নিজ বাড়ি থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
Thumbnail image

চট্টগ্রামের বন্দর এলাকায় গলায় ফাঁস লাগানো অবস্থায় নুরুল ইসলাম (৬২) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ৮টায় বন্দর থানাধীন নিমতলার বাসা থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত নুরুল ইসলাম বন্দর থানাধীন পশ্চিম নিমতলা এলাকার মালেক সারেং বাড়ির বাসিন্দা। 

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, পরিবারের স্বজনদের ভাষ্যমতে, অজ্ঞাত কারণে ওই বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে বন্দর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে, এ বিষয়ে মৃতের ছেলে বাপ্পীর কাছে জানতে চাইলে তিনি কোনো কথা বলতে রাজি হননি। 

থানার পরিদর্শক আরও বলেন, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত