কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়ন পরিষদের বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের কাছ থেকে জন্মনিবন্ধন ডিজিটাল করার নামে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, রায়দৌলতপুর ইউনিয়ন পরিষদের সচিব ফরিদুল ইসলাম ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টারের উদ্যোক্তার মাধ্যমে ২০০ টাকা করে নিচ্ছেন।
তবে এই টাকা কেন নেওয়া হচ্ছে, বিষয়টি পুরোপুরি নিশ্চিত নন ভাতাভোগীরা। তাঁরা বলছেন, টাকা নেওয়া হলেও রসিদে টাকার পরিমাণ লেখা হচ্ছে না। এদিকে টাকা নেওয়ার বিষয়টিও জানেন না চেয়ারম্যান।
উপজেলা প্রশাসনের সূত্রে জানা যায়, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের শতভাগ অনলাইন জন্মনিবন্ধনকরণের জন্য ওয়ার্ড পর্যায়ে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে ক্যাম্পেইন করা হচ্ছে।
ভাতাভোগী শাহজাহান বলেন, ‘আমাদের কাছ থেকে ২০০ টাকা কেন নেওয়া হচ্ছে, জানা নেই। অনলাইন করতে ২০০ টাকা লাগবে এ জন্য দিচ্ছি। টাকা নেওয়ার কোনো রসিদ দেওয়া হয়নি।’
রায়দৌলতপুর ইউনিয়নের ক্যাম্পেইন পরিচালনা করা ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) কর্মীরা জানান, প্রায় ২ হাজার ২০০ জন ভাতাভোগীর জন্মনিবন্ধন শতভাগ অনলাইন করার জন্য ৫০ টাকা আবেদন ফি, যাদের জন্মনিবন্ধন সংশোধন প্রয়োজন তাদের কাছ থেকে আরও ১০০ টাকা সংশোধন ফি এবং খাজনা ৫০ টাকা করে নেওয়া হচ্ছে।
রায়দৌলতপুর ইউনিয়ন পরিষদের সচিব ফরিদুল ইসলাম বলেন, ‘বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের শতভাগ অনলাইন জন্মনিবন্ধন করার জন্য ডিডিএলজি স্যার ২০০ টাকা করে নেওয়ার নির্দেশ দিয়েছেন আর টাকা তুলে আমি কি আত্মসাৎ করছি নাকি? আরও কিছু বলার থাকলে অফিসে আসেন।’
রায়দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ আকন্দ বলেন, ‘টাকা কেন নেওয়া হচ্ছে, এ ব্যাপারে কিছু জানা নেই।সচিবের সঙ্গে কথা বলে আপনাদের জানানো হবে।’
সিরাজগঞ্জ জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপ-সচিব) তোফাজ্জল হোসেন জানান, আবেদন ফি, সংশোধন ফি এবং উদ্যোক্তার পারিশ্রমিক বাবদ সর্বোচ্চ ১৫০ টাকা নিতে পারবেন। তবে যাদের সংশোধনের প্রয়োজন নেই; তাদের ক্ষেত্রে সংশোধন ফি শিথিলযোগ্য। যাদের জন্মনিবন্ধন অনলাইন করা আছে, তাদের কাছ থেকে টাকা নেওয়া অন্যায়।
তোফাজ্জল হোসেন আরও জানান, কেউ যদি খাজনা আদায় করে তাহলে খাজনার আলাদা রসিদ দিতে হবে। বিষয়টি খতিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়ন পরিষদের বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের কাছ থেকে জন্মনিবন্ধন ডিজিটাল করার নামে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, রায়দৌলতপুর ইউনিয়ন পরিষদের সচিব ফরিদুল ইসলাম ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টারের উদ্যোক্তার মাধ্যমে ২০০ টাকা করে নিচ্ছেন।
তবে এই টাকা কেন নেওয়া হচ্ছে, বিষয়টি পুরোপুরি নিশ্চিত নন ভাতাভোগীরা। তাঁরা বলছেন, টাকা নেওয়া হলেও রসিদে টাকার পরিমাণ লেখা হচ্ছে না। এদিকে টাকা নেওয়ার বিষয়টিও জানেন না চেয়ারম্যান।
উপজেলা প্রশাসনের সূত্রে জানা যায়, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের শতভাগ অনলাইন জন্মনিবন্ধনকরণের জন্য ওয়ার্ড পর্যায়ে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে ক্যাম্পেইন করা হচ্ছে।
ভাতাভোগী শাহজাহান বলেন, ‘আমাদের কাছ থেকে ২০০ টাকা কেন নেওয়া হচ্ছে, জানা নেই। অনলাইন করতে ২০০ টাকা লাগবে এ জন্য দিচ্ছি। টাকা নেওয়ার কোনো রসিদ দেওয়া হয়নি।’
রায়দৌলতপুর ইউনিয়নের ক্যাম্পেইন পরিচালনা করা ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) কর্মীরা জানান, প্রায় ২ হাজার ২০০ জন ভাতাভোগীর জন্মনিবন্ধন শতভাগ অনলাইন করার জন্য ৫০ টাকা আবেদন ফি, যাদের জন্মনিবন্ধন সংশোধন প্রয়োজন তাদের কাছ থেকে আরও ১০০ টাকা সংশোধন ফি এবং খাজনা ৫০ টাকা করে নেওয়া হচ্ছে।
রায়দৌলতপুর ইউনিয়ন পরিষদের সচিব ফরিদুল ইসলাম বলেন, ‘বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের শতভাগ অনলাইন জন্মনিবন্ধন করার জন্য ডিডিএলজি স্যার ২০০ টাকা করে নেওয়ার নির্দেশ দিয়েছেন আর টাকা তুলে আমি কি আত্মসাৎ করছি নাকি? আরও কিছু বলার থাকলে অফিসে আসেন।’
রায়দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ আকন্দ বলেন, ‘টাকা কেন নেওয়া হচ্ছে, এ ব্যাপারে কিছু জানা নেই।সচিবের সঙ্গে কথা বলে আপনাদের জানানো হবে।’
সিরাজগঞ্জ জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপ-সচিব) তোফাজ্জল হোসেন জানান, আবেদন ফি, সংশোধন ফি এবং উদ্যোক্তার পারিশ্রমিক বাবদ সর্বোচ্চ ১৫০ টাকা নিতে পারবেন। তবে যাদের সংশোধনের প্রয়োজন নেই; তাদের ক্ষেত্রে সংশোধন ফি শিথিলযোগ্য। যাদের জন্মনিবন্ধন অনলাইন করা আছে, তাদের কাছ থেকে টাকা নেওয়া অন্যায়।
তোফাজ্জল হোসেন আরও জানান, কেউ যদি খাজনা আদায় করে তাহলে খাজনার আলাদা রসিদ দিতে হবে। বিষয়টি খতিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪