নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মো. সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদের (২৫) তথ্য ও গ্রেপ্তারে সহায়তাকারীর জন্য পুরস্কার ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। আজ বৃহস্পতিবার সিএমপি কমিশনার হাসিব আজিজ পক্ষ থেকে এই পুরস্কারের কথা ঘোষণা করেন। তবে ঠিক কত টাকা পুরস্কার দেওয়া হবে তা পরিষ্কার না করলেও টাকার অঙ্কটা হ্যান্ডসাম বলে জানান এ কর্মকর্তা।
সাজ্জাদ বায়েজিদ বোস্তামী থানাসংলগ্ন হাটহাজারী থানার শিকারপুরের মো. জামালের ছেলে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত মঙ্গলবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে নগরীর বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানকে নগ্ন করে পেটানোর হুমকি দিয়েছেন শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন। এ ঘটনায় ওই পুলিশ কর্মকর্তা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সিএমপি থেকে প্রাপ্ত তথ্যমতে, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মো. সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদকে আইনের আওতায় আনার জন্য যে বা যাঁরা তাঁর অবস্থান-সংক্রান্ত সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করবেন, তাঁকে বা তাঁদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে উপযুক্ত অর্থ পুরস্কার দেওয়া হবে। সংবাদদাতা-তথ্যদাতা-গ্রেপ্তারের সহায়তাকারীর পরিচয় অবশ্যই গোপন রাখা হবে।
এ বিষয়ে জানতে চাইলে সিএমপির উপকমিশনার (ক্রাইম) রইছ উদ্দিন আজকের পত্রিকা বলেন, ‘সাজ্জাদকে গ্রেপ্তারে মোটা অঙ্কের টাকা পুরস্কারের ঘোষণা করা হয়েছে। তবে টাকার অঙ্ক এখন বলছি না।’
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মো. সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদের (২৫) তথ্য ও গ্রেপ্তারে সহায়তাকারীর জন্য পুরস্কার ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। আজ বৃহস্পতিবার সিএমপি কমিশনার হাসিব আজিজ পক্ষ থেকে এই পুরস্কারের কথা ঘোষণা করেন। তবে ঠিক কত টাকা পুরস্কার দেওয়া হবে তা পরিষ্কার না করলেও টাকার অঙ্কটা হ্যান্ডসাম বলে জানান এ কর্মকর্তা।
সাজ্জাদ বায়েজিদ বোস্তামী থানাসংলগ্ন হাটহাজারী থানার শিকারপুরের মো. জামালের ছেলে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত মঙ্গলবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে নগরীর বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানকে নগ্ন করে পেটানোর হুমকি দিয়েছেন শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন। এ ঘটনায় ওই পুলিশ কর্মকর্তা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সিএমপি থেকে প্রাপ্ত তথ্যমতে, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মো. সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদকে আইনের আওতায় আনার জন্য যে বা যাঁরা তাঁর অবস্থান-সংক্রান্ত সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করবেন, তাঁকে বা তাঁদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে উপযুক্ত অর্থ পুরস্কার দেওয়া হবে। সংবাদদাতা-তথ্যদাতা-গ্রেপ্তারের সহায়তাকারীর পরিচয় অবশ্যই গোপন রাখা হবে।
এ বিষয়ে জানতে চাইলে সিএমপির উপকমিশনার (ক্রাইম) রইছ উদ্দিন আজকের পত্রিকা বলেন, ‘সাজ্জাদকে গ্রেপ্তারে মোটা অঙ্কের টাকা পুরস্কারের ঘোষণা করা হয়েছে। তবে টাকার অঙ্ক এখন বলছি না।’
রাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
৫ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
১৮ দিন আগেগণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
২২ দিন আগেচাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
৩১ জানুয়ারি ২০২৫