হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের দৌরাত্ম্য বেড়েছে। এতে হাসপাতালে আসা রোগী ও তাঁদের স্বজনেরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। তাঁরা দালালের খপ্পরে পড়ে বাইরের প্রতিষ্ঠান থেকে বিভিন্ন পরীক্ষা করিয়ে আনছেন, যা আবার প্রায়ই মানসম্পন্ন হচ্ছে না।
গতকাল রোববার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শহিদ উল্লাহ এ অভিযোগ করেন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা সভাপতিত্ব করেন।
শহিদ উল্লাহ জানান, তাঁদের হাসপাতালে প্রায় সব ধরনের পরীক্ষার জন্য উন্নতমানের যন্ত্রপাতি রয়েছে। তারপরও বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের দালালেরা রোগীদের বুঝিয়ে অনেক সময় জোর করে নিজেদের প্রতিষ্ঠানে নিয়ে দ্বিগুণ টাকা আদায় করছেন। এর মধ্যে অনেক পরীক্ষা সঠিকও হয় না। সরকারি হাসপাতালে একটি বড় এক্স-রের জন্য যেখানে ২০০ টাকা নেওয়া হয়, সেখানে ক্লিনিকগুলো ৪০০ থেকে ৫০০ টাকা নিয়ে থাকে। অথচ প্রাইভেট ক্লিনিকের চেয়ে হাসপাতালের এক্স-রের মান অনেক ভালো হয়।
আরএমও বলেন, ‘আমরা অনেক চেষ্টা করেও দালাল নির্মূল করতে পারছি না। এ অবস্থা চলতে থাকলে গ্রামগঞ্জ থেকে আসা নিরীহ রোগীরা সঠিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবেন। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনিক হস্তক্ষেপের আহ্বান জানাই।’
এ বিষয়ে ইউএনও ক্ষেমালিকা জানান, দালাল নিয়ন্ত্রণে থানা-পুলিশের সহযোগিতায় ব্যবস্থা নেওয়া হবে।
কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের দৌরাত্ম্য বেড়েছে। এতে হাসপাতালে আসা রোগী ও তাঁদের স্বজনেরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। তাঁরা দালালের খপ্পরে পড়ে বাইরের প্রতিষ্ঠান থেকে বিভিন্ন পরীক্ষা করিয়ে আনছেন, যা আবার প্রায়ই মানসম্পন্ন হচ্ছে না।
গতকাল রোববার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শহিদ উল্লাহ এ অভিযোগ করেন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা সভাপতিত্ব করেন।
শহিদ উল্লাহ জানান, তাঁদের হাসপাতালে প্রায় সব ধরনের পরীক্ষার জন্য উন্নতমানের যন্ত্রপাতি রয়েছে। তারপরও বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের দালালেরা রোগীদের বুঝিয়ে অনেক সময় জোর করে নিজেদের প্রতিষ্ঠানে নিয়ে দ্বিগুণ টাকা আদায় করছেন। এর মধ্যে অনেক পরীক্ষা সঠিকও হয় না। সরকারি হাসপাতালে একটি বড় এক্স-রের জন্য যেখানে ২০০ টাকা নেওয়া হয়, সেখানে ক্লিনিকগুলো ৪০০ থেকে ৫০০ টাকা নিয়ে থাকে। অথচ প্রাইভেট ক্লিনিকের চেয়ে হাসপাতালের এক্স-রের মান অনেক ভালো হয়।
আরএমও বলেন, ‘আমরা অনেক চেষ্টা করেও দালাল নির্মূল করতে পারছি না। এ অবস্থা চলতে থাকলে গ্রামগঞ্জ থেকে আসা নিরীহ রোগীরা সঠিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবেন। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনিক হস্তক্ষেপের আহ্বান জানাই।’
এ বিষয়ে ইউএনও ক্ষেমালিকা জানান, দালাল নিয়ন্ত্রণে থানা-পুলিশের সহযোগিতায় ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৭ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৭ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৭ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২১ দিন আগে