লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে যুবদল নেতার ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আনোয়ার হোসেন নামে এক স্বেচ্ছাসেবক দলের নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপন ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
সংগঠনের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দলীয় গঠনতন্ত্র পরিপন্থী কাজে লিপ্ত থাকায় সদর পূর্ব স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পদ থেকে আনোয়ার হোসেনকে বহিষ্কার করা হয়েছে।’
এ ছাড়া গতকাল রোববার ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যার চেষ্টার মামলা করা হয়। আহত যুবদল নেতার শ্বশুর হাজি হোসেন আহমদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আনোয়ার হোসেনকে প্রধান আসামি করা হয়েছে।
এই মামলায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ।
উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাংগাখাঁ ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি জাকির হোসেন ও স্বেচ্ছাসেবক দলের আনোয়ার হোসেন ও কবির হোসেনের মধ্যে বিরোধ চলে আসছে। গত শনিবার রাতে মিরিকপুর বাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন জাকির হোসেন। এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতা আনোয়ার হোসেনসহ কয়েকজন জাকির হোসেনের গতিরোধ করেন।
একপর্যায়ে জাকির হোসেনের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন তাঁরা। পরে গুরুতর আহত অবস্থায় জাকির হোসেনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
লক্ষ্মীপুরে যুবদল নেতার ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আনোয়ার হোসেন নামে এক স্বেচ্ছাসেবক দলের নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপন ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
সংগঠনের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দলীয় গঠনতন্ত্র পরিপন্থী কাজে লিপ্ত থাকায় সদর পূর্ব স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পদ থেকে আনোয়ার হোসেনকে বহিষ্কার করা হয়েছে।’
এ ছাড়া গতকাল রোববার ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যার চেষ্টার মামলা করা হয়। আহত যুবদল নেতার শ্বশুর হাজি হোসেন আহমদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আনোয়ার হোসেনকে প্রধান আসামি করা হয়েছে।
এই মামলায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ।
উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাংগাখাঁ ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি জাকির হোসেন ও স্বেচ্ছাসেবক দলের আনোয়ার হোসেন ও কবির হোসেনের মধ্যে বিরোধ চলে আসছে। গত শনিবার রাতে মিরিকপুর বাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন জাকির হোসেন। এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতা আনোয়ার হোসেনসহ কয়েকজন জাকির হোসেনের গতিরোধ করেন।
একপর্যায়ে জাকির হোসেনের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন তাঁরা। পরে গুরুতর আহত অবস্থায় জাকির হোসেনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪