বাণিজ্য মেলায় কেনাকাটায় বিকাশ পেমেন্টে মিলছে ক্যাশব্যাক কুপন

বিজ্ঞপ্তি  
Thumbnail image
বাণিজ্য মেলায় কেনাকাটায় বিকাশ পেমেন্টে মিলছে ক্যাশব্যাক কুপন। ছবি: সংগৃহীত

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কেনাকাটায় গ্রাহকদের স্বাচ্ছন্দ্য বাড়াতে এবারও থাকছে বিকাশের মাধ্যমে বিভিন্ন ধরনের পেমেন্ট সুবিধা। মেলা থেকে পছন্দের পণ্য ও সেবা নিয়ে বিকাশ অ্যাপ থেকে কিউআর স্ক্যান করে, পেমেন্ট গেটওয়ে বা অ্যাপে সংযুক্ত ভিসা কার্ড থেকে সরাসরি বিকাশ পেমেন্ট করার সুযোগ পাচ্ছেন গ্রাহকেরা।

এ ছাড়া *২৪৭# ডায়াল করেও পেমেন্ট করার সুযোগ থাকছে। গ্রাহকেরা সঙ্গে পাচ্ছেন ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক ও ৫০ টাকার মোবাইল রিচার্জ কুপন। রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (বিসিএফইসি) আয়োজিত এই মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

গ্রাহকেরা নির্দিষ্ট স্টল থেকে পোশাক, খাবার, নিত্যপ্রয়োজনীয় পণ্য ইত্যাদি কিনে পেমেন্ট বিকাশে করলে পাচ্ছেন ১০০ টাকা ক্যাশব্যাক। পাশাপাশি ন্যূনতম ১ হাজার টাকা বিকাশ পেমেন্টে গ্রাহকেরা পাচ্ছেন ৫০ টাকার মোবাইল রিচার্জ কুপন একবার। কুপনটি ব্যবহার করতে পরবর্তী দুই দিনের মধ্যে ন্যূনতম ১০০ টাকা বিকাশ থেকে রিচার্জ করতে হবে। অফার সম্পর্কে বিস্তারিত জানা যাবে সংশ্লিষ্ট ওয়েবসাইটে

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত