দেহে দুই পাহাড়ি তরুণীকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পাচার চক্রের অন্যতম হোতা রিকা চাকমার ঢাকার বাসায়ও একাধিকবার অভিযান চালায় তারা।
সিআইডির পাশাপাশি সক্রিয় হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের একাধিক বাসাবাড়িতে অভিযান চালায় তারা। সেখান থেকে সন্দেহভাজন এক চীনা নাগরিক ও তাঁর পাহাড়ি স্ত্রীকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে অবশ্য তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।
পাহাড়ি তরুণীদের চীনে বিক্রি নিয়ে গত ২৩ এপ্রিল আজকের পত্রিকায় অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, পাচারকারীরা পাহাড়ি তরুণীদের প্রলোভনে ফেলে চীনে পাচার করছে। প্রতিবেদন প্রকাশের কয়েক দিন পর ৩ মে পাহাড়ি এক তরুণী পাচারের অভিযোগে রাঙামাটিতে নানিয়ারচরে মামলা করেন ওই তরুণীর বোন। সেই মামলায় পাচার চক্রের হোতা হিসেবে রিকা চাকমার নাম উল্লেখ করা হয়।
নানিয়ারচর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ বলেন, সিআইডি মামলাটি তদন্ত করছে। সিআইডির সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, তদন্তে নেমে শুক্রবার রাজধানীর উত্তরা ও বসুন্ধরা আবাসিক এলাকা থেকে চন্দনা চাকমা ও নীলা চাকমা নামের দুই তরুণীকে আটক করা হয়। তাঁদের থেকে পাওয়া তথ্য যাচাই করে তাঁদের আদালতে পাঠানো হবে।
সিআইডির ওই কর্মকর্তা বলেন, একই দল উত্তরা এলাকায় চক্রের হোতা রিকা চাকমার বাসায় একাধিকবার অভিযান চালায়। কিন্তু তিনি বুঝতে পেরে বাসা ছেড়ে চলে যান। তবে গ্রেপ্তারের জন্য তাঁকে নজরদারিতে রাখা হয়েছে। রিকাকে গ্রেপ্তার করতে পারলেই পুরো চক্র সম্পর্কে জানা যাবে।
সিআইডির পক্ষে পুরো বিষয়টি দেখভাল করছেন ডিআইজি কুসুম দেওয়ান। তিনি অবশ্য পুরো প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কিছু বলতে রাজি হননি।
চীনা নাগরিককে জিজ্ঞাসাবাদ
পিবিআইয়ের ঢাকা মেট্রো উত্তরের পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, চীনে নারী পাচার চক্র নিয়ে কাজ করছে পিবিআইও। তাঁর দাবি, এক সূত্রের তথ্যের ভিত্তিতে পুলিশের এই ইউনিট চট্টগ্রামে বায়েজিদ বোস্তামি থানার সহযোগিতায় সেখানে একাধিক বাসায় অভিযান চালায়।
বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা আজকের পত্রিকায় বলেন, পাহাড়ি নারী পাচারের সন্দেহে চট্টগ্রামের একটি বাসা থেকে এক চীনা নাগরিক ও তাঁর পাহাড়ি স্ত্রীকে থানায় তুলে আনা হয়। পরে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করে তাঁদের ছেড়ে দেওয়া হয়। তবে তাঁদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে আরও কয়েকটি জায়গায় অভিযান চালানোর প্রস্তুতি চলছে।
পাহাড়ি নারীদের চীনে পাচারের ঘটনা প্রকাশ হওয়ার পর বেশ নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। রাজধানী ও চট্টগ্রামের একাধিক জায়গায় অভিযান চালিয়ে চক্রের সঙ্গে জড়িত সন্দেহে দুই পাহাড়ি তরুণীকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পাচার চক্রের অন্যতম হোতা রিকা চাকমার ঢাকার বাসায়ও একাধিকবার অভিযান চালায় তারা।
সিআইডির পাশাপাশি সক্রিয় হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের একাধিক বাসাবাড়িতে অভিযান চালায় তারা। সেখান থেকে সন্দেহভাজন এক চীনা নাগরিক ও তাঁর পাহাড়ি স্ত্রীকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে অবশ্য তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।
পাহাড়ি তরুণীদের চীনে বিক্রি নিয়ে গত ২৩ এপ্রিল আজকের পত্রিকায় অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, পাচারকারীরা পাহাড়ি তরুণীদের প্রলোভনে ফেলে চীনে পাচার করছে। প্রতিবেদন প্রকাশের কয়েক দিন পর ৩ মে পাহাড়ি এক তরুণী পাচারের অভিযোগে রাঙামাটিতে নানিয়ারচরে মামলা করেন ওই তরুণীর বোন। সেই মামলায় পাচার চক্রের হোতা হিসেবে রিকা চাকমার নাম উল্লেখ করা হয়।
নানিয়ারচর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ বলেন, সিআইডি মামলাটি তদন্ত করছে। সিআইডির সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, তদন্তে নেমে শুক্রবার রাজধানীর উত্তরা ও বসুন্ধরা আবাসিক এলাকা থেকে চন্দনা চাকমা ও নীলা চাকমা নামের দুই তরুণীকে আটক করা হয়। তাঁদের থেকে পাওয়া তথ্য যাচাই করে তাঁদের আদালতে পাঠানো হবে।
সিআইডির ওই কর্মকর্তা বলেন, একই দল উত্তরা এলাকায় চক্রের হোতা রিকা চাকমার বাসায় একাধিকবার অভিযান চালায়। কিন্তু তিনি বুঝতে পেরে বাসা ছেড়ে চলে যান। তবে গ্রেপ্তারের জন্য তাঁকে নজরদারিতে রাখা হয়েছে। রিকাকে গ্রেপ্তার করতে পারলেই পুরো চক্র সম্পর্কে জানা যাবে।
সিআইডির পক্ষে পুরো বিষয়টি দেখভাল করছেন ডিআইজি কুসুম দেওয়ান। তিনি অবশ্য পুরো প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কিছু বলতে রাজি হননি।
চীনা নাগরিককে জিজ্ঞাসাবাদ
পিবিআইয়ের ঢাকা মেট্রো উত্তরের পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, চীনে নারী পাচার চক্র নিয়ে কাজ করছে পিবিআইও। তাঁর দাবি, এক সূত্রের তথ্যের ভিত্তিতে পুলিশের এই ইউনিট চট্টগ্রামে বায়েজিদ বোস্তামি থানার সহযোগিতায় সেখানে একাধিক বাসায় অভিযান চালায়।
বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা আজকের পত্রিকায় বলেন, পাহাড়ি নারী পাচারের সন্দেহে চট্টগ্রামের একটি বাসা থেকে এক চীনা নাগরিক ও তাঁর পাহাড়ি স্ত্রীকে থানায় তুলে আনা হয়। পরে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করে তাঁদের ছেড়ে দেওয়া হয়। তবে তাঁদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে আরও কয়েকটি জায়গায় অভিযান চালানোর প্রস্তুতি চলছে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৭ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৭ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৭ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২১ দিন আগে