হোমনায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ১৬: ৩৬

কুমিল্লার হোমনায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার আদালতের মাধ্যমে তাঁদের জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

আজ বিষয়টি নিশ্চিত করেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন। এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে হোমনা দুলালপুর সড়কের ঘাগুটিয়া ইউনিয়নের বড় বিলের পাড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–উপজেলার আছাদপুর ইউনিয়নের ঘনিয়ারচর উত্তর পাড়া বেপারী বাড়ির মো. রহমত উল্লাহ (২১), একই গ্রামের মো. রায়হান প্রকাশ বরকত উল্লাহ (২০) ও মো. সেলিম (২০) এবং খোদেদাউদপুর বাঘা সরকার বাড়ির মো. সেকুল ইসলাম (২০)। 

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন জানান, গতকাল রাতে হোমনা দুলালপুর সড়কের ঘাগুটিয়া ইউনিয়নের বড় বিলের পাড় এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালানো হয়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও পুলিশ তাঁদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের দেহ তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। 

ওসি আরও জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আজ শুক্রবার আদালতের মাধ্যমে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানির তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ৩৫ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত