নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) কনুই দিয়ে ধাক্কা দেওয়ার অভিযোগে নগর বিশেষ শাখার (সিটি এসবি) সহকারী উপপরিদর্শক (এএসআই) সন্তু শীলকে প্রত্যাহার করা হয়েছে।
আজ মঙ্গলবার এক আদেশে সন্তুকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) লাইনে সংযুক্ত করার কথা বলা হয়েছে। একই দিন পৃথক আদেশে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের কথা বলা হয়েছে।
সন্তু শীল প্রায় চার বছর ধরে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের দেহরক্ষী।
তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের উপ-কমিশনার (এডিসি) আসিফ মহিউদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ বিষয়ে সিএমপি উপ-কমিশনার (সদর) আবদুল ওয়ারীশ জানান, সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়ের নির্দেশনায় দুটি আদেশ আজ জারি হয়েছে। এ বিষয়ে সন্তু শীলের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, নগরীর কোতোয়ালি থানার পাথরঘাটা এলাকায় শিক্ষা উপমন্ত্রী নিজ সংসদীয় আসনে ঈদসামগ্রী বিতরণ করার সময় গত ২০ এপ্রিল দুপুরে কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবিরকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে এএসআই সন্তু শীলের বিরুদ্ধে। এরপর থানায় জিডি করেন ওসি জাহিদুল কবির। পাশাপাশি তিনি সিএমপি পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ দেন।
থানায় জিডি এবং সিএমপি কমিশনারকে লিখিত অভিযোগ দেওয়ার পর বিষয়টি জানাজানি হয়। শুরু হয় নানা আলোচনা। এই পরিস্থিতিতে আজ সিএমপি কর্তৃপক্ষের তরফ থেকে সন্তু শীলকে প্রত্যাহার ও তদন্তের নির্দেশ এল।
এ বিষয়ে জানতে চাইলে সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের উপ-কমিশনার (এডিসি) আসিফ মহিউদ্দিন বলেন, ‘বিষয়টি তদন্ত করে প্রতিবেদনের জন্য আমাকে দায়িত্ব দেওয়ার কথা শুনেছি।’
চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) কনুই দিয়ে ধাক্কা দেওয়ার অভিযোগে নগর বিশেষ শাখার (সিটি এসবি) সহকারী উপপরিদর্শক (এএসআই) সন্তু শীলকে প্রত্যাহার করা হয়েছে।
আজ মঙ্গলবার এক আদেশে সন্তুকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) লাইনে সংযুক্ত করার কথা বলা হয়েছে। একই দিন পৃথক আদেশে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের কথা বলা হয়েছে।
সন্তু শীল প্রায় চার বছর ধরে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের দেহরক্ষী।
তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের উপ-কমিশনার (এডিসি) আসিফ মহিউদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ বিষয়ে সিএমপি উপ-কমিশনার (সদর) আবদুল ওয়ারীশ জানান, সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়ের নির্দেশনায় দুটি আদেশ আজ জারি হয়েছে। এ বিষয়ে সন্তু শীলের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, নগরীর কোতোয়ালি থানার পাথরঘাটা এলাকায় শিক্ষা উপমন্ত্রী নিজ সংসদীয় আসনে ঈদসামগ্রী বিতরণ করার সময় গত ২০ এপ্রিল দুপুরে কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবিরকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে এএসআই সন্তু শীলের বিরুদ্ধে। এরপর থানায় জিডি করেন ওসি জাহিদুল কবির। পাশাপাশি তিনি সিএমপি পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ দেন।
থানায় জিডি এবং সিএমপি কমিশনারকে লিখিত অভিযোগ দেওয়ার পর বিষয়টি জানাজানি হয়। শুরু হয় নানা আলোচনা। এই পরিস্থিতিতে আজ সিএমপি কর্তৃপক্ষের তরফ থেকে সন্তু শীলকে প্রত্যাহার ও তদন্তের নির্দেশ এল।
এ বিষয়ে জানতে চাইলে সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের উপ-কমিশনার (এডিসি) আসিফ মহিউদ্দিন বলেন, ‘বিষয়টি তদন্ত করে প্রতিবেদনের জন্য আমাকে দায়িত্ব দেওয়ার কথা শুনেছি।’
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪