Ajker Patrika

ফেসবুক লাইভে ওসিকে পেটানোর হুমকি: শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদকে ধরতে পুরস্কার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
জুলাই অভ্যুত্থানের পর চট্টগ্রামে ছোট সাজ্জাদের দৌরাত্ম্য বেড়েছে। ছবি: সংগৃহীত
জুলাই অভ্যুত্থানের পর চট্টগ্রামে ছোট সাজ্জাদের দৌরাত্ম্য বেড়েছে। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মো. সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদের (২৫) তথ্য ও গ্রেপ্তারে সহায়তাকারীর জন্য পুরস্কার ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। আজ বৃহস্পতিবার সিএমপি কমিশনার হাসিব আজিজ পক্ষ থেকে এই পুরস্কারের কথা ঘোষণা করেন। তবে ঠিক কত টাকা পুরস্কার দেওয়া হবে তা পরিষ্কার না করলেও টাকার অঙ্কটা হ্যান্ডসাম বলে জানান এ কর্মকর্তা।

সাজ্জাদ বায়েজিদ বোস্তামী থানাসংলগ্ন হাটহাজারী থানার শিকারপুরের মো. জামালের ছেলে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত মঙ্গলবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে নগরীর বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানকে নগ্ন করে পেটানোর হুমকি দিয়েছেন শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন। এ ঘটনায় ওই পুলিশ কর্মকর্তা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সিএমপি থেকে প্রাপ্ত তথ্যমতে, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মো. সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদকে আইনের আওতায় আনার জন্য যে বা যাঁরা তাঁর অবস্থান-সংক্রান্ত সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করবেন, তাঁকে বা তাঁদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে উপযুক্ত অর্থ পুরস্কার দেওয়া হবে। সংবাদদাতা-তথ্যদাতা-গ্রেপ্তারের সহায়তাকারীর পরিচয় অবশ্যই গোপন রাখা হবে।

এ বিষয়ে জানতে চাইলে সিএমপির উপকমিশনার (ক্রাইম) রইছ উদ্দিন আজকের পত্রিকা বলেন, ‘সাজ্জাদকে গ্রেপ্তারে মোটা অঙ্কের টাকা পুরস্কারের ঘোষণা করা হয়েছে। তবে টাকার অঙ্ক এখন বলছি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কক্সবাজারে বিমানঘাঁটিতে গুলি: যা বলছে আইএসপিআর, নিহতের মা-বাবা ও স্থানীয়রা

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

ভারতের কাছে হারে পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে ধুয়ে দিলেন শোয়েব

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

মালিককে ঘরে আটকে রেখে খামারে পেট্রল ঢেলে আগুন, পুড়ল ৮ গরু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত