চবি, প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) রাতে বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ঘটনার তিন দিন পর হাটহাজারী থানায় একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগী ওই ছাত্রী।
আজ বুধবার বিকেলে ভুক্তভোগী ওই ছাত্রী বাদী হয়ে হাটহাজারী থানায় মামলাটি দায়ের করেন। এতে অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করা হয়েছে।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন সবুজ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এতে অজ্ঞাত ৫ জনকে আসামি করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত শুরু করেছি।’
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত রোববার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের পাশের রাস্তায় বন্ধুর সঙ্গে হাঁটছিলেন ভুক্তভোগী ওই ছাত্রী। এ সময় পাঁচ যুবক তাঁদের গতিরোধ করে জেরা করতে থাকে। একপর্যায়ে দুজন কোনো কারণ ছাড়াই তাঁদের মারধর করে। এ সময় ভুক্তভোগী ও তাঁর বন্ধুকে এক ঘণ্টা আটকে রেখে শারীরিকভাবে লাঞ্ছিত করে ওই যুবকেরা। পরে রাত সাড়ে ১০টার দিকে তাঁদের মানিব্যাগ ও মোবাইল কেড়ে নিয়ে চলে যায় তাঁরা।
গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন ওই ছাত্রী। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়াকে আহ্বায়ক ও সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলামকে সদস্যসচিব করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে।
তদন্ত কমিটির সদস্যসচিব ও সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আজ তদন্তের কাজ শুরু করেছি। এখনো পর্যন্ত আমরা কাউকে শনাক্ত করতে পারিনি। ভুক্তভোগীর বক্তব্য, সিসিটিভি ফুটেজ, ঘটনাস্থলের আশপাশের নিরাপত্তাকর্মীদের সঙ্গে কথা বলব। এরই মধ্যে বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। তদন্তে যাদেরকেই পাওয়া যাবে, কোনো ছাড় দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে নিরাপদ রাখতে আমরা যা করার সব করব।’
এদিকে হলের পাশে ছাত্রী হেনস্তার ঘটনায় নিরাপত্তার বিষয় বিবেচনা করে মেয়েদের রাত ১০টার মধ্যে আবাসিক হলে প্রবেশ করার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বিভিন্ন হলের প্রভোস্ট, প্রক্টরিয়াল বডির সদস্য ও ছাত্র উপদেষ্টার সমন্বয়ে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া বলেন, ‘প্রীতিলতা হলের এক ছাত্রী হেনস্তার শিকার হয়েছেন বলে আমাদের কাছে অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় আজ উপাচার্য মহোদয়ের সঙ্গে আমরা প্রক্টরিয়াল বডির সদস্যরা, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ সভা করেছি। সেখানে ছাত্রীদের নিরাপত্তার স্বার্থে রাত ১০টার মধ্যে আবাসিক হলে প্রবেশ করার সিদ্ধান্ত হয়েছে।’
প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মেয়েদের জন্য চারটি আবাসিক হল রয়েছে। এতে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী অবস্থান করে। এত দিন রাতে হলে প্রবেশের ক্ষেত্রে হলভেদে আলাদা সময় নির্ধারিত থাকলেও কেন্দ্রীয়ভাবে কোনো নির্ধারিত সময় ছিল না।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) রাতে বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ঘটনার তিন দিন পর হাটহাজারী থানায় একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগী ওই ছাত্রী।
আজ বুধবার বিকেলে ভুক্তভোগী ওই ছাত্রী বাদী হয়ে হাটহাজারী থানায় মামলাটি দায়ের করেন। এতে অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করা হয়েছে।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন সবুজ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এতে অজ্ঞাত ৫ জনকে আসামি করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত শুরু করেছি।’
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত রোববার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের পাশের রাস্তায় বন্ধুর সঙ্গে হাঁটছিলেন ভুক্তভোগী ওই ছাত্রী। এ সময় পাঁচ যুবক তাঁদের গতিরোধ করে জেরা করতে থাকে। একপর্যায়ে দুজন কোনো কারণ ছাড়াই তাঁদের মারধর করে। এ সময় ভুক্তভোগী ও তাঁর বন্ধুকে এক ঘণ্টা আটকে রেখে শারীরিকভাবে লাঞ্ছিত করে ওই যুবকেরা। পরে রাত সাড়ে ১০টার দিকে তাঁদের মানিব্যাগ ও মোবাইল কেড়ে নিয়ে চলে যায় তাঁরা।
গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন ওই ছাত্রী। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়াকে আহ্বায়ক ও সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলামকে সদস্যসচিব করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে।
তদন্ত কমিটির সদস্যসচিব ও সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আজ তদন্তের কাজ শুরু করেছি। এখনো পর্যন্ত আমরা কাউকে শনাক্ত করতে পারিনি। ভুক্তভোগীর বক্তব্য, সিসিটিভি ফুটেজ, ঘটনাস্থলের আশপাশের নিরাপত্তাকর্মীদের সঙ্গে কথা বলব। এরই মধ্যে বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। তদন্তে যাদেরকেই পাওয়া যাবে, কোনো ছাড় দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে নিরাপদ রাখতে আমরা যা করার সব করব।’
এদিকে হলের পাশে ছাত্রী হেনস্তার ঘটনায় নিরাপত্তার বিষয় বিবেচনা করে মেয়েদের রাত ১০টার মধ্যে আবাসিক হলে প্রবেশ করার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বিভিন্ন হলের প্রভোস্ট, প্রক্টরিয়াল বডির সদস্য ও ছাত্র উপদেষ্টার সমন্বয়ে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া বলেন, ‘প্রীতিলতা হলের এক ছাত্রী হেনস্তার শিকার হয়েছেন বলে আমাদের কাছে অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় আজ উপাচার্য মহোদয়ের সঙ্গে আমরা প্রক্টরিয়াল বডির সদস্যরা, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ সভা করেছি। সেখানে ছাত্রীদের নিরাপত্তার স্বার্থে রাত ১০টার মধ্যে আবাসিক হলে প্রবেশ করার সিদ্ধান্ত হয়েছে।’
প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মেয়েদের জন্য চারটি আবাসিক হল রয়েছে। এতে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী অবস্থান করে। এত দিন রাতে হলে প্রবেশের ক্ষেত্রে হলভেদে আলাদা সময় নির্ধারিত থাকলেও কেন্দ্রীয়ভাবে কোনো নির্ধারিত সময় ছিল না।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৭ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৭ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৭ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২১ দিন আগে